ETV Bharat / state

Sukanta on TMC Factionalism: পঞ্চায়েত ভোটে তৃণমূলের কোন্দলেই বেশি রক্ত ঝরবে বাংলায়, আশঙ্কা সুকান্তর - বিজেপি

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল ৷ বাইরে এসে ভোটে অশান্তি নিয়ে একাধিক আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta on TMC Factionalism
Sukanta on TMC Factionalism
author img

By

Published : Jun 10, 2023, 4:37 PM IST

Updated : Jun 10, 2023, 6:01 PM IST

পঞ্চায়েত ভোটে তৃণমূলের কোন্দলেই বেশি রক্ত ঝরবে বাংলায়, আশঙ্কা সুকান্তর

কলকাতা, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার দিনই এক কংগ্রেসকে কর্মীকে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে ৷ এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পরে বলে আশঙ্কা করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, আগামিদিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই রক্ত ঝরবে বাংলায় ৷

শনিবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা রাজভবনে যান ৷ সেখানে তাঁরা বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে । ঘণ্টা দেড়েক পর রাজভবনের বাইরে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

তাঁর অভিযোগ, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনেও অকথ্য হিংসা হয়েছিল । যার কারণে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা যায়নি । এমন অনেক নির্বাচনী এলাকা ছিল যেখানে রাজ্যের রাজনৈতিক বিরোধীরাও তাদের মনোনয়ন জমা দিতে পারেনি । এমনকি পশ্চিমবঙ্গ জুড়ে পৌরসভা ও পৌরনিগমের নির্বাচনেও ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে ৷ এবারও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি বলে তাঁর দাবি ৷

  • Met Hon’ble Governor of West Bengal CV Ananda Bose ji at Raj Bhawan, Kolkata today. Apprised him about the grim law and order situation amidst Panchayat Elections in WB.

    For free & fair election, requested for the deployment of the central Parliamentary forces. @blsanthosh pic.twitter.com/iMBBZzdf99

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তুলেছেন ৷ তাঁর কথায়, "তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলে এক নেতা আরেক নেতাকে মারবে । একজনের হাতে আরেকজন খুন হবে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে আছে, তা কয়েকটা দিন গেলে স্পষ্ট হবে ।’’

বিজেপির তরফে জানানো হয়েছে যে পুরো বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাওয়া হয়েছে রাজ্যপালের কাছে । তিনি বিজেপিকে আশ্বস্ত করেছেন৷ বিষয়টি দেখবেন বলেছেন । রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে রাজ্যপাল জানিয়েছেন ৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়েও রাজ্যপালের কাছে দরবার করেছে বিজেপি ৷

আরও পড়ুন: মনোনয়নের দ্বিতীয়দিনেও অশান্ত রাজ্যের বিভিন্ন জায়গা, পালটা ব্যারিকেড গড়ে তুলল বামেরা

পঞ্চায়েত ভোটে তৃণমূলের কোন্দলেই বেশি রক্ত ঝরবে বাংলায়, আশঙ্কা সুকান্তর

কলকাতা, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার দিনই এক কংগ্রেসকে কর্মীকে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে ৷ এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পরে বলে আশঙ্কা করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, আগামিদিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই রক্ত ঝরবে বাংলায় ৷

শনিবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা রাজভবনে যান ৷ সেখানে তাঁরা বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে । ঘণ্টা দেড়েক পর রাজভবনের বাইরে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

তাঁর অভিযোগ, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনেও অকথ্য হিংসা হয়েছিল । যার কারণে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা যায়নি । এমন অনেক নির্বাচনী এলাকা ছিল যেখানে রাজ্যের রাজনৈতিক বিরোধীরাও তাদের মনোনয়ন জমা দিতে পারেনি । এমনকি পশ্চিমবঙ্গ জুড়ে পৌরসভা ও পৌরনিগমের নির্বাচনেও ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে ৷ এবারও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি বলে তাঁর দাবি ৷

  • Met Hon’ble Governor of West Bengal CV Ananda Bose ji at Raj Bhawan, Kolkata today. Apprised him about the grim law and order situation amidst Panchayat Elections in WB.

    For free & fair election, requested for the deployment of the central Parliamentary forces. @blsanthosh pic.twitter.com/iMBBZzdf99

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তুলেছেন ৷ তাঁর কথায়, "তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলে এক নেতা আরেক নেতাকে মারবে । একজনের হাতে আরেকজন খুন হবে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে আছে, তা কয়েকটা দিন গেলে স্পষ্ট হবে ।’’

বিজেপির তরফে জানানো হয়েছে যে পুরো বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাওয়া হয়েছে রাজ্যপালের কাছে । তিনি বিজেপিকে আশ্বস্ত করেছেন৷ বিষয়টি দেখবেন বলেছেন । রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে রাজ্যপাল জানিয়েছেন ৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়েও রাজ্যপালের কাছে দরবার করেছে বিজেপি ৷

আরও পড়ুন: মনোনয়নের দ্বিতীয়দিনেও অশান্ত রাজ্যের বিভিন্ন জায়গা, পালটা ব্যারিকেড গড়ে তুলল বামেরা

Last Updated : Jun 10, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.