ETV Bharat / state

রাজ্যে রেকর্ড সংক্রমণ, কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

lockdown
লকডাউন
author img

By

Published : Jul 19, 2020, 7:26 AM IST

06:38 July 19

কলকাতা, 19 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

কোরোনা সংক্রমণে নতুন রেকর্ড ৷ রাজ্যে একদিনেই আক্রান্ত 2,198 ৷ মৃত্যু হয়েছে 27 জনের । 

06:38 July 19

কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । সংক্রমণ না কমায় 24টি থেকে বাড়িয়ে করা হল 32টি ।

06:38 July 19

কোরোনায় আক্রান্ত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস ৷ তাঁকে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

06:38 July 19

ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়াব টেস্ট করা হবে আগামী তিনদিন ধরে। গতকাল 187 জন সোয়াবের নমুনা পরীক্ষা করান ।

06:38 July 19

কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির এক DSP । ময়নাগুড়িতেও নতুন করে সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷

05:54 July 19

আগামী আরও চারদিন কলকাতা হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিলের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । কাজ শুরু হবে 25 জুলাই থেকে ৷ 

06:38 July 19

কলকাতা, 19 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

কোরোনা সংক্রমণে নতুন রেকর্ড ৷ রাজ্যে একদিনেই আক্রান্ত 2,198 ৷ মৃত্যু হয়েছে 27 জনের । 

06:38 July 19

কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । সংক্রমণ না কমায় 24টি থেকে বাড়িয়ে করা হল 32টি ।

06:38 July 19

কোরোনায় আক্রান্ত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস ৷ তাঁকে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

06:38 July 19

ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়াব টেস্ট করা হবে আগামী তিনদিন ধরে। গতকাল 187 জন সোয়াবের নমুনা পরীক্ষা করান ।

06:38 July 19

কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির এক DSP । ময়নাগুড়িতেও নতুন করে সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷

05:54 July 19

আগামী আরও চারদিন কলকাতা হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিলের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । কাজ শুরু হবে 25 জুলাই থেকে ৷ 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.