ETV Bharat / state

2024 Lok Sabha elections: 9 দিনের বঙ্গ সফরে মোহন ভগবত

পাখির চোখ 2024 সালের লোকসভা নির্বাচন। সংগঠন সাজাতে আবার দশ দিনের বঙ্গসফরে আসছেন মোহন ভগবত (election campaign) ।

2024 Lok Sabha elections
Mohan Bhagwat
author img

By

Published : Feb 9, 2022, 8:21 PM IST

Updated : Feb 9, 2022, 8:55 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচন পাখির চোখ (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ) আরএসএস-এর (2024 Lok Sabha elections)। তাই সংগঠনকে ঢেলে সাজাতে আবার টানা 9 দিনের সফরে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবত । যেটি সম্প্রতিকালে নজীরবিহীন ঘটনা । সারা রাজ্যে সফর করবেন মোহন ভগবত (Mohan Bhagwat visit in bengal) ।

আরএসএস সূত্রে খবর(source of rss), 10 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সফরে আসছেন মোহন ভগবত । সেখানে ২ দিনের প্রশিক্ষণ শিবির হবে । এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পরবর্তী কর্মসূচি চুড়ান্ত হবে । তবে এই প্রশিক্ষণ শিবির আরএসএস-এর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের আরএসএস-এর প্রচারকের নিয়ে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে মোহন ভগবত।

আরও পড়ুন: TMC wins Sainthia Municipality : ভোটের বাকি এখনও 18 দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পৌরসভা তৃণমূলের

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুধু এবার উত্তরবঙ্গ নয়, এবার মোহন ভগবত এর নজরে আছে দক্ষিণবঙ্গও (Mohan Bhagwat visit in bengal) । পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক কর্মসূচিতেও তিনি সামিল হবেন । মূলত, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাংলার সংগঠনকে নতূন করে সাজিয়ে তোলাই এখন মূল লক্ষ্য । 2024 সালের আগে প্রতি বুথে দুই জন আরএসএস-এর কর্মীও রাখার পরিকল্পনা করা হচ্ছে । সংগঠন কে শক্তিশালী করে এলাকা ভিত্তিক সামাজীক কাজ শুরু করতে চলেছে আরএসএস । আরএসএস সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সংগঠনের চাপে আরএসএস-এর কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছে এই রাজ্যে । তাই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দিতে চাইছে মোহন ভাগবত ।

আরএসএস-এর প্রন্থপ্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, "আরএসএস-এর বেশকিছু সাংগঠনিক কাজে মোহন ভাগবত রাজ্যে আসছে । তবে সবগুলোই সাংগঠনিক বৈঠক । দলের সংগঠন জন্য এবার তাকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কর্মসূচিতে অংশ নেবেন (election campaign) । সূত্রের খবর, বিজেপির সংগঠন এখনও মাথা তুলতে পারছে না এই রাজ্যে । তাই আরএসএস-এর মত সামাজিক সংগঠনের মাধ্যমেই এলাকায় এলাকায় মানুষে কাজ শুরু করার নীল নক্সা তৈরিতে মোহন ভগবত এই রাজ্যে আসছে । আরএসএস-সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ছাড়াও আরও দুই জন সাঙ্গঠনিককে সঙ্ঘে পাঠানো হতে পারে বলেও খবর । মূলত, বিজেপির মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাই নিয়ে এবার রাজ্য সফরে মোহন ভগবতকে সব কিছু জানতে পারেন অমিতাভ চক্রবর্তী । এর পর সঙ্ঘপ্রধান কী সিদ্ধান্ত নেয় সেটা এখন বড় বিষয় (election campaign)।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচন পাখির চোখ (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ) আরএসএস-এর (2024 Lok Sabha elections)। তাই সংগঠনকে ঢেলে সাজাতে আবার টানা 9 দিনের সফরে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবত । যেটি সম্প্রতিকালে নজীরবিহীন ঘটনা । সারা রাজ্যে সফর করবেন মোহন ভগবত (Mohan Bhagwat visit in bengal) ।

আরএসএস সূত্রে খবর(source of rss), 10 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সফরে আসছেন মোহন ভগবত । সেখানে ২ দিনের প্রশিক্ষণ শিবির হবে । এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পরবর্তী কর্মসূচি চুড়ান্ত হবে । তবে এই প্রশিক্ষণ শিবির আরএসএস-এর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের আরএসএস-এর প্রচারকের নিয়ে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে মোহন ভগবত।

আরও পড়ুন: TMC wins Sainthia Municipality : ভোটের বাকি এখনও 18 দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পৌরসভা তৃণমূলের

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুধু এবার উত্তরবঙ্গ নয়, এবার মোহন ভগবত এর নজরে আছে দক্ষিণবঙ্গও (Mohan Bhagwat visit in bengal) । পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক কর্মসূচিতেও তিনি সামিল হবেন । মূলত, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাংলার সংগঠনকে নতূন করে সাজিয়ে তোলাই এখন মূল লক্ষ্য । 2024 সালের আগে প্রতি বুথে দুই জন আরএসএস-এর কর্মীও রাখার পরিকল্পনা করা হচ্ছে । সংগঠন কে শক্তিশালী করে এলাকা ভিত্তিক সামাজীক কাজ শুরু করতে চলেছে আরএসএস । আরএসএস সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সংগঠনের চাপে আরএসএস-এর কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছে এই রাজ্যে । তাই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দিতে চাইছে মোহন ভাগবত ।

আরএসএস-এর প্রন্থপ্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, "আরএসএস-এর বেশকিছু সাংগঠনিক কাজে মোহন ভাগবত রাজ্যে আসছে । তবে সবগুলোই সাংগঠনিক বৈঠক । দলের সংগঠন জন্য এবার তাকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কর্মসূচিতে অংশ নেবেন (election campaign) । সূত্রের খবর, বিজেপির সংগঠন এখনও মাথা তুলতে পারছে না এই রাজ্যে । তাই আরএসএস-এর মত সামাজিক সংগঠনের মাধ্যমেই এলাকায় এলাকায় মানুষে কাজ শুরু করার নীল নক্সা তৈরিতে মোহন ভগবত এই রাজ্যে আসছে । আরএসএস-সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ছাড়াও আরও দুই জন সাঙ্গঠনিককে সঙ্ঘে পাঠানো হতে পারে বলেও খবর । মূলত, বিজেপির মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাই নিয়ে এবার রাজ্য সফরে মোহন ভগবতকে সব কিছু জানতে পারেন অমিতাভ চক্রবর্তী । এর পর সঙ্ঘপ্রধান কী সিদ্ধান্ত নেয় সেটা এখন বড় বিষয় (election campaign)।

Last Updated : Feb 9, 2022, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.