ETV Bharat / state

Ultadanga Road Accident : উল্টোডাঙা উড়ালপুলে পথ দুর্ঘটনা, আহত বাইক আরোহী - Biker fell down from flyover in Ultadanga

উল্টোডাঙা উড়ালপুলে ঘটল পথ দুর্ঘটনা (Road Accident in Ultadanga Flyover) ৷ উড়ালপুল থেকে নিচের ব্রিজের ওপরে পড়লেন বাইক আরোহী । আহত ব্যক্তির নাম অপূর্ব দাস । তিনি প্রাক্তন আর্মি অফিসার ৷ অপূর্বর বাড়ি সোদপুরে ।

Road Accident in Kolkata
Road Accident in Ultadanga Flyover
author img

By

Published : Apr 30, 2022, 2:03 PM IST

উল্টোডাঙা, 30 এপ্রিল : উল্টোডাঙা উড়ালপুলের ওপর ঘটল পথ দুর্ঘটনা (One injured in a road accident at Ultadanga Flyover) ৷ দুর্ঘটনায় উড়ালপুল থেকে নিচের ব্রিজের ওপরে পড়লেন বাইক আরোহী । গুরুতর অবস্থায় আহত ব্যক্তিটি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ ।

জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম অপূর্ব দাস । তিনি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ৷ বাড়ি সোদপুরে । দুর্ঘটনাটি ঘটে এদিন সকালে ৷

পুলিশ সূত্রে খবর, বাইপাস থেকে উল্টোডাঙা ফ্লাইওভারে ওঠার পরে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এ ধাক্কা মেরে ছিটকে নিচে পড়ে যান অপূর্ব । ফ্লাইওভার থেকে বাইক-সহ নিচে পড়েন তিনি ৷ এরপরই কর্তব্যরত পুলিশকর্মী ঘটনাস্থলে আসেন ৷ গুরুতর আহত অবস্থায় অপূর্বকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Road Accident in Birbhum : নলহাটিতে বাসের ধাক্কায় মৃত স্ত্রী, আহত স্বামী

উল্টোডাঙা, 30 এপ্রিল : উল্টোডাঙা উড়ালপুলের ওপর ঘটল পথ দুর্ঘটনা (One injured in a road accident at Ultadanga Flyover) ৷ দুর্ঘটনায় উড়ালপুল থেকে নিচের ব্রিজের ওপরে পড়লেন বাইক আরোহী । গুরুতর অবস্থায় আহত ব্যক্তিটি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ ।

জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম অপূর্ব দাস । তিনি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ৷ বাড়ি সোদপুরে । দুর্ঘটনাটি ঘটে এদিন সকালে ৷

পুলিশ সূত্রে খবর, বাইপাস থেকে উল্টোডাঙা ফ্লাইওভারে ওঠার পরে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এ ধাক্কা মেরে ছিটকে নিচে পড়ে যান অপূর্ব । ফ্লাইওভার থেকে বাইক-সহ নিচে পড়েন তিনি ৷ এরপরই কর্তব্যরত পুলিশকর্মী ঘটনাস্থলে আসেন ৷ গুরুতর আহত অবস্থায় অপূর্বকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Road Accident in Birbhum : নলহাটিতে বাসের ধাক্কায় মৃত স্ত্রী, আহত স্বামী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.