কলকাতা, 30 এপ্রিল: প্রথমে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ আর তার রেশ কাটতে না-কাটতেই পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে উতপ্ত কালিয়াগঞ্জে । দুটি ঘটনার জেরে রাজ্য রাজনীতিরও পারদ চড়ছে । এমতাবস্থায় শনিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সভাপতি ইন্দ্রনীল খান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা দিলেন।
উল্লেখ্য, কালিয়াগঞ্জজুড়ে পুলিশি জুলুমের অভিযোগ তুলে শুক্রবার 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকে বিজেপি। অন্যদিকে, এই ইস্যুতেই ওই দিনই যুব মোর্চার পক্ষ থেকে রাজভবন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছিল। অভিযান শেষে, রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। তবে তার আগেই পুলিশ ডেপুটেশন জমা দিতে যাওয়া প্রতিনিধি দলকে বাধা দেয় এবং ইন্দ্রনীল খান-সহ প্রায় 50 জন বিজেপি কর্মী-সমর্থকদের গ্রেফতার করে। সারারাত গ্রেফতার থাকার পর শনিবার সকালে তাঁরা জামিন পান। আর তারপরই রাজ্যপালের কাছে অবশেষে ডেপুটেশন জমা দিল বিজেপির যুব সংগঠন ৷
এনিয়ে ইন্দ্রনীল খান জানান, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশকে উস্কানি দিয়েছেন তারই ফলস্বরূপ কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে পুলিশ। পুলিশমন্ত্রী বক্তব্য রাখার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। আর রাজ্য পুলিশ তদন্ত করলে তথ্য লোপাট করার সম্ভাবনা থেকে যাবে। এই ফলে হয়ত কোনও নিরীহ গ্রামবাসী ফেঁসে যাবেন। তাই পুরো ঘটনার তদন্ত করার জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বনধের সমর্থনে মালদায় পিকেটিং, জাতীয় সড়ক অবরোধ বিজেপির
শুক্রবারের মিছিল নিয়ে ইন্দ্রনীল খান আরও জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে রাজভবনের দিকে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ অনৈতিকভাবে সেই মিছিল আটকে দিয়ে একের পর এক কর্মী-সমর্থকদের গ্রেফতার করতে থাকে। বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়। সিপিএম বা কংগ্রেস রাজভবন অভিযান করলে তাদেরও বাধা দিয়ে গ্রেফতার করা হয় ৷ কিন্তু তারপর ছেড়ে দেওয়া হয়। সেখানে বিজেপির কর্মীদের জেলবন্দি করে রাখা হচ্ছে।
তাঁর কথায়, "আপনারা জানেন না যে যত বেশি গ্রেফতার হবে আন্দোলন তত তীব্র হবে। যতক্ষণ পর্যন্ত দোষীরা শাস্তি না-পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ৷" বিজেপির পক্ষ থেকে জানানো হয়, রাজ্যপাল তাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং কথা শুনেছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও বিজেপি নেতাদের জানান রাজ্যপাল। পাশাপাশি গতকালের মিছিল কেন আটকানো হয়েছে সেই বিষয়ও রিপোর্ট চাইবেন।