কলকাতা, 12 ডিসেম্বর : রাতের শহরে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এএসআই ও সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করল বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাইপাস লাগোয়া এলাকায় । অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার এবং এএসআই সন্দীপ কুমার পালক সাসপেন্ড করা হয়েছে ৷ এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে (ASI suspended for molestation) ৷
অভিযুক্ত দু'জন বিধাননগর সিটি পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্মী ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিধাননগর কমিশনারেটের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, ডিপার্টমেন্টের এই ধরনের আচরণ একদমই বরদাস্ত করা হবে না (bidhannagar police commissionerate suspends ASI and civic volunteer for allegedly molesting woman) । এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে । সেই সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
অভিযোগ, শনিবার রাতে এক তরুণীকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে বাইকে বসায় ওই দুই পুলিশকর্মী ৷ এরপর উল্টোডাঙায় ছেড়ে দেওয়ার নাম করে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরানো হয়ে ওই তরুণীকে ৷ অভিযোগ, রাত একটা নাগাদ ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের উপরে তরুণীর শ্লীলতাহানি করে তারা ৷ মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ৷ ঘটনাটি কলকাতা পুলিশের এক কর্মীর নজরে আসে ৷ এরপর তড়িঘড়ি খবর যায় বাইপাসে কর্তব্যরত কলকাতা পুলিশের একজন সার্জেন্টের কাছে । সেখান থেকে অভিযুক্ত দুই পুলিশকর্মীকে আটক করে কসবা থানায় নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন : Molestation in Kolkata : রক্ষকই ভক্ষক ? রাতের শহরে তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত দুই উর্দিধারী
লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল করুণাময়ী বাসস্ট্যান্ড এবং তা বিধাননগর উত্তর থানার আওতায় পড়ে ৷ ফলে কসবা থানা একটি জিরো এফআইআর দায়ের করে ৷ সেই অভিযোগটি পাঠিয়ে দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় । পরে তাদের সাসপেন্ড ও গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট ।