কলকাতা, 6 সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর রণকৌশল ঠিক করতে এবার দিল্লির পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ! আজ সন্ধ্যা 7টা নাগাদ তাঁর রাজধানী উড়ে যাওয়ার কথা । বিজেপি সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু । মূলত, ভবানীপুরের বিধনসভা উপনির্বাচন আটকাতেই তাঁর দিল্লি সফর বলে জানা গিয়েছে ।
বিজেপি সূত্রে খবর, সুপ্রিম কোর্টে যেতে পারে বিজেপি । ভবানীপুর উপনির্বাচন রুখতে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর । বিশেষ সূত্রে জানা গিয়েছে, যে ভাবে নির্বাচন কমিশন শুধু ভবানীপুরের জন্য ভোট ঘোষণা করেছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে যেতে চলেছে বিজেপি ।
দিল্লিতে শুভেন্দু অধিকারী শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে খবর । এ দিকে, আজই দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই সময়েই শুভেন্দু অধিকারীরও দিল্লি সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন: Dilip Ghosh: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কমিশনকে তুলোধোনা দিলীপের
যে ভাবে নির্বাচন কমিশন একতরফা ভাবে ভবানীপুরের জন্যই শুধু উপনির্বাচন ঘোষণা করেছে, তা রাজ্য বিজেপির কেউই মেনে নিতে পারছে না বলে খবর । এই নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে, যেখানে করোনার কারণে রাজ্যে লোকাল ট্রেন চলছে না, নাইট কার্ফু হচ্ছে, বিয়েবাড়িতে 50 জনের বেশি লোকের জমায়েত করা যাচ্ছে না, সেখানে কীভাবে উপনির্বাচন প্রক্রিয়া চালাতে সম্মত হল কমিশন ৷ অন্যান্য জায়গায় উপনির্বাচন বাদ দিয়ে কেবলমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নেও সরব হয়েছেন তিনি ৷
আরও পড়ুন: Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ
গতকালই দুর্গাপুরে গিয়ে দিলীপবাবু বলেন, মুখ্যসচিবের কথায় কেন ভবানীপুরে উপনির্বাচন করাচ্ছে কমিশন ? সংবিধানকে এত হালকা মনে করা হচ্ছে কেন ? তাঁর কথায়, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন ৷ উত্তরাখণ্ডেও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন ৷ সেখানে তো তাদের সরকার পড়ে যায়নি !
আরও পড়ুন : Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর