কলকাতা, 27 জুন: বিজেপি প্রার্থীকে জোর করে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ ৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই প্রার্থী পিংকি হালদারকে নিয়ে তিনি এ দিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরেও যান ৷ সেখানে কমিশনের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির তরফে ৷
পিংকি হালদার ডায়মন্ড হারবার-1 ব্লকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের 60 নম্বর আসনে প্রার্থী হয়েছেন ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংকিকে পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটানো হয় ৷ ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম অধিকারী ও শামীমের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয় ৷
এ দিন পিংকিকেও সঙ্গে নিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা ৷ এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ একাধিক নেতৃত্ব ৷ তাঁরা পিংকির বিষয়টি ছাড়াও একাধিক দাবি জানান কমিশনে ৷ শুভেন্দু অধিকারী দাবি করেন যে বিজেপির পক্ষ থেকে একাধিক সময় কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা । একাধিক অভিযোগ জানানো হয়েছে তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷
তিনি অভিযোগ করেন যে সাঁকরাইলের ওসিকে প্রকাশ্যে বিজেপির প্রার্থীকে চড় মারতে দেখা গিয়েছে । সেই সময় সিভিল পোশাকে ছিলেন ওই পুলিশ আধিকারিক ৷ তিনি এই নিয়ে একটি ভিডিয়ো দেখান সংবাদমাধ্যমকে ৷ ওই ভিডিয়ো দেখিয়ে শুভেন্দুর দাবি, খন্দকার সফিউদ্দিন আহমেদ জেলা পরিষদে কুর্মি সমাজের প্রতিনিধি বিজেপি প্রার্থী ক্যানসার আক্রান্ত শুভংকর মাহাতোকে প্রকাশ্যে চড় মেরেছেন ।
অন্য ঘটনাটি 5 জুনের । শুভেন্দুর অধিকারীর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মিছিলে হাঁটছেন ৷ এই ভিডিয়োর সিডি কমিশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান ৷ একই সঙ্গে জানিয়েছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কোর্টের দ্বারস্থ হবে বিজেপি ।
এছাড়াও তিনি জানান যে সঞ্জয় বনসালের বিষয়ে যে উত্তর পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে, তার থেকে বোঝা যাচ্ছে যে পুরো উত্তর বেআইনি । তাছাড়া 2019 এর লোকসভা ও 2021 এর বিধানসভা নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশন যে পুলিশদের সরিয়েছিল, তাঁদের পঞ্চায়েতেও সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী ।