কলকাতা, 22 নভেম্বর: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল বিধানসভা ৷ ডেঙ্গি ইস্যুতে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের বিধায়করা (BJP Dengue Protest in Assembly) ৷ আর সেই বিক্ষোভে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই শুভেন্দু অভিযোগ করলেন স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার জবাব দিতে চায় না ৷ এমনকি বিরোধীদের তরফে ডেঙ্গি ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করা হলেও, তা মানা হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷
প্রসঙ্গত, গতকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক করেন ৷ সেখানে ডেঙ্গি প্রতিরোধ একাধিক নির্দেশিকার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে শহরের ডেঙ্গি সংক্রমণ নিয়ে তিরস্কার করেন তিনি ৷ এনিয়ে বিজেপির তরফে আজ বলা হয়, মুখ্য়মন্ত্রী গতকাল বৈঠক করেছেন ৷ এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিষদীয় মন্ত্রীও যদি বিবৃতি দিতেন, আমরা সরকারের পদক্ষেপকে স্বাগত জানাতাম ৷’’
এদিন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেন, ‘‘2017 সালের পর রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ৷ কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, উত্তর 24 পরগনার অবস্থা আরও খারাপ ৷ শীত ঘুমে রয়েছে সরকার ৷’’ এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখানোর পর, ধর্মতলা চত্বরে প্রতিবাদে নামেন বিজেপি বিধায়করা ৷ মশারির ভিতরে ঢুকে মিছিল করেন কয়েকজন বিধায়ক ৷ আর শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ বাকিরা পথচলতি লোকজন এমনকি বাসের যাত্রীদের মধ্যে মশারি বিলি করেন ৷
আরও পড়ুন: ইঞ্জিনিয়াররা হাঁ-করে দাঁড়িয়ে থাকে তাই এই অবস্থা, গঙ্গার ঘাট সংস্কার প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের
প্রসঙ্গত, এ দিন বিধানসভায় বিজেপির তরফে ডেঙ্গি ইস্যুতে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব পেশ করার কথা ছিল ৷ কিন্তু, সরকার বিরোধীদের কথা শোনে না ৷ এই অভিযোগে অধিবেশন শুরুর পরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ বিধানসভার সিঁড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, বুকে মশার ছবি দেওয়া ব্যাজ পরে প্রতিবাদ জানায় বিজেপি ৷