কলকাতা, 1 মে: লকডাউনের কারণে এবার অনলাইনেই পালিত হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামের (BITM) 61তম প্রতিষ্ঠা দিবস । অন্যান্য বছরের মতো এবারেও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে যেখানে নানা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা যোগ দিতে পারবে । তবে এসবই হবে অনলাইনের মাধ্যমে ।
লকডাউনের কারণে সম্পূর্ণভাবে বাতিল করা হয়নি এবারের অনুষ্ঠান । অনলাইনেই 2 মে উদযাপিত হবে BITM-এর প্রতিষ্ঠা দিবস । তবে সবটাই হবে অনলাইন । তবে পার্থক্য বেশ কিছু জায়গায় ।
অন্যান্য বছরের মতো ছাত্রছাত্রীরা নিজেদের হাতে গোটা ক্যাম্পাসকে সাজিয়ে তুলবে না । বিভিন্ন স্কুল-কলেজ অংশগ্রহণ করবে না প্রতিযোগিতায় । প্রতিষ্ঠানের টেকনিক্যাল অফিসার গৌতম শীল বলেন, "কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই BITM-এ এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে না প্রতিষ্ঠা দিবস । তাই আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অনলাইনে এই দিনটি পালন করার উদ্যোগ নিয়েছি । গতবছর প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী বর্ষ পালিত হয়েছিল । প্রতিবছর এই দিনটির জন্য আমরা অনেক আগের থেকেই প্রস্তুতি নিই । 2 মে সারাদিন ধরে চলে বহু অনুষ্ঠান । অন্যান্য স্কুল-কলেজের পড়ুয়ারাও আসেন । চলে নানা শিক্ষামূলক প্রতিযোগিতাও । আমরা কোনওভাবেই সরকারের সামাজিক দূরত্বের বিধি নিষেধ লঙ্ঘন করতে চাই না । তাই আর্থ ডে উপলক্ষেও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনলাইনেই ।"
তিনি আরও বলেন, "এই প্রতিযোগিতাগুলিতে যোগ দিতে গেলে ছাত্র-ছাত্রীদের BITM-এর ওয়েবসাইটে লগ-ইন করতে হবে (www.bitm.gov.in) । সারা মাস ধরে চলবে প্রতিযোগিতা । তিনটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
1) কোয়েস্ট- কুইজ় অন সায়েন্স এক্সপেরিমেন্টস । এই প্রতিযোগিতাটিতে ক্লাস ফাইভ থেকে টুয়েলভের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে ।
2) এসে কম্পিটিশন- দ্য ফার্স্ট সাইন্স মিউজ়িয়াম অফ আউর কান্ট্রি । এটিতেও ক্লাস ফাইভ থেকে টুয়েলভের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে ।
3) আইডিয়া কম্পিটিশন- হাও আ সাইন্স সেন্টার ক্যান সার্ভ অনলাইন ।
এই প্রতিযোগিতায় শুধুমাত্র স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন । উত্তর পাঠাতে হবে- bitmeducationsection@gmail.com-এ ।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে 15 মে সব প্রতিযোগিতার ফলাফল বেরোবে । অনলাইনের মাধ্যমে কয়েকটি বিজ্ঞানের এক্সপেরিমেন্টেশন দেখানো হবে । পড়ুয়ারা ওয়েবসাইটে লগ-ইন করলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই এক্সপেরিমেন্টগুলি দেখতে পাবেন । এগুলি 2 মে থেকে দেখা যাবে । সেগুলির উপর ভিত্তি করে থাকবে কিছু প্রশ্ন । যার উত্তর পড়ুয়াদের দিতে হবে । ওয়েবসাইটে দেওয়া ই-মেইলে উত্তরগুলি 3 মে বেলা 1টার মধ্যে পাঠিয়ে দিতে হবে । এভাবেই উদযাপন করা হবে প্রতিষ্ঠানেের জন্মদিন ৷