ETV Bharat / state

প্রভাবশালীদের দেওয়ার ৭৩০ কোটি টাকা নিয়ে ফেরার বিনয় মিশ্র - অনুপ মাঝি

লালার কাছ থেকে প্রতিমাসে 730 কোটি টাকা নিত বিনয় মিশ্র ৷ সেই টাকা নিয়ে এখনও ফেরার সে ৷ বিনয়ের ভাই বিকাশকে জেরা করে এই তথ্য় জানতে পেরেছে গোয়েন্দারা ৷ কয়েকদিন আগে দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়৷

ed
ইডি
author img

By

Published : Mar 20, 2021, 4:38 PM IST

কলকাতা, 20 মার্চ : কয়লাপাচার কাণ্ডের মূলচক্রী অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে প্রতিমাসে প্রায় 730 কোটি টাকা নিত বিনয় মিশ্র । এবং সেই টাকা নিয়েই ফেরার সে ৷ বিনয়ের ভাই বিকাশকে জেরা করে এই তথ্য় সামনে এসেছে ৷

কয়লাপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে ফেরার অনুপ মাঝি ওরফে লালা ৷ লালা ইসিএলের কর্মী ও আধিকারিকদের একাংশের মদতে খনি থেকে কয়লা তুলে তা দীর্ঘদিন ধরে পাচার করছে বলে অভিযোগ ৷ এমনকি, এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের কয়েকজন নেতারও ৷ চক্রের শিকড় খুঁজতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দফায় দফায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেফতার করা যায়নি৷

আরও পড়ুন- কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের

এর সঙ্গে নাম জড়িয়ে যায় গরুপাচার কাণ্ডের অন্য়তম অভিযুক্ত বিনয় মিশ্রের ৷ কয়েকদিন আগে দিল্লি থেকে গ্রেফতার করা হয় বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে ৷ তাঁকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্য়কর তথ্য় পান গোয়েন্দারা ৷ সূত্রের খবর, অনুপ মাঝি ওরফে লালা কয়লা পাচার করে প্রায় 1300 কোটি ব্যবসা করত মাসে ৷ কয়লাকাণ্ড যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য প্রভাবশালীদের খুশি রাখতেই মাসে খরচ হত প্রায় 730 কোটি টাকা। এই টাকা অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে নিত বিনয় মিশ্র।

তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, এই টাকা প্রথমে চলে যেত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের কাছে ৷ পরে সেই টাকা পৌঁছে যেত বিনয় মিশ্রের কাছে।

কলকাতা, 20 মার্চ : কয়লাপাচার কাণ্ডের মূলচক্রী অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে প্রতিমাসে প্রায় 730 কোটি টাকা নিত বিনয় মিশ্র । এবং সেই টাকা নিয়েই ফেরার সে ৷ বিনয়ের ভাই বিকাশকে জেরা করে এই তথ্য় সামনে এসেছে ৷

কয়লাপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে ফেরার অনুপ মাঝি ওরফে লালা ৷ লালা ইসিএলের কর্মী ও আধিকারিকদের একাংশের মদতে খনি থেকে কয়লা তুলে তা দীর্ঘদিন ধরে পাচার করছে বলে অভিযোগ ৷ এমনকি, এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের কয়েকজন নেতারও ৷ চক্রের শিকড় খুঁজতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দফায় দফায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেফতার করা যায়নি৷

আরও পড়ুন- কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের

এর সঙ্গে নাম জড়িয়ে যায় গরুপাচার কাণ্ডের অন্য়তম অভিযুক্ত বিনয় মিশ্রের ৷ কয়েকদিন আগে দিল্লি থেকে গ্রেফতার করা হয় বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে ৷ তাঁকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্য়কর তথ্য় পান গোয়েন্দারা ৷ সূত্রের খবর, অনুপ মাঝি ওরফে লালা কয়লা পাচার করে প্রায় 1300 কোটি ব্যবসা করত মাসে ৷ কয়লাকাণ্ড যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য প্রভাবশালীদের খুশি রাখতেই মাসে খরচ হত প্রায় 730 কোটি টাকা। এই টাকা অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে নিত বিনয় মিশ্র।

তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, এই টাকা প্রথমে চলে যেত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের কাছে ৷ পরে সেই টাকা পৌঁছে যেত বিনয় মিশ্রের কাছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.