কলকাতা, 12 মার্চ : বাম ও কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে আজ বিধানসভার সচিবের কাছে মনোনয়নপত্র জমা দিলেন CPI(M) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য । বেলা তিনটে নাগাদ তিনি বিধানসভায় সচিবের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন ।
একদিকে, পঞ্চম আসনে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন BJP বিধায়ক মনোজ টিগ্গা । অন্যদিকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাঁরা । সব মিলিয়ে পরিস্থিতি বেশ গোলমেলে । এই পরিস্থিতিতে শাসক দল যদি প্রার্থী দিতে চায় সেক্ষেত্রে কংগ্রেস বা অন্য কোনও দল থেকে বিধায়ক ভাঙাতে হবে তাঁদের । নাহলে বিধায়কদের ভোটে রাজ্যসভায় পঞ্চম আসন পাবে না তৃণমূল । তাই আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছিল বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ।
তিনি বলেন, "যারা বিধায়ক ভাঙানোর চেষ্টা করেন তাঁরা একই পথের পথিক । সেই পথে দক্ষ তৃণমূল ও BJP । তবে এটা ঠিক, লড়াইয়ের ময়দানে থেকে মানুষের অধিকারের জন্য লড়ছেন যে বিধায়করা, তাঁরা শক্ত জমিতে দাঁড়িয়েই ঐক্যবদ্ধ হয়েছেন ।"
আগামীকাল বেলা তিনটের সময় মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে । তাহলে পঞ্চম আসনে কি প্রার্থী দেবে রাজ্য সরকার ? এখন সেটাই দেখার ।