ETV Bharat / state

Ustad Rashid Khan: উস্তাদ রশিদ খানের গাড়ি-কাণ্ডে পুলিশকে তোপ বামেদের, বিভাগীয় তদন্তের নির্দেশ সিপি'র - মহম্মদ সেলিম

উস্তাদ রশিদ খানের বিতর্ক (Ustad Rashid Khan Controversy) এবার কড়া ভাষায় পুলিশকে সলোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আক্রমণ করতে ছাড়লেন না রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা পুলিশমন্ত্রীর গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে।

Ustad Rashid Khan
উস্তাদ রশিদ খানের গাড়ি-কাণ্ডে পুলিশকে তোপ বামেদের
author img

By

Published : Dec 8, 2022, 11:02 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: সংগীতশিল্পী উস্তাদ রশিদ খানের গাড়িচালককে আটক ও রশিদ খানের স্ত্রী এবং কর্তব্যরত পুলিশকর্মীদের চরম বাকবিতণ্ডায় ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি (Ustad Rashid Khan Controversy)। ডান-বাম সব পক্ষই কলকাতা পুলিশকে (Kolkata Police) কড়া ভাষায় সমালোচনা করছেন। আক্রমণ করতে ছাড়ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রশিদ খান বিতর্কে কড়া ভাষায় পুলিশকে সলোচনা করেন।

অন্যদিকে এদিনই রশিদ খানের সঙ্গে মোবাইলে কথা বলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর, সমগ্র ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সিপি। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেন, "যদি পুলিশকে তৃণমূলের নির্দেশে কাজ করতে হয়, তাহলে পুলিশের দক্ষতা, পুলিশের দৃষ্টিভঙ্গি এই রকমই হবে। রশিদ খানের স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, সেটা ঠিক নয়। এই ভাবেই পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে।"

কার্যত বিমান বসুর সুরেই পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন মহম্মদ সেলিম (Md Salim)। তিনি আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত পুলিশ নির্ভর হয়ে পড়েছেন। আর তার ফলশ্রুতি এটাই। রশিদ খান সেলিব্রিটি বলে ঘটনা প্রকাশ্যে এসেছে। মিডিয়ায় ফোকাস পাচ্ছে। এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। পুলিশ গরীব, দিন মজুর, খেটে খাওয়া মানুষদের হেনস্তা করছে। বাইকআরোহীর মাথায় হেলমেট থাকলেও কাগজপত্র নিয়ে হেনস্তা করা হচ্ছে।"

আরও পড়ুন: উস্তাদ রশিদ খান ও তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত কলকাতা পুলিশ

উস্তাদ রশিদ খান বিতর্ক আবহে আবারও আরও এক সেলিব্রিটি দম্পতিকে হেনস্তার অভিযোগ উঠল। রাস্তায় পুলিশের কাছে হেনস্থার শিকার অভিনেত্রী নবনীতা দাস, জিতু কমলের স্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। রশিদ খানের গাড়ি-কাণ্ডের সূত্রপাত মঙ্গলবার গভীর রাতে ৷ এক অনুষ্ঠানের শেষে উস্তাদ রশিদ খান এবং তাঁর কয়েকজন বন্ধুকে কলকাতা বিমানবন্দরে নামাতে যায় সংগীতশিল্পীর গাড়ি ৷ রশিদ খানের পরিবারের সদস্যরাও একই গাড়িতে ছিলেন। চিংড়িঘাটা মোড়ের কাছে গাড়ির গতি স্লথ হয় বলে অভিযোগ। স্থানীয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা রশিদ খানের গাড়িটি সে সময় আটক করে চালককে গাড়ির বাইরে ডাকেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয় ৷

কলকাতা, 8 ডিসেম্বর: সংগীতশিল্পী উস্তাদ রশিদ খানের গাড়িচালককে আটক ও রশিদ খানের স্ত্রী এবং কর্তব্যরত পুলিশকর্মীদের চরম বাকবিতণ্ডায় ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি (Ustad Rashid Khan Controversy)। ডান-বাম সব পক্ষই কলকাতা পুলিশকে (Kolkata Police) কড়া ভাষায় সমালোচনা করছেন। আক্রমণ করতে ছাড়ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রশিদ খান বিতর্কে কড়া ভাষায় পুলিশকে সলোচনা করেন।

অন্যদিকে এদিনই রশিদ খানের সঙ্গে মোবাইলে কথা বলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর, সমগ্র ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সিপি। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেন, "যদি পুলিশকে তৃণমূলের নির্দেশে কাজ করতে হয়, তাহলে পুলিশের দক্ষতা, পুলিশের দৃষ্টিভঙ্গি এই রকমই হবে। রশিদ খানের স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, সেটা ঠিক নয়। এই ভাবেই পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে।"

কার্যত বিমান বসুর সুরেই পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন মহম্মদ সেলিম (Md Salim)। তিনি আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত পুলিশ নির্ভর হয়ে পড়েছেন। আর তার ফলশ্রুতি এটাই। রশিদ খান সেলিব্রিটি বলে ঘটনা প্রকাশ্যে এসেছে। মিডিয়ায় ফোকাস পাচ্ছে। এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। পুলিশ গরীব, দিন মজুর, খেটে খাওয়া মানুষদের হেনস্তা করছে। বাইকআরোহীর মাথায় হেলমেট থাকলেও কাগজপত্র নিয়ে হেনস্তা করা হচ্ছে।"

আরও পড়ুন: উস্তাদ রশিদ খান ও তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত কলকাতা পুলিশ

উস্তাদ রশিদ খান বিতর্ক আবহে আবারও আরও এক সেলিব্রিটি দম্পতিকে হেনস্তার অভিযোগ উঠল। রাস্তায় পুলিশের কাছে হেনস্থার শিকার অভিনেত্রী নবনীতা দাস, জিতু কমলের স্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। রশিদ খানের গাড়ি-কাণ্ডের সূত্রপাত মঙ্গলবার গভীর রাতে ৷ এক অনুষ্ঠানের শেষে উস্তাদ রশিদ খান এবং তাঁর কয়েকজন বন্ধুকে কলকাতা বিমানবন্দরে নামাতে যায় সংগীতশিল্পীর গাড়ি ৷ রশিদ খানের পরিবারের সদস্যরাও একই গাড়িতে ছিলেন। চিংড়িঘাটা মোড়ের কাছে গাড়ির গতি স্লথ হয় বলে অভিযোগ। স্থানীয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা রশিদ খানের গাড়িটি সে সময় আটক করে চালককে গাড়ির বাইরে ডাকেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.