কলকাতা, 23 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা খতিয়ে দেখতে ফের রাজ্যে এল জেপি নাড্ডার তৈরি পাঁচ সদস্যের প্রতিনিধি দল । পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত মূলত অনগ্রসর শ্রেণির মানুষের অভিযোগ শুনতেই এসেছেন বিজেপির পাঁচ নেতা ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের থেকে তথ্য সংগ্রহ করবেন তাঁরা ৷ সব দিক খতিয়ে দেখার পর পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দেওয়া হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে ৷
বিজেপি প্রতিনিধি দলে কারা আছেন: রাজ্যে বিজেপির যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসেছে সেই দলের নেতৃত্বে রয়েছেন প্রয়াগরাজের সাংসদ বিনোদ সনকার ৷ তিনি ছাড়াও এই দলে আছেন শিমলার সাংসদ সুরেশ কাশ্যম, গুজরাতের রাজ্যসভার সাংসদ বিনোদ চওড়া, কর্ণাটকের সাংসদ সাডাপ্পা মুন্নিস্বামী ও রাজস্থানের সাংসদ মনোজ রাজৌরি । কলকাতাতে পা রেখেই তাঁরা প্রথমে যাবেন তারকেশ্বর ও আরামবাগে । এছাড়াও হাওড়া গ্রামীণ, খড়্গপুরের প্রায় 25টি জায়গায় গিয়ে তাঁরা আক্রান্তদের সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের উপর কী কী অত্যাচার হয়েছে, সেই তথ্য সংগ্রহ করবে বিজেপির এই প্রতিনিধি দল ৷
পরিদর্শনে যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনোদ সনকার বলেন, "57 জন খুন হয়েছে ৷ তার মধ্যে 27 জন অনগ্রসর শ্রেণিভুক্ত । নিহত 10 জন বিজেপি কর্মীর আটজন অনগ্রসর শ্রেণির । বিজেপি করে বলেই তাঁদের উপর আক্রমণ । বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ উঠে আসছে, তা প্রাথমিকভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে । প্রত্যেকবার ভোটে কেন তাঁদের উপর হামলা করা হয় ?"
'ইন্ডিয়া' নিয়ে খোঁচা তৃণমূলকে: তবে এই প্রসঙ্গ ছাড়াও প্রয়াগরাজের সাংসদ নতুন তৈরি বিরোধীদের জোট 'ইন্ডিয়া' প্রসঙ্গেও এ দিন সরব ছিলেন । তিনি বলেন, "21 জুলাই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সিপিএমের হাতে কংগ্রেসের মৃত্যু হয়েছিল ওইদিন । শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস । তাহলে দিল্লিতে গিয়ে সিপিএম আর কংগ্রেসের সঙ্গে দোস্তি কেন ? দিদির দ্বিচারিতা থেকে মানুষ মুক্তি চায় । রাজ্যে আইন কানুন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে ।"