ETV Bharat / state

PM Aawas Yojana Scam: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা বিজেপির - কলকাতা হাইকোর্ট

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Stop PM Aawas Yojana)-র তালিকায় দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের (BJP Filed PIL in Calcutta HC) করলেন পুরুলিয়া বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা ৷ এই মামলার পরবর্তী শুনানি 16 জানুয়ারি ৷

PM Aawas Yojana Scam ETV BHARAT
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jan 3, 2023, 8:15 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Aawas Yojana) দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ এ নিয়ে একটি জনস্বার্থ মামলা (BJP Filed PIL in Calcutta HC) দায়ের করেছেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে করা এই মামলায় উপযুক্ত তদন্তের দাবি করেছেন তিনি ৷ এমনকি যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে, তার উপরেও স্থগিতাদেশ চাওয়া হয়েছে এই জনস্বার্থ মামলায় ৷

বিজেপির অভিযোগ, ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে ব্যাপক গড়মিল রয়েছে ৷ ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধভাবে শাসকদলের নেতানেত্রীদের ঘনিষ্ঠদের নাম প্রাপকদের তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ ৷ এদিন মামলাটি আদালতে গ্রহণ করা হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 16 জানুয়ারি ৷

এই সংক্রান্ত অন্য আরও একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কান্দি পৌরসভার কাছে আগামী 14 জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷ যেখানে 66টির বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে ওই মামলাটিতে ৷ বিজেপি নেতা দেবজ্যোতি রায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নীতির অভিযোগে আগেই সরব হয়েছিল রাজ্য বিজেপি ৷ অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান এবং সদস্যদের পরিবারের সদস্যদের নাম আবাস যোজনার তালিকা তুলে দেওয়া হয়েছে ৷ অভিযোগ উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে সবার পাকা একতলা বা দোতলা বাড়ি রয়েছে ৷ এ নিয়ে একাধিক জেলায় রাজনৈতিক দলগুলির পাশাপাশি, বহু ক্ষেত্রে গ্রামবাসীরাও বিক্ষোভ দেখিয়েছে ৷ সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতারা ৷

আরও পড়ুন: আবাস যোজনায় চূড়ান্ত তালিকা নাম না থাকায় ক্ষোভ বাড়ছে পুরাতন মালদায়

এই দুর্নীতি ও গড়মিলের বিষয়টি সামনে আসে, কেন্দ্রের তরফে বিডিও অফিস গুলিকে দিয়ে নামের তালিকা যাচাইয়ের কাজ শুরু করতে ৷ আর সেই কাজ শুরু হতেই একের পর এক গড়মিল নজরে আসে ৷ দেখা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারীর পাকা দোতলা বাড়ি রয়েছে ৷ উত্তর থেকে দক্ষিণ এমনকি ভুরিভুরি ঘটনা সামনে আসতে থাকে ৷ বহু জায়গায় জেলাশাসক নিজে তালিকা যাচাই করেন ৷ সেই মতো বহু নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে ৷

কলকাতা, 3 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Aawas Yojana) দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ এ নিয়ে একটি জনস্বার্থ মামলা (BJP Filed PIL in Calcutta HC) দায়ের করেছেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে করা এই মামলায় উপযুক্ত তদন্তের দাবি করেছেন তিনি ৷ এমনকি যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে, তার উপরেও স্থগিতাদেশ চাওয়া হয়েছে এই জনস্বার্থ মামলায় ৷

বিজেপির অভিযোগ, ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে ব্যাপক গড়মিল রয়েছে ৷ ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধভাবে শাসকদলের নেতানেত্রীদের ঘনিষ্ঠদের নাম প্রাপকদের তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ ৷ এদিন মামলাটি আদালতে গ্রহণ করা হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 16 জানুয়ারি ৷

এই সংক্রান্ত অন্য আরও একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কান্দি পৌরসভার কাছে আগামী 14 জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷ যেখানে 66টির বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে ওই মামলাটিতে ৷ বিজেপি নেতা দেবজ্যোতি রায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নীতির অভিযোগে আগেই সরব হয়েছিল রাজ্য বিজেপি ৷ অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান এবং সদস্যদের পরিবারের সদস্যদের নাম আবাস যোজনার তালিকা তুলে দেওয়া হয়েছে ৷ অভিযোগ উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে সবার পাকা একতলা বা দোতলা বাড়ি রয়েছে ৷ এ নিয়ে একাধিক জেলায় রাজনৈতিক দলগুলির পাশাপাশি, বহু ক্ষেত্রে গ্রামবাসীরাও বিক্ষোভ দেখিয়েছে ৷ সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতারা ৷

আরও পড়ুন: আবাস যোজনায় চূড়ান্ত তালিকা নাম না থাকায় ক্ষোভ বাড়ছে পুরাতন মালদায়

এই দুর্নীতি ও গড়মিলের বিষয়টি সামনে আসে, কেন্দ্রের তরফে বিডিও অফিস গুলিকে দিয়ে নামের তালিকা যাচাইয়ের কাজ শুরু করতে ৷ আর সেই কাজ শুরু হতেই একের পর এক গড়মিল নজরে আসে ৷ দেখা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারীর পাকা দোতলা বাড়ি রয়েছে ৷ উত্তর থেকে দক্ষিণ এমনকি ভুরিভুরি ঘটনা সামনে আসতে থাকে ৷ বহু জায়গায় জেলাশাসক নিজে তালিকা যাচাই করেন ৷ সেই মতো বহু নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.