কলকাতা, 27 অগাস্ট : রাজ্য BJP-র সহ সভানেত্রী করা হল ভারতী ঘোষ ও মাফুজ়া খাতুনকে ৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রথীন্দ্রনাথ বোস ৷ আজ দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই কর্মশালায় অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয় ও শোভন চট্টোপাধ্যায়ের মতো নেতারা ৷ তাঁদের অনুপস্থিতিতেই ভারতী, মাফুজ়াদের হাতে নতুন দায়িত্ব তুলে দেয় রাজ্য BJP নেতৃত্ব ৷
রাজ্য BJP-র তরফে জানা গেছে, আজ কলকাতার এক সেমিনার হলে দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই কর্মশালায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য থেকে দলের টিকিটে নির্বাচিত 18 জন সাংসদকে ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁদের রুটিন ফোনের পাশাপাশি গতরাতে স্পেশালভাবে ফোন করে কর্মশালায় আসতে বলা হয় ৷ কিন্তু, তাঁরা আজকের কর্মশালায় আসেননি ৷
![baisakhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4256698_wb_baisakhisovon.jpg)
জানা গেছে, 18 জন সাংসদের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত ছিলেন । কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়র মতো নেতারাও আসেননি । বিধায়কদেরও অনেকেই গরহাজির ছিলেন ৷
এতজন কেন অনুপস্থিত ছিলেন সে বিষয়ে রাজ্য BJP-র তরফে কিছু জানা যায়নি ৷ নেতাদের গরহাজিরা নিয়ে কর্মশালায় ক্ষোভ প্রকাশ করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন ৷