ETV Bharat / state

শুক্রে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন, যথারীতি সর্বদলে অনুপস্থিত বিজেপি

All Party Meeting: 24 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ তার আগে আজ হল সর্বদলীয় বৈঠক ৷ যদিও এই বৈঠকে অনুপস্থিত ছিল বিজেপি ৷

All party meeting
সর্বদল বৈঠক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:36 PM IST

কলকাতা, 22 নভেম্বর: আগামী 24 নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন । সেই অধিবেশনের আগে আজ অর্থাৎ বুধবার ছিল সর্বদল বৈঠক । কিন্তু বুধবারের এই সর্বদল বৈঠকেও এলেন না বিরোধী দলের কোনও সদস্য । এ দিন শুধু বিজেপি নয়, বিধানসভায় জয়ী হওয়া একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছিলেন অনুপস্থিত ।

এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজ্য বিধানসভায় আইএসএফ কোনও স্বীকৃত রাজনৈতিক দল নয় । ওই দলের কোনও বিধায়ক আছেন বলে আমার জানা নেই । ভাঙড় বিধানসভায় যিনি জয়লাভ করেছেন তিনি আইএসএফ নন, মজলিশ পার্টি অর্থাৎ নির্দল হয়ে তিনি জিতেছেন ।" এতদিন বাদে নওশাদ সিদ্দিকীকে নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, 24 তারিখ শোকপ্রস্তাব দিয়ে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন । শোকপ্রস্তাব পাঠের পর সে দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যাবে । এরপর সোমবার থেকে যথারীতি এই অধিবেশন চলবে । এখনও পর্যন্ত যা খবর, এই অধিবেশনেই বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটি পাশ হবে । এছাড়া এই বিধানসভাতে কেন্দ্রীয় সরকারের পাশ করা জিএসটি সংক্রান্ত দুটি দিল পাশ হওয়ার কথা রয়েছে । যেহেতু রেশন দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথম অধিবেশন বসতে চলেছে, তাই এতে কোনও সন্দেহ নেই যে এ বারের এই অধিবেশনে রেশন দুর্নীতিকে কেন্দ্র করে বিধানসভা উত্তপ্ত হতে পারে । প্রধান বিরোধীদল বিজেপি বিষয়টিকে নিয়ে কীভাবে সরকার পক্ষকে চাপে ফেলার চেষ্টা করে সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয় অনেকটাই স্থিতিশীল, মন্ত্রীর খবর নিতেই কি এসএসকেএমে ইডির 2 অফিসার ?
  2. বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা, 22 নভেম্বর: আগামী 24 নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন । সেই অধিবেশনের আগে আজ অর্থাৎ বুধবার ছিল সর্বদল বৈঠক । কিন্তু বুধবারের এই সর্বদল বৈঠকেও এলেন না বিরোধী দলের কোনও সদস্য । এ দিন শুধু বিজেপি নয়, বিধানসভায় জয়ী হওয়া একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছিলেন অনুপস্থিত ।

এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজ্য বিধানসভায় আইএসএফ কোনও স্বীকৃত রাজনৈতিক দল নয় । ওই দলের কোনও বিধায়ক আছেন বলে আমার জানা নেই । ভাঙড় বিধানসভায় যিনি জয়লাভ করেছেন তিনি আইএসএফ নন, মজলিশ পার্টি অর্থাৎ নির্দল হয়ে তিনি জিতেছেন ।" এতদিন বাদে নওশাদ সিদ্দিকীকে নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, 24 তারিখ শোকপ্রস্তাব দিয়ে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন । শোকপ্রস্তাব পাঠের পর সে দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যাবে । এরপর সোমবার থেকে যথারীতি এই অধিবেশন চলবে । এখনও পর্যন্ত যা খবর, এই অধিবেশনেই বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটি পাশ হবে । এছাড়া এই বিধানসভাতে কেন্দ্রীয় সরকারের পাশ করা জিএসটি সংক্রান্ত দুটি দিল পাশ হওয়ার কথা রয়েছে । যেহেতু রেশন দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথম অধিবেশন বসতে চলেছে, তাই এতে কোনও সন্দেহ নেই যে এ বারের এই অধিবেশনে রেশন দুর্নীতিকে কেন্দ্র করে বিধানসভা উত্তপ্ত হতে পারে । প্রধান বিরোধীদল বিজেপি বিষয়টিকে নিয়ে কীভাবে সরকার পক্ষকে চাপে ফেলার চেষ্টা করে সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয় অনেকটাই স্থিতিশীল, মন্ত্রীর খবর নিতেই কি এসএসকেএমে ইডির 2 অফিসার ?
  2. বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.