নয়াদিল্লি, 21 জুলাই: মণিপুরে দুই মহিলার উপর যৌন অত্যাচার ও নগ্ন করে ঘোরানোর ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে এবার বাংলার প্রসঙ্গ টেনে আনল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ শুক্রবার সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন, 8 জুলাই হাওড়ার পাঁচলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ অত্যাচার চালানো হয়েছে ৷ এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷
কী অভিযোগ সুকান্তর?
এদিন সুকান্ত মজুমদার বলেন,"মণিপুরের ঘটনা লজ্জাজনক ৷ আমরা এর নিন্দা করি ৷ কিন্তু পঞ্চায়েত ভোটের দিন দক্ষিণ পাঁচলায় এক মহিলা বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে নগ্ন করে ঘোরানো হয়েছে ৷ কারণ, তিনি বিজেপি প্রার্থী ছিলেন ৷ এই ঘটনা কি মণিপুরের থেকে কোনও অংশে কম ?" সুকান্তর দাবি, রাজ্যের পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনার ভিডিয়ো করতে দেয়নি, তাই তা সামনে এসেনি ৷
পরে এই ঘটনা ও বাংলায় নারী নির্যাতন নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ তিনি জানান, ভোটের দিন হাওড়ার পাঁচলায় পঞ্চায়েতের এক বিজেপি মহিলা প্রার্থীকে ভোট কেন্দ্রের মধ্যে নগ্ন করে অত্যাচার চালানো হয় ৷ এই নিয়ে এফআইআরও দায়ের হয়েছে ৷ ভোট গণনার দিন, ডোমজুড়েও গণনা কেন্দ্রের ভিতর এক মহিলা প্রার্থীর উপর অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ লকেটের ৷
আরও পড়ুন: 'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের
দিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠকে এদিন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায়দের অভিযোগ, পঞ্চায়েত ভোটে রাজ্যে রক্তক্ষয়ী নির্বাচন হয়েছে ৷ সোনিয়া গান্ধি, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতৃত্ব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন বলে এইসব ঘটনা প্রসঙ্গে তারা চুপ বলেও অভিযোগ বিজেপির ৷ উল্লেখ্য, মণিপুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি তিনি মণিপুর যেতে চান বলেও জানান ৷ শুক্রবার শহিদ দিবসের মঞ্চ থেকেও মণিপুর ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন মমতা ৷