ETV Bharat / state

Road Accident in Newtown : নিউটাউনে বেপরোয়া গতির বলি সাইকেল আরোহী - বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর

বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর (A bicycle driver dies in road accident ) ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউন ইকোপার্কের এক নম্বর গেটের কাছে ৷ মৃতের নাম বাদল বৈরাগী (40)। মৃত ব্যক্তি বাগুইআটি থানা এলাকার জগৎপুরের বাসিন্দা ।

Bicycle rider dies in road accident at Newtown
Road Accident
author img

By

Published : Apr 23, 2022, 1:39 PM IST

কলকাতা, 23 এপ্রিল : আবারও রাতের শহরে বেপরোয়া গতির বলি নাগরিক ৷ এবারে এক সাইকেল আরোহীর মৃত্যু হল বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে (Bicycle rider dies in road accident at Newtown) ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউন ইকোপার্কের এক নম্বর গেটের কাছে ৷ মৃতের নাম বাদল বৈরাগী (40)। মৃত ব্যক্তি বাগুইআটি থানা এলাকার জগৎপুরের বাসিন্দা ।

শুক্রবার মাঝরাতে বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাদল বৈরাগীর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ ৷ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠায় ইকোপার্ক থানার পুলিশ । পাশাপাশি ঘাতক গাড়ির খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তার খোঁজ চালাচ্ছে পুলিশ (police searching for the culprit)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 2টি গাড়ির রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে । অপরদিকে ঘণ্টাখানেকের তফাতেই সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি (Road Accident in Salt Lake) । গাড়িতে চালক-সহ একজন যাত্রী ছিলেন । চালকের মাথায় চোট লাগে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Mobile Trafficking Culprit Arrest : লেকটাউনে গ্রেফতার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডা

কলকাতা, 23 এপ্রিল : আবারও রাতের শহরে বেপরোয়া গতির বলি নাগরিক ৷ এবারে এক সাইকেল আরোহীর মৃত্যু হল বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে (Bicycle rider dies in road accident at Newtown) ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউন ইকোপার্কের এক নম্বর গেটের কাছে ৷ মৃতের নাম বাদল বৈরাগী (40)। মৃত ব্যক্তি বাগুইআটি থানা এলাকার জগৎপুরের বাসিন্দা ।

শুক্রবার মাঝরাতে বেপরোয়া পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাদল বৈরাগীর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ ৷ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠায় ইকোপার্ক থানার পুলিশ । পাশাপাশি ঘাতক গাড়ির খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তার খোঁজ চালাচ্ছে পুলিশ (police searching for the culprit)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 2টি গাড়ির রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে । অপরদিকে ঘণ্টাখানেকের তফাতেই সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি (Road Accident in Salt Lake) । গাড়িতে চালক-সহ একজন যাত্রী ছিলেন । চালকের মাথায় চোট লাগে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Mobile Trafficking Culprit Arrest : লেকটাউনে গ্রেফতার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.