ETV Bharat / state

Bikash Ranjan Bhattacharya: 'সন্ত্রাস হলে পালটা মার দিন, আইন বুঝে নেব', নিদান বিকাশরঞ্জন ভট্টাচার্যের

মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিলে পালটা মারের নিদান দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ আইন তিনি বুঝে নেবেন বলে সিপিআইএমের কর্মীদের বার্তা দেন ৷

Bikash Ranjan Bhattacharya
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য
author img

By

Published : Jun 11, 2023, 6:28 PM IST

কলকাতা, 11 জুন: 'বাধা দিলে বাঁধবে লড়াই' এই বাক্যটি প্রায় শোনা যায় বামপন্থী নেতা-নেত্রীদের মুখে । এ বার সেইসব ছাপিয়ে পালটা মারের নিদান দিলেন সিপিআইএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । পঞ্চায়েত ভোটকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর প্রসঙ্গে রবিবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "লাঠি হাতে রক্তের বিনিময়েই অধিকার আদায় করতে হবে ।"

2023 পঞ্চায়েত ভোট ঘোষণার পরদিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে । মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুন হন ৷ এই ঘটনায় অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে । এছাড়াও বিভিন্ন জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে শাসকদলের বাধার মুখে পড়ছেন বিরোধীরা বলে অভিযোগ । এই বাধাকে মোকাবিলা করতে গেলে পালটা মারের প্রয়োজন বলে বিকাশরঞ্জন মনে করেন । তিনি বলেন, "সন্ত্রাস হলে পালটা মার দিন । আইন বুঝে নেব ।"

বিকাশরঞ্জন ভট্টাচার্যের আরও দাবি, "রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে নীচের তলার মানুষদের সমর্থন তারা পাবে না । সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই । তাই গুন্ডাদের দিয়ে কীভাবে জনতাকে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনাই করছে । বিভিন্ন জেলার ঘটনাটা প্রকাশ পাচ্ছে । এই পরিস্থিতি মোকাবিলা করতে গেলে পালটা মার দেওয়া ছাড়া উপায় নেই । মুর্শিদাবাদের রানিনগর ও ডোমকলে যে পদ্ধতিতে জনতার হাতে শাসকদলের গুন্ডাবাহিনী তাড়া খেয়েছে সেই পথ অবলম্বন করতে হবে । 2018 নির্বাচনে একই কথা বলেছিলাম । দলবদ্ধভাবে মনোনয়ন দিন । বাধা দিলে, মারতে এলে পালটা মারবেন । আইন আমি বুঝে নেব । আমি এখনও সে কথা বলি । আমাদের সমস্ত কর্মীদের এইবার তাই দিচ্ছি ।"

আরও পড়ুন: যে কোনও তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারলে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধার হবে, বিস্ফোরক বিকাশ

তবে শুধুমাত্র বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা দেননি বিকাশ ভট্টাচার্য । বরং সমস্ত বিরোধীদের তিনি এই বার্তা দিয়েছেন ৷ অর্থাৎ সন্ত্রাসের সঙ্গে যুক্ত নন, অথচ তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন এমন বিরোধী শিবিরকে পাল্টা মারের নিদান দিয়েছেন বিকাশরঞ্জন । কারণ, শাসকদল তৃণমূল সন্ত্রাস চালিয়ে নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর ।

কলকাতা, 11 জুন: 'বাধা দিলে বাঁধবে লড়াই' এই বাক্যটি প্রায় শোনা যায় বামপন্থী নেতা-নেত্রীদের মুখে । এ বার সেইসব ছাপিয়ে পালটা মারের নিদান দিলেন সিপিআইএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । পঞ্চায়েত ভোটকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর প্রসঙ্গে রবিবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "লাঠি হাতে রক্তের বিনিময়েই অধিকার আদায় করতে হবে ।"

2023 পঞ্চায়েত ভোট ঘোষণার পরদিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে । মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুন হন ৷ এই ঘটনায় অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে । এছাড়াও বিভিন্ন জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে শাসকদলের বাধার মুখে পড়ছেন বিরোধীরা বলে অভিযোগ । এই বাধাকে মোকাবিলা করতে গেলে পালটা মারের প্রয়োজন বলে বিকাশরঞ্জন মনে করেন । তিনি বলেন, "সন্ত্রাস হলে পালটা মার দিন । আইন বুঝে নেব ।"

বিকাশরঞ্জন ভট্টাচার্যের আরও দাবি, "রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে নীচের তলার মানুষদের সমর্থন তারা পাবে না । সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই । তাই গুন্ডাদের দিয়ে কীভাবে জনতাকে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনাই করছে । বিভিন্ন জেলার ঘটনাটা প্রকাশ পাচ্ছে । এই পরিস্থিতি মোকাবিলা করতে গেলে পালটা মার দেওয়া ছাড়া উপায় নেই । মুর্শিদাবাদের রানিনগর ও ডোমকলে যে পদ্ধতিতে জনতার হাতে শাসকদলের গুন্ডাবাহিনী তাড়া খেয়েছে সেই পথ অবলম্বন করতে হবে । 2018 নির্বাচনে একই কথা বলেছিলাম । দলবদ্ধভাবে মনোনয়ন দিন । বাধা দিলে, মারতে এলে পালটা মারবেন । আইন আমি বুঝে নেব । আমি এখনও সে কথা বলি । আমাদের সমস্ত কর্মীদের এইবার তাই দিচ্ছি ।"

আরও পড়ুন: যে কোনও তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারলে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধার হবে, বিস্ফোরক বিকাশ

তবে শুধুমাত্র বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা দেননি বিকাশ ভট্টাচার্য । বরং সমস্ত বিরোধীদের তিনি এই বার্তা দিয়েছেন ৷ অর্থাৎ সন্ত্রাসের সঙ্গে যুক্ত নন, অথচ তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন এমন বিরোধী শিবিরকে পাল্টা মারের নিদান দিয়েছেন বিকাশরঞ্জন । কারণ, শাসকদল তৃণমূল সন্ত্রাস চালিয়ে নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.