ETV Bharat / state

Assembly Winter Session: অখিল ইস্যু শীতকালীন অধিবেশনে তোলার বিরোধীদের পরিকল্পনায় যৌক্তিকতা নেই, মত বিমান-শোভনদেবের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী 18 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন (Winter Session) ৷ ওই অধিবেশনে বিরোধীরা অখিল গিরির (Akhil Giri) মন্তব্যকে হাতিয়ার করে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে বিরোধীদের এই পরিকল্পনার কোনও যৌক্তিকতা নেই বলেই মত বিমান-শোভনদেবের ৷

biman-banerjee-sovandeb-chatterjee-question-opposition-logic-to-raise-akhil-giri-issue-in-winter-session-of-the-assembly
Assembly Winter Session: অখিল ইস্যু শীতকালীন অধিবেশনে তোলার বিরোধীদের পরিকল্পনায় যৌক্তিকতা নেই, মত বিমান-শোভনদেবের
author img

By

Published : Nov 16, 2022, 7:38 PM IST

Updated : Nov 16, 2022, 8:18 PM IST

কলকাতা, 16 নভেম্বর: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) 18 নভেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন (Winter Session) । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) সম্বন্ধে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) করা মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল । খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার আঁচ পড়তে পারে বিধানসভার অধিবেশনেও । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, শীতকালীন অধিবেশনের আগে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরানো না হলে, এই ইস্যু নিয়ে বিধানসভায় হইচই করবে বিরোধীরা ।

বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ডাকা সর্বদল বৈঠক ডেকেছিলেন ৷ সেই বৈঠকের পর অধ্যক্ষ নিজেই জানিয়ে দিলেন, বিধানসভা অধিবেশনে শাসক দল কী করবে, সেটা তাদের বিষয় বা বিরোধীরা কী করবে, তাদের ব্যাপার । কিন্তু অধ্যক্ষের দায়িত্ব হল বিধানসভাকে সচল রাখা । এক্ষেত্রে বিধানসভাকে সচল রাখতে যা করণীয় তিনি করবেন ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন ৷ তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা অর্থহীন । এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আদালতে নেবে । তবে বিরোধীরা এই নিয়ে আলোচনা চাইলে রুলবুক মেনে যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নেবেন । অধ্যক্ষ জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যা বলার তো বলেছেন । অখিল গিরি নিজেও ক্ষমা চেয়েছেন । এরপরে বিরোধীদের কী বলার থাকতে পারে !

biman-banerjee-sovandeb-chatterjee-question-opposition-logic-to-raise-akhil-giri-issue-in-winter-session-of-the-assembly
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

এদিন অখিল গিরি প্রসঙ্গের পাশাপাশি একই সঙ্গে ওঠে বিরোধী দলনেতার তরফে রাজ্যের এক মন্ত্রীকে নিয়ে করা কুকথার বিষয়টিও । এক্ষেত্রে অধ্যক্ষ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, শাসকদলের মন্ত্রী হোন বা বিরোধী দলনেতা, কুকথা বা ব্যক্তি আক্রমণে সমর্থন নেই তাঁর । বিমান বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, ‘‘এখন যেন কটূকথার কম্পিটিশন শুরু হয়েছে । কে কত কটূ কথা বলতে পারে । এইটা আদৌ বাঞ্ছনীয় নয় । এগুলি থেকে বিরত থাকা উচিত । রাজনৈতিক দল তাদের কর্মসূচি করবে কিন্তু গালাগাল দিয়ে অন্যকে কটূ কথা বলার কী প্রয়োজন আছে, তা বুঝতে পারছি না ।’’

biman-banerjee-sovandeb-chatterjee-question-opposition-logic-to-raise-akhil-giri-issue-in-winter-session-of-the-assembly
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

এদিন অধ্যক্ষের মতোই একই সুরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) । তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মন্ত্রীর বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছেন । মন্ত্রী নিজেও দুঃখপ্রকাশ করেছেন ৷ এরপরে এই নিয়ে বিরোধীদের কী বক্তব্য থাকতে পারে ।’’

