কলকাতা, 21 ফেব্রুয়ারি: বিএসএফ জওয়ানের গুলিতে মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক তরজা ঊর্ধ্বমুখী ৷ এর প্রতিবাদে 19 ফেব্রুয়ারি কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তার পালটা জবাব দিল বঙ্গ বিজেপি ৷ আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও অভিযানে নামল গেরুয়া শিবির ৷ মঙ্গলবার বিজেপি কর্মী-নেতারা দফায় দফায় যদুবাবুর বাজারের সামনে জমায়েত করে ৷ এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 45 জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে (Abhishek Banerjee house gherao) ৷
এই ঘটনার সূত্রপাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে ৷ 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় জনসভার মঞ্চ থেকে বিএসএফ-এর বিরুদ্ধে অন্যায় ভাবে গুলি চালনার অভিযোগ করেন তিনি ৷ রাজবংশী সম্প্রদায়ের যুবক প্রেমকুমার বর্মন সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা গিয়েছেন ৷ সেই ঘটনার উল্লেখ করে তৃণমূল সাংসদ বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাঠগড়ায় দাঁড় করান ৷ মঞ্চেই প্রেমকুমারের বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকের নাম না-নিয়ে তিনি প্রশ্ন করেন, "এই ঘটনার পর কোচবিহারের সাংসদ তথা অমিত শাহের ডেপুটি কোনও পদক্ষেপ করলেন না কেন ?"
আরও পড়ুন: 'অভিষেকের মন্তব্য দুর্ভাগ্যজনক !' বিএসএফ ইস্যুতে জবাব নিশীথের
এই ঘটনার পর 19 ফেব্রুয়ারি কোচিবহারের দিনহাটার ভেটাগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ জানা গিয়েছে, বাড়ির কিছুটা দূরে এই ঘেরাও অভিযান চালানো হয়েছে ৷ রবিবারের এই ঘটনার পর বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা করেন ৷
ডক্টর সুকান্ত মজুমদার বলেন, "তাঁরা একটি ব্যক্তির ব্যক্তিগত মতাদর্শে বিশ্বাস করেন না ৷ নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও অভিযানের নিন্দা করছেন ৷" এর 48 ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মতো আজ উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হয় ৷ বিজেপির নেতা-কর্মীরা প্রথমে প্রদেশ অফিস মুরলিধর সেন লেনে জমায়েত হন ৷ এরপর তাঁরা দক্ষিণ কলকাতায় যদু বাবুর বাজারে সামনে জমায়েত করেন ৷ পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এইভাবে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি ঘেরাও করা যায় না ৷ সেই জন্য সকাল থেকে যদুবাবুর বাজার থেকে হাজরা এবং হরিশ মুখার্জিতে পুলিশি টহল চলছে ৷
আরও পড়ুন: 'এমন মানুষের হাতে এলাকা তুলে দেবেন ?' বিজেপি প্রধানকে কাঠগড়ায় তুলে জনতাকে প্রশ্ন অভিষেকের