ETV Bharat / state

স্বাস্থ্য ভবনে ডেপুটেশন BJP -এর মহিলা মোর্চা বাহিনীর

author img

By

Published : Jul 28, 2020, 4:32 PM IST

BJP নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সল্টলেকের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন BJP -এর মহিলা মোর্চা বাহিনীর ৷

agnimitra_deputation_
অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল

কলকাতা, 28 জুলাই : বেশ কয়েকটি দাবি নিয়ে সল্টলেকের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন BJP-এর মহিলা মোর্চা বাহিনীর ৷ এদিন অগ্নিমিত্রা পলের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন ৷

কী বললেন অগ্নিমিত্রা পল

এ প্রসঙ্গে BJP নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যজুড়ে ৷ সেগুলো জানানো হয়েছে । আমরা কিছু পরামর্শ দিয়েছি ৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে হাসপাতালে বেড খালি রয়েছে ৷ কিন্তু রোগী গেলে বলা হচ্ছে বেড খালি নেই ৷ এরকম কেন হবে ? কোভিড রোগীদের জন্য টোল ফ্রি নম্বর রয়েছে ৷ কিন্তু অনেকেই তা জানেন না ৷ তাই বিজ্ঞাপনের মাধ্যমে এই টোল ফ্রি নম্বরটি সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছি ৷ " এছাড়াও তিনি বলেন, "কোথায় কোথায় কোরোনা পরীক্ষা করা হচ্ছে তা অনেকেই জানেন না ৷ আজ আমরা এখানে এসেছি বাংলার মানুষ হিসেবে ৷"

বেশ কিছু দিন ধরেই কোরোনা রোগীরা অবহেলার শিকার হচ্ছেন ৷ এ বিষয়ে এদিন অগ্নিমিত্রা পল বলেন, "এ রাজ্যে শাস্তি বলে কিছু নেই ৷ কিন্তু, যাদের জন্য এই অমানবিক ঘটনাগুলো ঘটছে তাদের শাস্তি দিতে হবে ৷"

কলকাতা, 28 জুলাই : বেশ কয়েকটি দাবি নিয়ে সল্টলেকের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন BJP-এর মহিলা মোর্চা বাহিনীর ৷ এদিন অগ্নিমিত্রা পলের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন ৷

কী বললেন অগ্নিমিত্রা পল

এ প্রসঙ্গে BJP নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যজুড়ে ৷ সেগুলো জানানো হয়েছে । আমরা কিছু পরামর্শ দিয়েছি ৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে হাসপাতালে বেড খালি রয়েছে ৷ কিন্তু রোগী গেলে বলা হচ্ছে বেড খালি নেই ৷ এরকম কেন হবে ? কোভিড রোগীদের জন্য টোল ফ্রি নম্বর রয়েছে ৷ কিন্তু অনেকেই তা জানেন না ৷ তাই বিজ্ঞাপনের মাধ্যমে এই টোল ফ্রি নম্বরটি সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছি ৷ " এছাড়াও তিনি বলেন, "কোথায় কোথায় কোরোনা পরীক্ষা করা হচ্ছে তা অনেকেই জানেন না ৷ আজ আমরা এখানে এসেছি বাংলার মানুষ হিসেবে ৷"

বেশ কিছু দিন ধরেই কোরোনা রোগীরা অবহেলার শিকার হচ্ছেন ৷ এ বিষয়ে এদিন অগ্নিমিত্রা পল বলেন, "এ রাজ্যে শাস্তি বলে কিছু নেই ৷ কিন্তু, যাদের জন্য এই অমানবিক ঘটনাগুলো ঘটছে তাদের শাস্তি দিতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.