কলকাতা, 27 মে : আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর থানার পুলিশ ৷ বৃহস্পতিবার সল্টলেকের একটি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে 6 জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (International Fraud Circle) ৷
বিদেশি নাগরিকদের ঠকিয়ে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করত বলেই জানিয়েছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, সল্টলেকে সেক্টর ফাইভের গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে এসবি ইনফো ওয়েবের অফিসে অর্রাগমা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড-সহ তিনটি সংস্থার অফিস চালাচ্ছিল এই চক্র । সেখান থেকেই লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ভারতের নাগরিকদের টার্গেট করত এই চক্র । এরপর তাদের ফোন করে টেক সাপোর্ট, ওয়েবসাইট বিক্রি, ইন্টারনেট স্পিড বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রায় লেনদেনের মাধ্যমে প্রতারণা করত এই চক্র। বৃহস্পতিবার, সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকেই 6 জনকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ ৷
আরও পড়ুন: প্রতারণার অভিযোগ, সল্টলেক থেকে গ্রেপ্তার 19
ধৃতরা হল রবি কুমার প্রসাদ, মহম্মদ কলিব তানবীর, রেয়াস ফার্নান্ডেজ, দেবজ্যোতি দাস, ফাইজাল নাসিম ও মহম্মদ আক্রম ৷ তাদের কাছ থেকে বেশকিছু হার্ড ডিস্ক, মোবাইল ফোন, ল্যান্ড ফোন, ডেটা বুক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের থেকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডা খোঁজ করছে পুলিশ ৷