কলকাতা, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার দিনই এক কংগ্রেসকে কর্মীকে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে ৷ এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পরে বলে আশঙ্কা করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, আগামিদিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই রক্ত ঝরবে বাংলায় ৷
শনিবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা রাজভবনে যান ৷ সেখানে তাঁরা বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে । ঘণ্টা দেড়েক পর রাজভবনের বাইরে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷
তাঁর অভিযোগ, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনেও অকথ্য হিংসা হয়েছিল । যার কারণে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা যায়নি । এমন অনেক নির্বাচনী এলাকা ছিল যেখানে রাজ্যের রাজনৈতিক বিরোধীরাও তাদের মনোনয়ন জমা দিতে পারেনি । এমনকি পশ্চিমবঙ্গ জুড়ে পৌরসভা ও পৌরনিগমের নির্বাচনেও ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে ৷ এবারও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি বলে তাঁর দাবি ৷
-
Met Hon’ble Governor of West Bengal CV Ananda Bose ji at Raj Bhawan, Kolkata today. Apprised him about the grim law and order situation amidst Panchayat Elections in WB.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
For free & fair election, requested for the deployment of the central Parliamentary forces. @blsanthosh pic.twitter.com/iMBBZzdf99
">Met Hon’ble Governor of West Bengal CV Ananda Bose ji at Raj Bhawan, Kolkata today. Apprised him about the grim law and order situation amidst Panchayat Elections in WB.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 10, 2023
For free & fair election, requested for the deployment of the central Parliamentary forces. @blsanthosh pic.twitter.com/iMBBZzdf99Met Hon’ble Governor of West Bengal CV Ananda Bose ji at Raj Bhawan, Kolkata today. Apprised him about the grim law and order situation amidst Panchayat Elections in WB.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 10, 2023
For free & fair election, requested for the deployment of the central Parliamentary forces. @blsanthosh pic.twitter.com/iMBBZzdf99
এই প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তুলেছেন ৷ তাঁর কথায়, "তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলে এক নেতা আরেক নেতাকে মারবে । একজনের হাতে আরেকজন খুন হবে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে আছে, তা কয়েকটা দিন গেলে স্পষ্ট হবে ।’’
বিজেপির তরফে জানানো হয়েছে যে পুরো বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাওয়া হয়েছে রাজ্যপালের কাছে । তিনি বিজেপিকে আশ্বস্ত করেছেন৷ বিষয়টি দেখবেন বলেছেন । রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে রাজ্যপাল জানিয়েছেন ৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়েও রাজ্যপালের কাছে দরবার করেছে বিজেপি ৷
আরও পড়ুন: মনোনয়নের দ্বিতীয়দিনেও অশান্ত রাজ্যের বিভিন্ন জায়গা, পালটা ব্যারিকেড গড়ে তুলল বামেরা