ETV Bharat / state

ব্রিগেডে বাস্তু ও ভূমি পুজো দিয়ে শুরু লক্ষ কণ্ঠে গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ - গীতাপাঠ

Bhumi and Vastu Puja at Brigade Parade Ground: 24 ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি শুরু ৷ বাস্তু ও ভূমি পুজোর মাধ্যমে শুরু হল মঞ্চ বাঁধার কাজ ৷ বাবুঘাট থেকে গঙ্গা জল নিয়ে শোভাযাত্রা করে পুজো স্থলে পৌঁছালেন সাধুসন্তরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:19 PM IST

গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ শুরু ব্রিগেডে

কলকাতা, 16 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানের আগে আজ শনিবার ব্রিগেডে হয়ে গেল বাস্তু ও ভূমি পুজো ৷ সেই সঙ্গে শুরু হয়ে গেল 24 ডিসেম্বরের সনাতন ধর্মের এই মেগা কর্মসূচির প্রস্তুতি ৷ পুজো শেষ হওয়ার পরেই গীতা পাঠের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে ৷

এ দিন সনাতন সংস্কৃতি সংসদ, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম-সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠন ভূমি ও বাস্তু পুজোর আয়োজন করে ৷ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে গীতা পাঠের মঞ্চ বাঁধা হবে, সেখানেই আজ বাস্তু ও ভূমি পুজো করা হয় ৷ সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরা প্রথমে বাবুঘাটে গিয়ে গঙ্গাবরণ করেন ৷ তারপর সেখান থেকে শোভাযাত্রা করে গঙ্গাজল নিয়ে আসেন ব্রিগেডে ৷

এই পুজোয় দেশের বিভিন্ন পবিত্র ধর্মীয় স্থানের মাটি ব্যবহার করা হয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুরুক্ষেত্রের মাটি ৷ আজ কুরুক্ষেত্র-সহ বাকি পুণ্যস্থান থেকে আসা মাটি নিয়ে বাবুঘাট থেকে শোভাযাত্রা করে সাধু-সন্তরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছন ৷ তাঁরা জানিয়েছেন, কুরুক্ষেত্রের ঠিক যেই স্থানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাপাঠ করে শুনিয়েছিলেন বলে চিহ্নিত রয়েছে, সেই স্থানের মাটি নিয়ে আসা হয়েছে ব্রিগেডের বাস্তু ও ভূমি পুজোর জন্য ৷

ময়দানের জায়গায় মূল মঞ্চ বাঁধা হবে, সেখানে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করা হয় ৷ এরপর হোম-যজ্ঞ করে খুঁটি পুজো সম্পন্ন করেন তাঁরা ৷ পুজো শেষে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ ৷ জানা গিয়েছে, পুরীর জগন্নাথ ধাম মন্দিরের প্রধান ধ্বজা বা পতাকা পাঠানো হয়েছে এই পুজোর জন্য ৷ এই ধ্বজা গত 14 ডিসেম্বর কলকাতায় এসে পৌঁছায় ৷ আজ খুঁটি পুজোর প্রাক্কালে সেই ধ্বজা উত্তোলন করে খুঁটি পুজোর বাঁশ পোতা হয় ৷

24 ডিসেম্বরের গীতা পাঠ অনুষ্ঠানের জন্য দু’টি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে ৷ একটি মূল মঞ্চ যেখানে পুজো এবং গীতা পাঠ চলবে ৷ অন্যটি মূল মঞ্চের তুলনায় কিছুটা ছোট ৷ সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৷ মূল মণ্ডপের নাম দেওয়া হয়েছে পার্থসারথি মণ্ডপ ৷ এই মণ্ডপেই রাখা হবে শ্রীমদ্ভাগবত গীতা ৷ এই মণ্ডপে বসবেন শঙ্করাচার্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেদের মন্ত্র পাঠ করে অনুষ্ঠান শুরু করা হবে ৷ সাধুসন্তরা এবং অন্যান্য যাঁরা আসবেন, তাঁদের শঙ্খ নিয়ে আসতে বলা হয়েছে ৷ সকলে উলু ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে গীতা পাঠের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন ৷

