ETV Bharat / state

মহুয়া মৈত্রকে বহিষ্কার সংসদের জন্য অসম্মানজনক, বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য - তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ বিকাশরঞ্জনের

Bikash Ranjan Bhattacharya: মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কারের বিষয় নিয়ে কথা বললেন বামপন্থী রাজনীতিবিদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ এছাড়াও একাধিক বিষয় নিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে কটাক্ষ করলেন তিনি ৷

Etv Bharat
বিকাশরঞ্জন ভট্টাচার্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 5:29 PM IST

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য

কলকাতা, 8 ডিসেম্বর: একাধিক বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শুক্রবার মুখ খুললেন বামপন্থী রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । কথা বললেন মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েও ৷

মহুয়া মৈত্রকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "সংসদের এথিকস কমিটি সঠিক বিষয়টাতে তদন্ত করছে না । মহুয়া মৈত্র যে বিষয়ে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে তদন্ত করা হোক । আসল তদন্ত এড়িয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য যা করছে এথিকস কমিটি, ভারতীয় সংসদের জন্য তা খুব একটা সম্মানজনক কাজ হবে বলে মনে হয় না ।"

তাঁর বক্তব্য, তৃণমুল মানেই দুর্নীতি, প্রতারণা । এটা কোনও রাজনৈতিক দল নয় । এটা একটা বড় ক্লাব । এখন আরএসএস দেখছে মমতা যেহেতু একটা চালিকাশক্তি সেই জন্য অভিষেককে মদত দিয়ে উপরে তুলতে চাইছে । জাতীয় সংগীত নিয়ে দুটো রাজনৈতিক দল যা করছে, আসলে এটা তাদের দেউলিয়াপনা । তারা বিষয় খুঁজে পাচ্ছে না । যা করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাতে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না । মুর্শিদাবাদে যখন অপুষ্টিতে শিশু মারা যাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আয়েস করছেন । চা শ্রমিকরা বেতন পাচ্ছেন না আর তিনি উপহাস করছেন । এই নির্মম প্রশাসক যতদিন আছেন ততদিন দরিদ্র মানুষের কপালে দুঃখ আছে ।

তৃণমূল আর বিজেপি পরস্পরের সঙ্গে আঁতাত করে চলছে । সিএএ-এনআরসি নিয়ে তিনি বলেন, "ভারতবর্ষের ঐতিহ্য হল সব সময় নিপীড়িত মানুষদের আশ্রয় দেওয়া । সেই নীতিকে লঙ্ঘন করছে বিজেপি এবং তৃণমূল । এর বিরুদ্ধে আন্দোলন যখন তীব্র হয়েছে তখন ভোটের মুখে তাদের রেশন কার্ড অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ ভারতবর্ষে পাঁচ বছরের বেশি কেউ থাকলে ধরেই নেওয়া যায় তারা এখানে থাকতে চায় । তাদের নাগরিকত্ব দেওয়ার অসুবিধা কিছু নেই ।"

রাজ্যে একের পর এক বড় বড় স্ক্যাম সামনে আসছে । বিচারপতিরা যেগুলো নিয়ে তদন্তের নির্দেশ দিচ্ছেন আর সেই তদন্তগুলোকে রোখার জন্য আদালতে ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ নেতারা । এই দলটাই দুর্নীতির প্রত্যক্ষ শরিক । যে পরিমাণ টাকা তাঁরা আদালতে খরচ করছেন সেই টাকায় রাজ্যের আলুচাষিদের ক্ষতিপূরণ দিতে পারতেন ৷

আরও পড়ুন :

1 বহিষ্কারের দিনই মহুয়াকে কার্যত চব্বিশের প্রার্থী করার কথা ঘোষণা করে দিলেন মমতা

2 এথিক্স কমিটির সুপারিশ মেনেই বহিষ্কৃত মহুয়া, বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা

3 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য

কলকাতা, 8 ডিসেম্বর: একাধিক বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শুক্রবার মুখ খুললেন বামপন্থী রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । কথা বললেন মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েও ৷

মহুয়া মৈত্রকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "সংসদের এথিকস কমিটি সঠিক বিষয়টাতে তদন্ত করছে না । মহুয়া মৈত্র যে বিষয়ে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে তদন্ত করা হোক । আসল তদন্ত এড়িয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য যা করছে এথিকস কমিটি, ভারতীয় সংসদের জন্য তা খুব একটা সম্মানজনক কাজ হবে বলে মনে হয় না ।"

তাঁর বক্তব্য, তৃণমুল মানেই দুর্নীতি, প্রতারণা । এটা কোনও রাজনৈতিক দল নয় । এটা একটা বড় ক্লাব । এখন আরএসএস দেখছে মমতা যেহেতু একটা চালিকাশক্তি সেই জন্য অভিষেককে মদত দিয়ে উপরে তুলতে চাইছে । জাতীয় সংগীত নিয়ে দুটো রাজনৈতিক দল যা করছে, আসলে এটা তাদের দেউলিয়াপনা । তারা বিষয় খুঁজে পাচ্ছে না । যা করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাতে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না । মুর্শিদাবাদে যখন অপুষ্টিতে শিশু মারা যাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আয়েস করছেন । চা শ্রমিকরা বেতন পাচ্ছেন না আর তিনি উপহাস করছেন । এই নির্মম প্রশাসক যতদিন আছেন ততদিন দরিদ্র মানুষের কপালে দুঃখ আছে ।

তৃণমূল আর বিজেপি পরস্পরের সঙ্গে আঁতাত করে চলছে । সিএএ-এনআরসি নিয়ে তিনি বলেন, "ভারতবর্ষের ঐতিহ্য হল সব সময় নিপীড়িত মানুষদের আশ্রয় দেওয়া । সেই নীতিকে লঙ্ঘন করছে বিজেপি এবং তৃণমূল । এর বিরুদ্ধে আন্দোলন যখন তীব্র হয়েছে তখন ভোটের মুখে তাদের রেশন কার্ড অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ ভারতবর্ষে পাঁচ বছরের বেশি কেউ থাকলে ধরেই নেওয়া যায় তারা এখানে থাকতে চায় । তাদের নাগরিকত্ব দেওয়ার অসুবিধা কিছু নেই ।"

রাজ্যে একের পর এক বড় বড় স্ক্যাম সামনে আসছে । বিচারপতিরা যেগুলো নিয়ে তদন্তের নির্দেশ দিচ্ছেন আর সেই তদন্তগুলোকে রোখার জন্য আদালতে ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ নেতারা । এই দলটাই দুর্নীতির প্রত্যক্ষ শরিক । যে পরিমাণ টাকা তাঁরা আদালতে খরচ করছেন সেই টাকায় রাজ্যের আলুচাষিদের ক্ষতিপূরণ দিতে পারতেন ৷

আরও পড়ুন :

1 বহিষ্কারের দিনই মহুয়াকে কার্যত চব্বিশের প্রার্থী করার কথা ঘোষণা করে দিলেন মমতা

2 এথিক্স কমিটির সুপারিশ মেনেই বহিষ্কৃত মহুয়া, বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা

3 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.