ETV Bharat / state

Left wishes Subho Noboborsho 1429: নববর্ষের শুভেচ্ছা বার্তায় নতুন উদ্যমে আন্দোলনের ইঙ্গিত বিমান-সেলিমের - Biman Bose Md Salim wish subho noboborsho 1429

বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় নতুন উদ্যমে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিমান বসু (Biman Bose wishes Subho Noboborsho 1429) ও মহম্মদ সেলিম (Left wishes Subho Noboborsho 1429) ৷

Biman Bose Md. Salim wish subho noboborsho 1429 to the people of Bengal
নববর্ষের শুভেচ্ছা বার্তায় নতুন উদ্যমে আন্দোলনের ইঙ্গিত বামেদের
author img

By

Published : Apr 15, 2022, 1:15 PM IST

কলকাতা, 15 এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose wishes Subho Noboborsho 1429) ও সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম রাজ্যের মানুষকে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দিয়ে শুভেচ্ছা জানালেন (Left wishes Subho Noboborsho 1429)। শুভেচ্ছা বার্তায় বিমান বসু বলেছেন, সদ্য সমাপ্ত বছর ছিল ঘটনাবহুল । নতুন বছর হয়ত আরও অনেক বেশি ঘটনাবহুল হবে । সেলিম অবশ্য এই বার্তাতেই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বলতে চেয়েছেন এবং নতুন উদ্যমে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন ৷

আরও পড়ুন: Governor Wishes Subho Noboborsho : ধনকড়ের নববর্ষের শুভেচ্ছায় কবিগুরুর 'ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির'-এর বাংলার কামনা

রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক খুন ও ধর্ষণের কথা সরাসরি উল্লেখ না করলেও সেলিম (Biman Bose Md Salim wish subho noboborsho 1429) বলেছেন, রাজ্যের মানুষের কাছে নিরাপত্তার জন্য শুভ হোক নতুন বছর । পাশাপাশি সাম্প্রদায়িক মেরুকরণের প্রসঙ্গ টেনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন তিনি । নতুন বছরের শুরু থেকেই রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে নতুন উদ্যমে লড়াই শুরু করার বার্তাও দেন মহম্মদ সেলিম ।

এই বার্তায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 1428 ছিল ঘটনাবহুল বাংলার বছর । 1429 হয়ত এর থেকে বেশি ঘটনাবহুল বছর হিসেবে চিহ্নিত হবে । এই শুভ নববর্ষে বাংলার জনগণকে বিশেষ করে যাঁরা ঘাম ঝরিয়ে নিজেদের রুটিরুজির সংস্থান করেন, তাঁরা-সহ অগণিত জনগণকে শুভেচ্ছা জানান তিনি । তাঁর আশা, নতুন বছর নতুন বার্তা বহন করুক ।

আরও পড়ুন: Dilip Ghosh Wishes Subho Noboborsho : নববর্ষে তৃণমূল নেতাদের ‘সৎ বুদ্ধি’র কামনা দিলীপের, রাজ্যবাসীকেও জানালেন শুভেচ্ছা

মহম্মদ সেলিম (Md. Salim wishes Subho Noboborsho 1429) এ দিন ভিডিয়ো বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "নতুন উৎসাহে, নতুন উদ্যমে আমরা নতুন বছর শুরু করতে চাই । 1429 শান্তির জন্য, সম্প্রীতির জন্য, নিরাপত্তার জন্য, উন্নতির জন্য । আমাদের পথে যা বাধা আছে দূর হোক । এই বাংলাকে আরও সুন্দর আরও নিরাপদ, আরও প্রগতিশীল ও ঐক্যবদ্ধ এবং সম্প্রীতির বাংলা হিসেবে দেখতে চাই । সকলের সহযোগিতা চাই ।"

কলকাতা, 15 এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose wishes Subho Noboborsho 1429) ও সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম রাজ্যের মানুষকে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দিয়ে শুভেচ্ছা জানালেন (Left wishes Subho Noboborsho 1429)। শুভেচ্ছা বার্তায় বিমান বসু বলেছেন, সদ্য সমাপ্ত বছর ছিল ঘটনাবহুল । নতুন বছর হয়ত আরও অনেক বেশি ঘটনাবহুল হবে । সেলিম অবশ্য এই বার্তাতেই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বলতে চেয়েছেন এবং নতুন উদ্যমে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন ৷

আরও পড়ুন: Governor Wishes Subho Noboborsho : ধনকড়ের নববর্ষের শুভেচ্ছায় কবিগুরুর 'ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির'-এর বাংলার কামনা

রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক খুন ও ধর্ষণের কথা সরাসরি উল্লেখ না করলেও সেলিম (Biman Bose Md Salim wish subho noboborsho 1429) বলেছেন, রাজ্যের মানুষের কাছে নিরাপত্তার জন্য শুভ হোক নতুন বছর । পাশাপাশি সাম্প্রদায়িক মেরুকরণের প্রসঙ্গ টেনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন তিনি । নতুন বছরের শুরু থেকেই রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে নতুন উদ্যমে লড়াই শুরু করার বার্তাও দেন মহম্মদ সেলিম ।

এই বার্তায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 1428 ছিল ঘটনাবহুল বাংলার বছর । 1429 হয়ত এর থেকে বেশি ঘটনাবহুল বছর হিসেবে চিহ্নিত হবে । এই শুভ নববর্ষে বাংলার জনগণকে বিশেষ করে যাঁরা ঘাম ঝরিয়ে নিজেদের রুটিরুজির সংস্থান করেন, তাঁরা-সহ অগণিত জনগণকে শুভেচ্ছা জানান তিনি । তাঁর আশা, নতুন বছর নতুন বার্তা বহন করুক ।

আরও পড়ুন: Dilip Ghosh Wishes Subho Noboborsho : নববর্ষে তৃণমূল নেতাদের ‘সৎ বুদ্ধি’র কামনা দিলীপের, রাজ্যবাসীকেও জানালেন শুভেচ্ছা

মহম্মদ সেলিম (Md. Salim wishes Subho Noboborsho 1429) এ দিন ভিডিয়ো বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "নতুন উৎসাহে, নতুন উদ্যমে আমরা নতুন বছর শুরু করতে চাই । 1429 শান্তির জন্য, সম্প্রীতির জন্য, নিরাপত্তার জন্য, উন্নতির জন্য । আমাদের পথে যা বাধা আছে দূর হোক । এই বাংলাকে আরও সুন্দর আরও নিরাপদ, আরও প্রগতিশীল ও ঐক্যবদ্ধ এবং সম্প্রীতির বাংলা হিসেবে দেখতে চাই । সকলের সহযোগিতা চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.