ETV Bharat / state

করিমপুরে জয়প্রকাশকে সামনে রেখে জয় চাইছে BJP - বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা

তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল BJP । বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে দলের অভিজ্ঞ নেতৃত্বর উপরই ভরসা রাখা হচ্ছে বলে BJP সূত্রে খবর ।

প্রার্থী
author img

By

Published : Nov 2, 2019, 9:40 PM IST

কলকাতা, 2 নভেম্বর : বিধানসভা উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল BJP । আজ তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে BJP ।

করিমপুরের প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে । করিমপুর বিধানসভা আসনে জিততে দলের অভিজ্ঞ নেতৃত্বর উপরেই ভরসা রাখতে চাইছে দল । আর তাই জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা হয়েছে বলে খবর । BJP-তে যোগ দেওয়ার পর তিনি এই প্রথম দলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন । রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ভূমিপূত্র প্রেমচাঁদ ঝা-কে । পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তিনি । জেলায় দিলীপ ঘনিষ্ঠ নেতাই হিসেবেই পরিচিত । এছাড়া লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত । এই কেন্দ্রে BJP-র প্রার্থী কমলচন্দ্র দেবনাথ । জেলা পরিষদের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ।

BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই তিনটি আসনেই BJP জয়লাভ করবে । দল সেভাবেই প্রস্তুতি শুরু করেছে ।"

কলকাতা, 2 নভেম্বর : বিধানসভা উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল BJP । আজ তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে BJP ।

করিমপুরের প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে । করিমপুর বিধানসভা আসনে জিততে দলের অভিজ্ঞ নেতৃত্বর উপরেই ভরসা রাখতে চাইছে দল । আর তাই জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা হয়েছে বলে খবর । BJP-তে যোগ দেওয়ার পর তিনি এই প্রথম দলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন । রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ভূমিপূত্র প্রেমচাঁদ ঝা-কে । পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তিনি । জেলায় দিলীপ ঘনিষ্ঠ নেতাই হিসেবেই পরিচিত । এছাড়া লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত । এই কেন্দ্রে BJP-র প্রার্থী কমলচন্দ্র দেবনাথ । জেলা পরিষদের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ।

BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই তিনটি আসনেই BJP জয়লাভ করবে । দল সেভাবেই প্রস্তুতি শুরু করেছে ।"

Intro:02-11-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: বিধানসভা উপনির্বাচণে ৩ টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষনা করল বিজেপি। খড়কপুর সদরে প্রেমচাঁদ ঝা, করিমপুরে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেন কমল চন্দ্র দেবনাথ।



বিজেপি সূত্রে খবর, তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিজ্ঞ নেতৃত্বের উপর ভরাস রেখেছে। করিমপুর বিধানসভা আসনে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা হয়েছে। একজন অভিজ্ঞ ব্যক্তি। দীর্ঘদিন কংগ্রেস করেছেন। পরে বিজেপিতে যোগদিয়েছেন। বিজেপির বিধানসভার উপদেষ্টা করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে।

তেমন খড়কপুর সদর বিধানসভা কেন্দ্রে খড়কপুরের ভূমিপুত্র ও পশ্চিম মেদনীপুরের জেলা সভপতি প্রেমচাঁদ ঝা কে প্রার্থী করা হচ্ছে। প্রেমচাঁদ ঝা দিলীপ ঘনিষ্ট নেতা হিসাবেই জেলায় পরিচিত। এছাড়া লোকসভা নির্বাচণে মেদনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নির্বাচণী এজেন্ট ছিলেন এই প্রেমচাঁদ ঝা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী কমল চন্দ্র দেবনাথ।


এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " এই ৩ টি আসনেই বিজেপি জয়লাভ করবে। দল সেই ভাবেই প্রস্ততি শুরু করেছে। আমরা এই ৩ টি আসনেই ঝাপিয়ে পড়ব"



Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.