কলকাতা, 7 ফেব্রুয়ারি : পুলিশের অনুমতি ছাড়াই অভিনন্দন যাত্রা BJP-র ৷ অভিনন্দন যাত্রা ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে BJP নেতৃত্ব ৷ মিছিলটি শুরু হয়েছিল টালিগঞ্জ ফাঁড়ি থেকে ৷ মিছিলের শুরুতেই গ্রেপ্তার করা হয় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে ৷ আটক করা হয়েছে জয়প্রকাশ মজুমদার-সহ অন্য নেতাদের ৷
BJP-র অভিনন্দন যাত্রায় ধুন্ধুমার, গ্রেপ্তার বিজয়বর্গীয় - Kailash Vijaivargiya Arrested
BJP-র অভিনন্দন যাত্রায় ধুন্ধুমার ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে BJP নেতৃত্ব ৷ মিছিলের শুরুতেই গ্রেপ্তার করা হয় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে ৷
![BJP-র অভিনন্দন যাত্রায় ধুন্ধুমার, গ্রেপ্তার বিজয়বর্গীয় বিজয়বর্গীয়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5991181-thumbnail-3x2-kailash1.jpg?imwidth=3840)
বিজয়বর্গীয়
কলকাতা, 7 ফেব্রুয়ারি : পুলিশের অনুমতি ছাড়াই অভিনন্দন যাত্রা BJP-র ৷ অভিনন্দন যাত্রা ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে BJP নেতৃত্ব ৷ মিছিলটি শুরু হয়েছিল টালিগঞ্জ ফাঁড়ি থেকে ৷ মিছিলের শুরুতেই গ্রেপ্তার করা হয় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে ৷ আটক করা হয়েছে জয়প্রকাশ মজুমদার-সহ অন্য নেতাদের ৷
গ্রেপ্তার করা হচ্ছে BJP নেতা-কর্মীদের
গ্রেপ্তার করা হচ্ছে BJP নেতা-কর্মীদের
Intro:StoryBody:StoryConclusion:
Last Updated : Feb 7, 2020, 5:35 PM IST