ETV Bharat / state

বাংলায় 'সূচ্যগ্র মেদিনী'ও ছাড়তে নারাজ শাহ-নাড্ডার, রাজ্য বিজেপির কোর কমিটিতে গুরুত্ব পেলেন কারা - নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি

Election Management Team in Bengal: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি ৷ মঙ্গলবার বৈঠক শেষে তৈরি হয় বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ৷ দলীয় সূত্রে খবর, কমিটিতে আসছে আমুল পরিবর্তন ৷ থাকতে পারেন ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা ৷

Election Management Team Bengal BJP Organisational Meeting
লোকসভার কোর কমিটিতে থাকতে পারেন কারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 4:52 PM IST

Updated : Dec 26, 2023, 6:06 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: চব্বিশের লোকসভা নির্বাচন এখন পাখির চোখ। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপির কোর কমিটিতেও সেই কারণেই পরিবর্তন আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ মঙ্গলবার দিনশেষেই জানা যাবে কারা রয়েছেন রাজ্য বিজেপির এই টিমে ৷ তবে সূত্রের খবর, কমিটিতে থাকছেন 15 থেকে 17 জন ৷ সামনে এল বেশ কিছু নাম ৷

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে নতুন এই কমিটিতে আছেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই প্রাক্তন সভাপতি রাহুল সিনহা ও দিলীপ ঘোষ ৷ এছাড়া পাঁচ জন সাধারণ সম্পাদক হিসাবে জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল এবং দু'জন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্ডের নাম উঠে আসছে। এছাড়াও 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে রাখা হয়েছে লোকসভার নির্বাচনের প্রস্তুতির জন্য ৷ থাকছেন সুনীল বনশল, মঙ্গল পান্ডে, আশা লকড়া এবং অমিত মালব্য ।

দলীয় সূত্রের দাবি, এই নতুন টিম কাজ করবে নির্বাচনী ম্যানেজমেন্ট টিম হিসেবে । দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই দলের ওপর ভরসা রাখছে বিজেপি ৷ পাশাপাশি দলীয় সিদ্ধান্তের গোপনীয়তা বজা রাখাও ভীষণ জরুরী ৷ সেক্ষেত্রেও এই দলের ওপরেই বিশ্বাস রাখছে বিজেপি ৷ এই কোর কমিটি তৈরি করার আগে সকলের রিপোর্ট কার্ড খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা।

চলছে সাংগঠনিক বৈঠক এবং এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব । প্রসঙ্গত, এবার জয় পেলে প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে পারেন নরেন্দ্র মোদি ৷ সামনে রয়েছে ইন্ডিয়া জোট ৷ পাশাপাশি ইতিমধ্যেই দশ বছরে পা দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ তাই দীর্ঘ শাসনের পর কিছুটা বিরোধী স্বরও উঠতে শুরু করেছে ৷ রাজনীতির ভাষায় এর নাম 'অ্যান্টি-ইনকামবেন্সি' ৷ অন্যদিকে, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই রাজ্যের 42টি লোকসভা আসন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তা বলাই বাহুল্য ৷ তবে জানা গিয়েছে কোর কমিটিকে একটাই বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তা হল, 'এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না।'

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করলেন শাহ-নাড্ডা
  2. নাড্ডাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের
  3. পুজো-প্রার্থনায় কলকাতার দুই লোকসভা আসনে শাহী-জনসংযোগ, সঙ্গী জেপি নাড্ডা

কলকাতা, 26 ডিসেম্বর: চব্বিশের লোকসভা নির্বাচন এখন পাখির চোখ। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপির কোর কমিটিতেও সেই কারণেই পরিবর্তন আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ মঙ্গলবার দিনশেষেই জানা যাবে কারা রয়েছেন রাজ্য বিজেপির এই টিমে ৷ তবে সূত্রের খবর, কমিটিতে থাকছেন 15 থেকে 17 জন ৷ সামনে এল বেশ কিছু নাম ৷

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে নতুন এই কমিটিতে আছেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই প্রাক্তন সভাপতি রাহুল সিনহা ও দিলীপ ঘোষ ৷ এছাড়া পাঁচ জন সাধারণ সম্পাদক হিসাবে জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল এবং দু'জন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্ডের নাম উঠে আসছে। এছাড়াও 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে রাখা হয়েছে লোকসভার নির্বাচনের প্রস্তুতির জন্য ৷ থাকছেন সুনীল বনশল, মঙ্গল পান্ডে, আশা লকড়া এবং অমিত মালব্য ।

দলীয় সূত্রের দাবি, এই নতুন টিম কাজ করবে নির্বাচনী ম্যানেজমেন্ট টিম হিসেবে । দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই দলের ওপর ভরসা রাখছে বিজেপি ৷ পাশাপাশি দলীয় সিদ্ধান্তের গোপনীয়তা বজা রাখাও ভীষণ জরুরী ৷ সেক্ষেত্রেও এই দলের ওপরেই বিশ্বাস রাখছে বিজেপি ৷ এই কোর কমিটি তৈরি করার আগে সকলের রিপোর্ট কার্ড খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা।

চলছে সাংগঠনিক বৈঠক এবং এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব । প্রসঙ্গত, এবার জয় পেলে প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে পারেন নরেন্দ্র মোদি ৷ সামনে রয়েছে ইন্ডিয়া জোট ৷ পাশাপাশি ইতিমধ্যেই দশ বছরে পা দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ তাই দীর্ঘ শাসনের পর কিছুটা বিরোধী স্বরও উঠতে শুরু করেছে ৷ রাজনীতির ভাষায় এর নাম 'অ্যান্টি-ইনকামবেন্সি' ৷ অন্যদিকে, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই রাজ্যের 42টি লোকসভা আসন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তা বলাই বাহুল্য ৷ তবে জানা গিয়েছে কোর কমিটিকে একটাই বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তা হল, 'এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না।'

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করলেন শাহ-নাড্ডা
  2. নাড্ডাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের
  3. পুজো-প্রার্থনায় কলকাতার দুই লোকসভা আসনে শাহী-জনসংযোগ, সঙ্গী জেপি নাড্ডা
Last Updated : Dec 26, 2023, 6:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.