ETV Bharat / state

Biman Banerjee: বিধানসভার অন্দরে বারে বারে বাজছে ফোন, উষ্মা প্রকাশ অধ্যক্ষের - West Bengal Assembly

বিধানসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষের মধ্যে বিধায়কদের ফোন বেজে ওঠায় ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

ETV Bharat
বিমান বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:24 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: বিধানসভার অন্দরে বিভিন্ন সময়ে বিধায়কদের আচার-আচরণ নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করতে দেখা গিয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে । শুক্রবার অধিবেশন চলাকালীন বারংবার বিধায়কদের ফোন বাজা নিয়ে উষ্মা প্রকাশ করলেন তিনি । অধিবেশন চলাকালীন কক্ষের মধ্যে মাঝেমধ্যেই বেজে ওঠে মোবাইল ফোন । এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে তিনি এদিন বিধায়কদের সতর্ক করেন, আগামী দিনে এমন ঘটনা ঘটলে সমস্ত বিধায়ককে মোবাইল পরিষদীয় দলের ঘরেই রেখে আসতে হবে ।

তবে হঠাৎ কী এমন হল, যার কারণে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এইসব বলতে হচ্ছে ?

এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন একাধিক বিধায়কের মোবাইল ফোন বাজে । এই তালিকায় শাসক এবং বিরোধী উভয় পক্ষই রয়েছে । যদিও যখন এই ঘটনা ঘটছে তখন এই নিয়ে কিছু বলেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রথমার্ধের শেষে জিরো আওয়ারের পরে তিনি নিজেই বিষয়টির অবতারণা করেন । এমনিতেই সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সাধারণ বিধায়কদের উপস্থিতি অনেকটা কম ছিল এদিন । ফলে খুব সহজেই এই ঘটনা নজরে চলে আসে অধ্যক্ষের ।

বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আপনারা সকলেই জানেন বিধানসভার ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না । এরপরেও আমি লক্ষ্য করছি বিভিন্ন সময়ে বিধায়কদের মোবাইল ফোন বেজে উঠছে । এর ফলে বিধানসভার কাজে বিঘ্ন ঘটছে । আমি আগেই বলেছিলাম আপনারা যদি ফোন নিয়ে আসেন তা সাইলেন্ট করে রাখবেন, রাখতে হবে । কিন্তু আমি লক্ষ্য করছি বারংবার একথা বলার পরেও আপনারা আমার কথা শুনছেন না । অধিবেশন চলাকালীন মোবাইল বেজে উঠছে । কেউ কেউ দেখছি বিধানসভা কক্ষের ভিতরে কথাও বলছেন । আমি শেষবারের মতো বলছি, আগামীতে এমন ঘটনা ঘটলে আমি বিধানসভা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করব । এমনটি হলে আপনাদের মোবাইল পরিষদীয় দলের ঘরে রেখে বিধানসভায় ঢুকতে হবে । আবার যাওয়ার সময় পরিষদীয় দলের ঘর থেকে মোবাইল নিয়ে আপনাদের যেতে হবে ।"

আরও পড়ুন: আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এদিন বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে স্পষ্ট তিনি কতটা ক্ষুব্ধ । এই নিয়ে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সঠিক কথাই বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । আমরা বিষয়টি নিয়ে সমস্ত পরিষদীয় দলের সদস্যদের সতর্ক করব । যারা পরিষদীয় নিয়ম উপেক্ষা করেছেন তাদেরকে বোঝানো হবে এমনটা করা যায় না । আমরা আশা করছি আগামী দিনের সমস্ত বিধায়ক অধ্যক্ষের পরামর্শ মানবেন ।" এদিকে বিজেপি পরিষদীয় দলের সদস্য ভগবানপুরে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, আমাদের কোনও বিধায়কের মোবাইল ফোন বাজেনি । শাসকদলের উচিত তাদের বিধায়কদের শৃঙ্খলা শেখানো ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: বিধানসভার অন্দরে বিভিন্ন সময়ে বিধায়কদের আচার-আচরণ নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করতে দেখা গিয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে । শুক্রবার অধিবেশন চলাকালীন বারংবার বিধায়কদের ফোন বাজা নিয়ে উষ্মা প্রকাশ করলেন তিনি । অধিবেশন চলাকালীন কক্ষের মধ্যে মাঝেমধ্যেই বেজে ওঠে মোবাইল ফোন । এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে তিনি এদিন বিধায়কদের সতর্ক করেন, আগামী দিনে এমন ঘটনা ঘটলে সমস্ত বিধায়ককে মোবাইল পরিষদীয় দলের ঘরেই রেখে আসতে হবে ।

তবে হঠাৎ কী এমন হল, যার কারণে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এইসব বলতে হচ্ছে ?

এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন একাধিক বিধায়কের মোবাইল ফোন বাজে । এই তালিকায় শাসক এবং বিরোধী উভয় পক্ষই রয়েছে । যদিও যখন এই ঘটনা ঘটছে তখন এই নিয়ে কিছু বলেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রথমার্ধের শেষে জিরো আওয়ারের পরে তিনি নিজেই বিষয়টির অবতারণা করেন । এমনিতেই সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সাধারণ বিধায়কদের উপস্থিতি অনেকটা কম ছিল এদিন । ফলে খুব সহজেই এই ঘটনা নজরে চলে আসে অধ্যক্ষের ।

বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আপনারা সকলেই জানেন বিধানসভার ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না । এরপরেও আমি লক্ষ্য করছি বিভিন্ন সময়ে বিধায়কদের মোবাইল ফোন বেজে উঠছে । এর ফলে বিধানসভার কাজে বিঘ্ন ঘটছে । আমি আগেই বলেছিলাম আপনারা যদি ফোন নিয়ে আসেন তা সাইলেন্ট করে রাখবেন, রাখতে হবে । কিন্তু আমি লক্ষ্য করছি বারংবার একথা বলার পরেও আপনারা আমার কথা শুনছেন না । অধিবেশন চলাকালীন মোবাইল বেজে উঠছে । কেউ কেউ দেখছি বিধানসভা কক্ষের ভিতরে কথাও বলছেন । আমি শেষবারের মতো বলছি, আগামীতে এমন ঘটনা ঘটলে আমি বিধানসভা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করব । এমনটি হলে আপনাদের মোবাইল পরিষদীয় দলের ঘরে রেখে বিধানসভায় ঢুকতে হবে । আবার যাওয়ার সময় পরিষদীয় দলের ঘর থেকে মোবাইল নিয়ে আপনাদের যেতে হবে ।"

আরও পড়ুন: আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এদিন বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে স্পষ্ট তিনি কতটা ক্ষুব্ধ । এই নিয়ে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সঠিক কথাই বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । আমরা বিষয়টি নিয়ে সমস্ত পরিষদীয় দলের সদস্যদের সতর্ক করব । যারা পরিষদীয় নিয়ম উপেক্ষা করেছেন তাদেরকে বোঝানো হবে এমনটা করা যায় না । আমরা আশা করছি আগামী দিনের সমস্ত বিধায়ক অধ্যক্ষের পরামর্শ মানবেন ।" এদিকে বিজেপি পরিষদীয় দলের সদস্য ভগবানপুরে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, আমাদের কোনও বিধায়কের মোবাইল ফোন বাজেনি । শাসকদলের উচিত তাদের বিধায়কদের শৃঙ্খলা শেখানো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.