কলকাতা, 7 এপ্রিল : বাংলায় ভোট-হিংসার ছবি তুলে ধরতে গিয়ে জীবিত সাংবাদিককে মৃত বলে প্রচার করল বিজেপি । আর তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে । এই ঘটনার পর নাম না করে যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন ।
বিষয়টির সূত্রপাত বৃহস্পতিবার ৷ এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেশায় সাংবাদিক অভ্র জানিয়েছেন, বুধবার রাতের শিফটের পর বৃহস্পতিবার সকালে 10 টা নাগাদ ঘুম থেকে ওঠেন । উঠেই দেখেন যে ফোনে কমপক্ষে 100 টি মিসড কল এবং অসংখ্য হোয়্যাটসঅ্যাপ মেসেজ । এক বন্ধুর মেসেজ পড়ে জানতে পারেন, শীতলকুচিতে ভোট-পরবর্তী হিংসায় মৃত হিসেবে তাঁর ছবি ব্যবহার করেছে বঙ্গ বিজেপি । তারপর নিজেও সেই ভিডিয়ো দেখেন অভ্র ।
-
I am Abhro Banerjee, living and hale and hearty and around 1,300 km away from Sitalkuchi. BJP IT Cell is now claiming I am Manik Moitra and died in Sitalkuchi. Please don't believe these fake posts and please don't worry. I repeat: I am (still) alivehttps://t.co/y4jKsfx8tI pic.twitter.com/P2cXJFP5KO
— Abhro Banerjee (@AbhroBanerjee1) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am Abhro Banerjee, living and hale and hearty and around 1,300 km away from Sitalkuchi. BJP IT Cell is now claiming I am Manik Moitra and died in Sitalkuchi. Please don't believe these fake posts and please don't worry. I repeat: I am (still) alivehttps://t.co/y4jKsfx8tI pic.twitter.com/P2cXJFP5KO
— Abhro Banerjee (@AbhroBanerjee1) May 6, 2021I am Abhro Banerjee, living and hale and hearty and around 1,300 km away from Sitalkuchi. BJP IT Cell is now claiming I am Manik Moitra and died in Sitalkuchi. Please don't believe these fake posts and please don't worry. I repeat: I am (still) alivehttps://t.co/y4jKsfx8tI pic.twitter.com/P2cXJFP5KO
— Abhro Banerjee (@AbhroBanerjee1) May 6, 2021
ভিডিয়ো দেখামাত্রই গতকাল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অভ্র । ফেসবুক পোস্টে লেখেন, "আমি অভ্র বন্দ্যোপাধ্যায় । একেবারে সুস্থ-সবলভাবে শীতলকুচি থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আছি । বিজেপির আইটি সেল এখন দাবি করছে যে আমি নাকি মানিক মৈত্র এবং শীতলকুচিতে মারা গিয়েছি । এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না । দয়া করে উদ্বিগ্ন হবেন না । আমি আবারও বলছি, আমি (এখনও) বেঁচে আছি ।"
আরও পড়ুন : করোনা আক্রান্ত নই, ভুয়ো খবরের ক্ষুব্ধ গার্গী
শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করা হলে কেউ মুখ খুলতে চাননি । বিজেপি প্রাক্তন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, "এ বিষয়ে দলের কি মত আমি বলতে পারব না । সে কারনে ক্যামেরার সামনে আমি বলছি না । তবে আমার ধারণা ভুলবশত এমন ঘটনা ঘটেছে । দলের তরফ থেকে নিশ্চয়ই এই ভুল সংশোধন করে নেওয়া হবে ।"
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেছেন, এটাই বিজেপির আসল এভাবে রাজ্যে ভুয়ো খবরের কারখানা চালু করতে চাইছে বিজেপি । আসলে বিজেপির উদ্দেশ্য রাজ্যে অস্থিরতা তৈরি করা । আর সে কাজ নিপুণভাবে করছে বিজেপির আইটি সেল । আমরা এর কড়া নিন্দা করছি ।"