অখিল ইস্যু শীতকালীন অধিবেশনে তোলার বিরোধীদের পরিকল্পনায় যৌক্তিকতা নেই, মত বিমান-শোভনদেবের

তিনি বলেন, ‘‘এরপরেও যদি বিরোধীরা এই নিয়ে বিধানসভায় হইচই করতে চায়, তাহলে বলতে হবে, তারা এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে । এটা এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মানহানি হয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ নয় । এর থেকে বিরোধীরা কতটা মাইলেজ পেতে পারে তার চেষ্টা হচ্ছে ।’’

আরও পড়ুন: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ

কলকাতা, 16 নভেম্বর: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) 18 নভেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন (Winter Session) । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) সম্বন্ধে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) করা মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল । খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার আঁচ পড়তে পারে বিধানসভার অধিবেশনেও । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, শীতকালীন অধিবেশনের আগে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরানো না হলে, এই ইস্যু নিয়ে বিধানসভায় হইচই করবে বিরোধীরা ।

বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ডাকা সর্বদল বৈঠক ডেকেছিলেন ৷ সেই বৈঠকের পর অধ্যক্ষ নিজেই জানিয়ে দিলেন, বিধানসভা অধিবেশনে শাসক দল কী করবে, সেটা তাদের বিষয় বা বিরোধীরা কী করবে, তাদের ব্যাপার । কিন্তু অধ্যক্ষের দায়িত্ব হল বিধানসভাকে সচল রাখা । এক্ষেত্রে বিধানসভাকে সচল রাখতে যা করণীয় তিনি করবেন ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন ৷ তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা অর্থহীন । এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আদালতে নেবে । তবে বিরোধীরা এই নিয়ে আলোচনা চাইলে রুলবুক মেনে যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নেবেন । অধ্যক্ষ জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যা বলার তো বলেছেন । অখিল গিরি নিজেও ক্ষমা চেয়েছেন । এরপরে বিরোধীদের কী বলার থাকতে পারে !

biman-banerjee-sovandeb-chatterjee-question-opposition-logic-to-raise-akhil-giri-issue-in-winter-session-of-the-assembly
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

এদিন অখিল গিরি প্রসঙ্গের পাশাপাশি একই সঙ্গে ওঠে বিরোধী দলনেতার তরফে রাজ্যের এক মন্ত্রীকে নিয়ে করা কুকথার বিষয়টিও । এক্ষেত্রে অধ্যক্ষ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, শাসকদলের মন্ত্রী হোন বা বিরোধী দলনেতা, কুকথা বা ব্যক্তি আক্রমণে সমর্থন নেই তাঁর । বিমান বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, ‘‘এখন যেন কটূকথার কম্পিটিশন শুরু হয়েছে । কে কত কটূ কথা বলতে পারে । এইটা আদৌ বাঞ্ছনীয় নয় । এগুলি থেকে বিরত থাকা উচিত । রাজনৈতিক দল তাদের কর্মসূচি করবে কিন্তু গালাগাল দিয়ে অন্যকে কটূ কথা বলার কী প্রয়োজন আছে, তা বুঝতে পারছি না ।’’

biman-banerjee-sovandeb-chatterjee-question-opposition-logic-to-raise-akhil-giri-issue-in-winter-session-of-the-assembly
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

এদিন অধ্যক্ষের মতোই একই সুরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) । তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মন্ত্রীর বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছেন । মন্ত্রী নিজেও দুঃখপ্রকাশ করেছেন ৷ এরপরে এই নিয়ে বিরোধীদের কী বক্তব্য থাকতে পারে ।’’

অখিল ইস্যু শীতকালীন অধিবেশনে তোলার বিরোধীদের পরিকল্পনায় যৌক্তিকতা নেই, মত বিমান-শোভনদেবের

তিনি বলেন, ‘‘এরপরেও যদি বিরোধীরা এই নিয়ে বিধানসভায় হইচই করতে চায়, তাহলে বলতে হবে, তারা এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে । এটা এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মানহানি হয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ নয় । এর থেকে বিরোধীরা কতটা মাইলেজ পেতে পারে তার চেষ্টা হচ্ছে ।’’

আরও পড়ুন: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ

Last Updated : Nov 16, 2022, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.