ETV Bharat / state

উত্তরপ্রদেশ, গুজরাতে কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে না ; কেন্দ্রকে আক্রমণ পার্থর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইজ়ারি নোটের তীব্র সমালোচনা করলেন পার্থ চট্টোপাধ্যায় । রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 10, 2019, 6:48 AM IST

Updated : Jun 10, 2019, 7:09 AM IST

কলকাতা, 10 জুন : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এর তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । প্রশ্ন তুললেন, উত্তরপ্রদেশ, গুজরাতে শিশু, যাদবরা খুন হলেও কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না ।

শনিবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রাজনৈতিক হিংসায় তিনজনের মৃত্যু হয় । তার মধ্যে 2 জন BJP কর্মী । একজন তৃণমূল কর্মী । হিংসার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । এরইমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ করার কথা বলা হয়েছে ।

আর এই অ্যাডভাইজ়ারি নোটের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যে শান্তি বজায় রয়েছে । তাহলে কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে ? BJP শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাতে শিশু এবং যাদবরা খুন হচ্ছে । কিন্তু, সেখানে কোনও অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না । কেন পাঠানো হচ্ছে না ? রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে BJP । এবং তারা আমাদের কর্মীদের মারছে ।"

ভিডোয়োয় শুনুন বক্তব্য

রাজ্যে গণতন্ত্র নেই বলে BJP নেতারা আক্রমণ করছেন । এর জবাবে তৃণমূলের মহাসচিব বলেন, "আর যাই হোক, BJP-র কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে না । দু'দিন আগেই গঙ্গারামপুরে পুলিশকর্মীদের উপর হামলা চালিয়েছে । BJP গণতন্ত্রে বিশ্বাস করে না ।"

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে তিনি বলেন, "এটা তাদের করতে দিন । তারাও নির্বাচিত সরকার । আমরাও নির্বাচিত সরকার । তাহলে একটা নির্বাচিত সরকারকে কেন বিরক্ত করা হচ্ছে ? রাজ্য সরকার, তৃণমূল এবং দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । রাজ্যে শান্তি বজায় রয়েছে । দিল্লিতে বসে BJP নেতারা বাংলার পরিস্থিতি বুঝতে পারবেন না । রাজনৈতিক উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে ব্যবহার করছে BJP ।"

কলকাতা, 10 জুন : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এর তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । প্রশ্ন তুললেন, উত্তরপ্রদেশ, গুজরাতে শিশু, যাদবরা খুন হলেও কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না ।

শনিবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রাজনৈতিক হিংসায় তিনজনের মৃত্যু হয় । তার মধ্যে 2 জন BJP কর্মী । একজন তৃণমূল কর্মী । হিংসার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । এরইমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ করার কথা বলা হয়েছে ।

আর এই অ্যাডভাইজ়ারি নোটের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যে শান্তি বজায় রয়েছে । তাহলে কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে ? BJP শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাতে শিশু এবং যাদবরা খুন হচ্ছে । কিন্তু, সেখানে কোনও অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না । কেন পাঠানো হচ্ছে না ? রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে BJP । এবং তারা আমাদের কর্মীদের মারছে ।"

ভিডোয়োয় শুনুন বক্তব্য

রাজ্যে গণতন্ত্র নেই বলে BJP নেতারা আক্রমণ করছেন । এর জবাবে তৃণমূলের মহাসচিব বলেন, "আর যাই হোক, BJP-র কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে না । দু'দিন আগেই গঙ্গারামপুরে পুলিশকর্মীদের উপর হামলা চালিয়েছে । BJP গণতন্ত্রে বিশ্বাস করে না ।"

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে তিনি বলেন, "এটা তাদের করতে দিন । তারাও নির্বাচিত সরকার । আমরাও নির্বাচিত সরকার । তাহলে একটা নির্বাচিত সরকারকে কেন বিরক্ত করা হচ্ছে ? রাজ্য সরকার, তৃণমূল এবং দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । রাজ্যে শান্তি বজায় রয়েছে । দিল্লিতে বসে BJP নেতারা বাংলার পরিস্থিতি বুঝতে পারবেন না । রাজনৈতিক উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে ব্যবহার করছে BJP ।"

Intro: একটা দালাল বলছে সিঙ্গুর ভুল ছিল,
পড়াশোনা কম

মুকুলকে একহাত পার্থর


কলকাতা, ৯ জুন : 'একটা দালাল বলছে সিঙ্গুর ভুল ছিল। সুপ্রিম কোর্ট ভুল ছিল? পড়াশোনা কম থাকলে এটা হয়।
ঠিক এভাবেই নাম না করে মুকুল রায়কে এক হাত নিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।



Body:

সিঙ্গুর আন্দোলন ভুল ছিল বলে স্বীকারোক্তি করে জন্য ঈকেন্ড ইন কমান্ড তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায় । এই স্বীকারোক্তির পরেই তামাম বিতর্ক শুরু হয় রাজ্য রাজনীতিতে। রীতিমতো অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক শিবির। আজ মুকুল রায়ের বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাতে কালীঘাটের সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, একটা দালাল বলছে সিঙ্গুর আন্দোলন ভুল ছিল। তিনি প্রশ্ন তোলেন, তাহলে সুপ্রিম কোর্ট ভুল ? মুকুলকে এক হাতে নিয়ে তৃণমূলের মহাসচিব বলেন, পড়াশুনো কম থাকলে এটা হয়। সুপ্রিম কোর্ট যেখানে বলছে, সিঙ্গুরের আন্দোলনের ফলেই কৃষকেরা জমি ফেরত পেল। সারা পৃথিবীতে সিঙ্গুর আন্দোলন স্বীকৃত ইতিহাস তৈরি করল, আর ও এটা কি বলছ ভুল।


Conclusion:
Last Updated : Jun 10, 2019, 7:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.