কলকাতা , 22 নভেম্বর : পিঙ্ক টেস্ট দেখতে গেলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন ৷ কারণ আজ ম্যাচের টিকিট পাননি বিধায়করা ৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে টিকিটের কথা বললেও গুরুত্ব সহকারে বিষয়টি দেখেননি তিনি ৷ এরকমই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের বারুইপুরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
রাজ্যের সমস্ত বিধায়কের খেলা দেখার জন্য টিকিটের কথা বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । রাজ্য বিধানসভার পক্ষ থেকে টিকিট কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল ক্রীড়ামন্ত্রীকে । অভিযোগ, ক্রীড়ামন্ত্রী বিষয়টিতে গুরুত্ব দেননি । বিধায়করা খেলার টিকিট না পাওয়ায় আজ ক্ষোভ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রত্যেক বিধায়ক খেলা দেখতে চাইছিলেন । প্রত্যেককে টিকিট দেওয়া উচিত ছিল ক্রীড়া দপ্তরের । বহুবার বলা সত্বেও ক্রীড়ামন্ত্রী টিকিট দেননি ৷"
294 জন বিধায়কের জন্য টিকিটের কথা বলেছিলেন তিনি । কিন্তু দেওয়া হয়েছে মাত্র কয়েকটি টিকিটই ৷ এতে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন , "5 দিনের খেলার টিকিট না দেওয়াটা বিধায়কদের প্রতি অসম্মান ৷ বিধায়কেরা যদি খেলা দেখতে না পারেন, তাহলে অধ্যক্ষ কীভাবে যাবেন?"