আরও পড়ুন:

  1. 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ' কর্মসূচি নিয়ে রাজ্যের অসহযোগিতার অভিযোগ সাধু-সন্তদের
  2. লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির সম্ভাবনা; থাকবেন প্রধানমন্ত্রী

গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ শুরু ব্রিগেডে

কলকাতা, 16 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানের আগে আজ শনিবার ব্রিগেডে হয়ে গেল বাস্তু ও ভূমি পুজো ৷ সেই সঙ্গে শুরু হয়ে গেল 24 ডিসেম্বরের সনাতন ধর্মের এই মেগা কর্মসূচির প্রস্তুতি ৷ পুজো শেষ হওয়ার পরেই গীতা পাঠের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে ৷

এ দিন সনাতন সংস্কৃতি সংসদ, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম-সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠন ভূমি ও বাস্তু পুজোর আয়োজন করে ৷ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে গীতা পাঠের মঞ্চ বাঁধা হবে, সেখানেই আজ বাস্তু ও ভূমি পুজো করা হয় ৷ সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরা প্রথমে বাবুঘাটে গিয়ে গঙ্গাবরণ করেন ৷ তারপর সেখান থেকে শোভাযাত্রা করে গঙ্গাজল নিয়ে আসেন ব্রিগেডে ৷

এই পুজোয় দেশের বিভিন্ন পবিত্র ধর্মীয় স্থানের মাটি ব্যবহার করা হয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুরুক্ষেত্রের মাটি ৷ আজ কুরুক্ষেত্র-সহ বাকি পুণ্যস্থান থেকে আসা মাটি নিয়ে বাবুঘাট থেকে শোভাযাত্রা করে সাধু-সন্তরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছন ৷ তাঁরা জানিয়েছেন, কুরুক্ষেত্রের ঠিক যেই স্থানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাপাঠ করে শুনিয়েছিলেন বলে চিহ্নিত রয়েছে, সেই স্থানের মাটি নিয়ে আসা হয়েছে ব্রিগেডের বাস্তু ও ভূমি পুজোর জন্য ৷

ময়দানের জায়গায় মূল মঞ্চ বাঁধা হবে, সেখানে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করা হয় ৷ এরপর হোম-যজ্ঞ করে খুঁটি পুজো সম্পন্ন করেন তাঁরা ৷ পুজো শেষে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ ৷ জানা গিয়েছে, পুরীর জগন্নাথ ধাম মন্দিরের প্রধান ধ্বজা বা পতাকা পাঠানো হয়েছে এই পুজোর জন্য ৷ এই ধ্বজা গত 14 ডিসেম্বর কলকাতায় এসে পৌঁছায় ৷ আজ খুঁটি পুজোর প্রাক্কালে সেই ধ্বজা উত্তোলন করে খুঁটি পুজোর বাঁশ পোতা হয় ৷

24 ডিসেম্বরের গীতা পাঠ অনুষ্ঠানের জন্য দু’টি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে ৷ একটি মূল মঞ্চ যেখানে পুজো এবং গীতা পাঠ চলবে ৷ অন্যটি মূল মঞ্চের তুলনায় কিছুটা ছোট ৷ সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৷ মূল মণ্ডপের নাম দেওয়া হয়েছে পার্থসারথি মণ্ডপ ৷ এই মণ্ডপেই রাখা হবে শ্রীমদ্ভাগবত গীতা ৷ এই মণ্ডপে বসবেন শঙ্করাচার্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেদের মন্ত্র পাঠ করে অনুষ্ঠান শুরু করা হবে ৷ সাধুসন্তরা এবং অন্যান্য যাঁরা আসবেন, তাঁদের শঙ্খ নিয়ে আসতে বলা হয়েছে ৷ সকলে উলু ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে গীতা পাঠের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন ৷

আরও পড়ুন:

  1. 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ' কর্মসূচি নিয়ে রাজ্যের অসহযোগিতার অভিযোগ সাধু-সন্তদের
  2. লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির সম্ভাবনা; থাকবেন প্রধানমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.