ETV Bharat / state

রাজনীতিবিদদের দালালি করলে কেন্দ্র আরও কঠোর হবে : ভারতী - bharati ghosh supports home ministry decision

তিন আইপিএসকে ডেপুটেশন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে সমর্থন ভারতী ঘোষের ৷

ভারতী ঘোষ
ভারতী ঘোষ
author img

By

Published : Dec 18, 2020, 1:51 PM IST

কলকাতা, ১৭ ডিসেম্বর : তিন আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশন পাঠানো নিয়ে এবার কড়া মন্তব্য করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, "রাজনীতিবিদদের দালালি করলে কেন্দ্রীয় সরকার আরও কঠোর পদক্ষেপ করবে।"

রাজ্য সরকারের আপত্তিকে মান্যতা না দিয়ে তিন আইপিএসকে আজ পোস্টিং দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি যে ভালোভাবে নেয়নি রাজ্য প্রশাসন তা পরিষ্কার। তারপর থেকেই তুঙ্গে কেন্দ্র-রাজ্য় তরজা ৷ স্বরাষ্ট্রমন্ত্রক পোস্টিং দিলেও রাজ্য ছাড়বে না বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে ডেপুটেশনে পাঠানো যায় না। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপে কোনও ভুল দেখছেন না প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এই প্রসঙ্গে আজ সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া দেন তিনি।

আরও পড়ুন :কনফারেন্সের প্রস্তাব মানল কেন্দ্র, IPS ডেপুটেশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ভারতী ঘোষ বলেন, "আইপিএসদের যখন কেন্দ্র থেকে পোস্টিং হয়েছে তখন ভাবা উচিত না যে অন্য জায়গায় ট্রান্সফার হবে না। যদি কেন্দ্রের মতের বিরুদ্ধে যায়। যদি সমস্ত নিয়ম মেনে নিরপেক্ষতার সঙ্গে যদি চাকরি না করেন, এইভাবে যদি রাজনীতিবিদদের দালালি করতে আরম্ভ করেন তাহলে কেন্দ্র কঠোর পদক্ষেপ করবে । আরও বেশি কঠোরতম পদক্ষেপ আপনারা দেখতে পাবেন।"

কলকাতা, ১৭ ডিসেম্বর : তিন আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশন পাঠানো নিয়ে এবার কড়া মন্তব্য করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, "রাজনীতিবিদদের দালালি করলে কেন্দ্রীয় সরকার আরও কঠোর পদক্ষেপ করবে।"

রাজ্য সরকারের আপত্তিকে মান্যতা না দিয়ে তিন আইপিএসকে আজ পোস্টিং দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি যে ভালোভাবে নেয়নি রাজ্য প্রশাসন তা পরিষ্কার। তারপর থেকেই তুঙ্গে কেন্দ্র-রাজ্য় তরজা ৷ স্বরাষ্ট্রমন্ত্রক পোস্টিং দিলেও রাজ্য ছাড়বে না বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে ডেপুটেশনে পাঠানো যায় না। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপে কোনও ভুল দেখছেন না প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এই প্রসঙ্গে আজ সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া দেন তিনি।

আরও পড়ুন :কনফারেন্সের প্রস্তাব মানল কেন্দ্র, IPS ডেপুটেশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ভারতী ঘোষ বলেন, "আইপিএসদের যখন কেন্দ্র থেকে পোস্টিং হয়েছে তখন ভাবা উচিত না যে অন্য জায়গায় ট্রান্সফার হবে না। যদি কেন্দ্রের মতের বিরুদ্ধে যায়। যদি সমস্ত নিয়ম মেনে নিরপেক্ষতার সঙ্গে যদি চাকরি না করেন, এইভাবে যদি রাজনীতিবিদদের দালালি করতে আরম্ভ করেন তাহলে কেন্দ্র কঠোর পদক্ষেপ করবে । আরও বেশি কঠোরতম পদক্ষেপ আপনারা দেখতে পাবেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.