কলকাতা, 5 নভেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির (Recruitment Scam) চিত্র সামনে এসেছে ৷ তারই প্রতিবাদে আজ কলেজ স্ট্রিট বই পড়ায় প্রতীকী অনশনে বসল বঙ্গ বিজেপির যুব মোর্চা (BJYM Backs Jobseekers) । পাশাপাশি তারা 601 দিন ধরে মেধা তালিকা ভুক্ত যোগ্য চাকরি প্রার্থীদের (SSC and SLST candidates) গান্ধিমূর্তির অবস্থানকেও সমর্থন করে ৷ তাদের কুর্নিশ জানিয়ে উত্তর কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে এই অনশনের আয়োজন করা হয়েছে ।
উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি (North Kolkata Yuba Morcha president) সূর্যকুমার সিং বলেন, "আজ 600 দিন হল প্রার্থীরা চাকরি না-পেয়ে ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে গান্ধিমূর্তির পাদদেশে ন্যায্য বিচারের জন্য বসে রয়েছে । আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এদের দিকে নজর দেওয়ার কোনও সময় নেই । তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন । একবারও এদের পাশে এসে তাঁদের সমর্থনে দাঁড়াচ্ছেন না । তবে এই চাকরি প্রার্থীদের সঙ্গে বিজেপির যুব মোর্চার প্রথম থেকেই ছিল, আজও আছে । সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিও করা হয়েছে । এমনকী সম্প্রতি করুণাময়ী থেকে যেভাবে মাঝরাতে টেট চাকরি প্রার্থীদের অবস্থান ভেঙে পুলিশ তুলে নিয়ে গেল ৷ তারপরে আমরা করুণাময়ীতে বিক্ষোভ করেছি । এই রাজ্যে তৃণমূল করলে সমস্ত অন্যায় মাফ হয়ে যায় । আমাদের একটাই দাবি, যারা যোগ্য তাদের এভাবে রাস্তায় বসে না-থেকে অবিলম্বে চাকরি দেওয়া হোক ।"
আরও পড়ুন: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা তৃতীয় লিঙ্গের মানুষদের
তিনি আরও বলেন, "তাই আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা এই প্রতীকী অনশন করে চাকরি প্রার্থীদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি । কলেজ স্ট্রিট হল বইপাড়া । এটা শিক্ষার পীঠস্থান । আজকে যেভাবে হবু শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, সেটা একেবারেই কাম্য নয় ।"