ETV Bharat / state

Bengal Salt Company Limited ছেলের হাতে প্রকাশিত বেঙ্গল সল্ট কোম্পানির প্রতিষ্ঠাতার জীবনকাহিনী - বেঙ্গল সল্ট কোম্পানির প্রতিষ্ঠাতা মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী প্রকাশিত হল

স্বাধীনতার 75 বছরে প্রকাশিত হল বেঙ্গল সল্ট কোম্পানির(Bengal Salt Company Limited)প্রতিষ্ঠাতা মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী ৷ ছেলের হাতে 13 অগস্ট প্রকাশিত হল গান্ধি আমলের এই মহান ব্যক্তির জীবনকাহিনী ৷

Bengal Salt Company Limited
বেঙ্গল সল্ট কোম্পানির প্রতিষ্ঠাতার জীবনকাহিনী প্রকাশিত হল
author img

By

Published : Aug 14, 2022, 1:31 PM IST

কলকাতা, 14 অগস্ট: ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 1930 সালের লবণ সত্যাগ্রহ আন্দোলন । এই আন্দোলনে সারা জাগিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উৎসাহ জন্মেছিল লবণ তৈরি ও ব্যবসায় । 1934 সালে মনুজেন্দ্র দত্তের উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরিকল্পনায় 1934 সালে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার অন্তর্গত মন্দারমনির কাছে শুরু হয় 'বেঙ্গল সল্ট কোম্পানি লিমিটেড'-এর যাত্রা । 1 হাজার 600 একর জমিতে গড়ে ওঠে বাংলার এই লবণ তৈরির কারখানা । এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে ৷ আর ম্যানেজিং এজেন্ট হন হাটখোলা দত্ত পরিবারের মনুজেন্দ্র দত্ত ।

তবে এখানেই শেষ নয়, বিভিন্ন ইতিহাসের পরতে পরতে লুকিয়ে রয়েছে বেঙ্গল সল্ট কোম্পানির ম্যানেজিং এজেন্ট এই মনুজেন্দ্র দত্তের কথা । সেই কথাই সকলকে জানাতে তাঁর সেজ বোন বিমলাবালা মিত্র দাদাকে নিজের আত্মজীবনী লিখতে অনুরোধ জানিয়েছিলেন । তবে নিজের প্রচার নিজে করার আগ্রহ ছিল না মনুজেন্দ্রবাবুর ৷ তবুও বোনের ইচ্ছেতেই সেদিন নিজের আত্মজীবনী লেখা শুরু করলেও শেষ করেননি তিনি । এরপর তাঁর ছেলে রথীন্দ্র 2008 সালে নতুন করে কলম ধরেন বাবার জীবনী লেখার জন্য ৷ এরপর 2022 এর 13 অগস্ট সন্ধ্যায় দেশপ্রিয় পার্কের দত্ত বাড়িতেই অবশেষে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুর 47 বছর পর প্রকাশিত হল মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী 'পিতৃদেব ও বেঙ্গল সল্ট কোম্পানি'(biography of the founder of Bengal Salt Company Manujendra Dutta was published by his son)৷ এই দিনের সন্ধ্যায় তাঁরা সকলের সামনে তুলে ধরেন মনুজেন্দ্র দত্তকে পাঠানো মহাত্মা গান্ধীর সেই অনন্য চিঠি ৷

Bengal Salt Company Limited
মনুজেন্দ্র দত্তকে লেখা মহাত্মা গান্ধির লেখা সেই সময়কার চিঠি

আরও পড়ুন : কে কেলাপ্পানদের নেতৃত্বে কেরালায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ

ছেলে রথীন্দ্র দত্ত এই বইয়ে তুলে ধরেন বাবার অজানা ইতিহাস। এ বিষয়ে রথীন্দ্র বলেন,"একবার শীতের ছুটিতে আমি আর দাদা বাবার অফিসে ঘুরতে গিয়েছিলাম । তখনই দেখেছিলাম নুন কীভাবে তোলা হয়, কীভাবে সমস্ত কাজকর্ম করা হয় । পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু উপলব্ধি করি । তাই আমার মনে হয়েছিল বাবার এই জীবনটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তারপরই আমি এই বইটা লিখি । মূলত 2008 সাল থেকে আমি এ বিষয়ে পড়াশোনা শুরু করি । তারপর করোনায় দু'বছর গৃহবন্দি জীবনে শুরু করি এই বই লেখা ।"

ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল বেঙ্গল সল্ট কোম্পানির প্রতিষ্ঠাতা মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী


মনুজেন্দ্র দত্তর সেজ বোন বিমলা দেবীর ইচ্ছা ছিল দাদাকে নিয়ে একটি বই তৈরি হোক । তবে আত্মজীবনী লিখতে নারাজ ছিলেন মনুজেন্দ্রবাবু । তাই অতঃপর দাদার জীবনী নিজেই গল্পের ছলে পরিবারের প্রজন্মের পর প্রজন্মকে শুনিয়েছিলেন বিমলা দেবী । বিমলা দেবীর কন্যা যূথিকা মিত্র জানান, একটা সময় কলকাতার শিক্ষিত মধ্যবিত্তদের মধ্য দিয়ে এটি জাগরণ এসেছিল । যে জাগরণ আমাদের বর্তমান সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে । কারণ একটা সময় কলকাতা শহরে বনেদিয়ানা মানে বিলাসিতা গৃহসুখ দেখা যেত, তার মধ্যে একটা সমাজ ছিল যারা চেয়েছিল মানুষকে চিত্তশক্তিতে উদ্ভূত করে শক্তিশালী করে তোলা । যেটা ছিল আমার মামার মধ্যে । আর আমার মা আমাকে সেই শিক্ষাই দিতে চেয়েছিলেন ।"

আরও পড়ুন : সত্যাগ্রহে গান্ধির তৈরি লবণ সংরক্ষিত এলাহাবাদে

কলকাতা, 14 অগস্ট: ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 1930 সালের লবণ সত্যাগ্রহ আন্দোলন । এই আন্দোলনে সারা জাগিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উৎসাহ জন্মেছিল লবণ তৈরি ও ব্যবসায় । 1934 সালে মনুজেন্দ্র দত্তের উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরিকল্পনায় 1934 সালে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার অন্তর্গত মন্দারমনির কাছে শুরু হয় 'বেঙ্গল সল্ট কোম্পানি লিমিটেড'-এর যাত্রা । 1 হাজার 600 একর জমিতে গড়ে ওঠে বাংলার এই লবণ তৈরির কারখানা । এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে ৷ আর ম্যানেজিং এজেন্ট হন হাটখোলা দত্ত পরিবারের মনুজেন্দ্র দত্ত ।

তবে এখানেই শেষ নয়, বিভিন্ন ইতিহাসের পরতে পরতে লুকিয়ে রয়েছে বেঙ্গল সল্ট কোম্পানির ম্যানেজিং এজেন্ট এই মনুজেন্দ্র দত্তের কথা । সেই কথাই সকলকে জানাতে তাঁর সেজ বোন বিমলাবালা মিত্র দাদাকে নিজের আত্মজীবনী লিখতে অনুরোধ জানিয়েছিলেন । তবে নিজের প্রচার নিজে করার আগ্রহ ছিল না মনুজেন্দ্রবাবুর ৷ তবুও বোনের ইচ্ছেতেই সেদিন নিজের আত্মজীবনী লেখা শুরু করলেও শেষ করেননি তিনি । এরপর তাঁর ছেলে রথীন্দ্র 2008 সালে নতুন করে কলম ধরেন বাবার জীবনী লেখার জন্য ৷ এরপর 2022 এর 13 অগস্ট সন্ধ্যায় দেশপ্রিয় পার্কের দত্ত বাড়িতেই অবশেষে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুর 47 বছর পর প্রকাশিত হল মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী 'পিতৃদেব ও বেঙ্গল সল্ট কোম্পানি'(biography of the founder of Bengal Salt Company Manujendra Dutta was published by his son)৷ এই দিনের সন্ধ্যায় তাঁরা সকলের সামনে তুলে ধরেন মনুজেন্দ্র দত্তকে পাঠানো মহাত্মা গান্ধীর সেই অনন্য চিঠি ৷

Bengal Salt Company Limited
মনুজেন্দ্র দত্তকে লেখা মহাত্মা গান্ধির লেখা সেই সময়কার চিঠি

আরও পড়ুন : কে কেলাপ্পানদের নেতৃত্বে কেরালায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ

ছেলে রথীন্দ্র দত্ত এই বইয়ে তুলে ধরেন বাবার অজানা ইতিহাস। এ বিষয়ে রথীন্দ্র বলেন,"একবার শীতের ছুটিতে আমি আর দাদা বাবার অফিসে ঘুরতে গিয়েছিলাম । তখনই দেখেছিলাম নুন কীভাবে তোলা হয়, কীভাবে সমস্ত কাজকর্ম করা হয় । পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু উপলব্ধি করি । তাই আমার মনে হয়েছিল বাবার এই জীবনটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তারপরই আমি এই বইটা লিখি । মূলত 2008 সাল থেকে আমি এ বিষয়ে পড়াশোনা শুরু করি । তারপর করোনায় দু'বছর গৃহবন্দি জীবনে শুরু করি এই বই লেখা ।"

ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল বেঙ্গল সল্ট কোম্পানির প্রতিষ্ঠাতা মনুজেন্দ্র দত্তের জীবনকাহিনী


মনুজেন্দ্র দত্তর সেজ বোন বিমলা দেবীর ইচ্ছা ছিল দাদাকে নিয়ে একটি বই তৈরি হোক । তবে আত্মজীবনী লিখতে নারাজ ছিলেন মনুজেন্দ্রবাবু । তাই অতঃপর দাদার জীবনী নিজেই গল্পের ছলে পরিবারের প্রজন্মের পর প্রজন্মকে শুনিয়েছিলেন বিমলা দেবী । বিমলা দেবীর কন্যা যূথিকা মিত্র জানান, একটা সময় কলকাতার শিক্ষিত মধ্যবিত্তদের মধ্য দিয়ে এটি জাগরণ এসেছিল । যে জাগরণ আমাদের বর্তমান সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে । কারণ একটা সময় কলকাতা শহরে বনেদিয়ানা মানে বিলাসিতা গৃহসুখ দেখা যেত, তার মধ্যে একটা সমাজ ছিল যারা চেয়েছিল মানুষকে চিত্তশক্তিতে উদ্ভূত করে শক্তিশালী করে তোলা । যেটা ছিল আমার মামার মধ্যে । আর আমার মা আমাকে সেই শিক্ষাই দিতে চেয়েছিলেন ।"

আরও পড়ুন : সত্যাগ্রহে গান্ধির তৈরি লবণ সংরক্ষিত এলাহাবাদে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.