ETV Bharat / state

রাজ্য BJP-র সহ সভানেত্রী ভারতী, বৈঠকে গরহাজির মুকুল-শোভন

রাজ্য BJP-র সহ সভানেত্রীর দায়িত্ব দেওয়া হল ভারতী ঘোষ ও মাফুজ়া খাতুনকে ৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রথীন্দ্রনাথ বোস ৷ আজ দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

author img

By

Published : Aug 27, 2019, 3:11 PM IST

Updated : Aug 27, 2019, 3:35 PM IST

ভারতী ঘোষ

কলকাতা, 27 অগাস্ট : রাজ্য BJP-র সহ সভানেত্রী করা হল ভারতী ঘোষ ও মাফুজ়া খাতুনকে ৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রথীন্দ্রনাথ বোস ৷ আজ দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই কর্মশালায় অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয় ও শোভন চট্টোপাধ্যায়ের মতো নেতারা ৷ তাঁদের অনুপস্থিতিতেই ভারতী, মাফুজ়াদের হাতে নতুন দায়িত্ব তুলে দেয় রাজ্য BJP নেতৃত্ব ৷

রাজ্য BJP-র তরফে জানা গেছে, আজ কলকাতার এক সেমিনার হলে দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই কর্মশালায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য থেকে দলের টিকিটে নির্বাচিত 18 জন সাংসদকে ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁদের রুটিন ফোনের পাশাপাশি গতরাতে স্পেশালভাবে ফোন করে কর্মশালায় আসতে বলা হয় ৷ কিন্তু, তাঁরা আজকের কর্মশালায় আসেননি ৷

baisakhi
বৈঠকে গরহাজির ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়

জানা গেছে, 18 জন সাংসদের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত ছিলেন । কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়র মতো নেতারাও আসেননি । বিধায়কদেরও অনেকেই গরহাজির ছিলেন ৷

এতজন কেন অনুপস্থিত ছিলেন সে বিষয়ে রাজ্য BJP-র তরফে কিছু জানা যায়নি ৷ নেতাদের গরহাজিরা নিয়ে কর্মশালায় ক্ষোভ প্রকাশ করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন ৷

কলকাতা, 27 অগাস্ট : রাজ্য BJP-র সহ সভানেত্রী করা হল ভারতী ঘোষ ও মাফুজ়া খাতুনকে ৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রথীন্দ্রনাথ বোস ৷ আজ দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই কর্মশালায় অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয় ও শোভন চট্টোপাধ্যায়ের মতো নেতারা ৷ তাঁদের অনুপস্থিতিতেই ভারতী, মাফুজ়াদের হাতে নতুন দায়িত্ব তুলে দেয় রাজ্য BJP নেতৃত্ব ৷

রাজ্য BJP-র তরফে জানা গেছে, আজ কলকাতার এক সেমিনার হলে দলের নির্বাচনী সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই কর্মশালায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য থেকে দলের টিকিটে নির্বাচিত 18 জন সাংসদকে ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁদের রুটিন ফোনের পাশাপাশি গতরাতে স্পেশালভাবে ফোন করে কর্মশালায় আসতে বলা হয় ৷ কিন্তু, তাঁরা আজকের কর্মশালায় আসেননি ৷

baisakhi
বৈঠকে গরহাজির ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়

জানা গেছে, 18 জন সাংসদের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত ছিলেন । কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়র মতো নেতারাও আসেননি । বিধায়কদেরও অনেকেই গরহাজির ছিলেন ৷

এতজন কেন অনুপস্থিত ছিলেন সে বিষয়ে রাজ্য BJP-র তরফে কিছু জানা যায়নি ৷ নেতাদের গরহাজিরা নিয়ে কর্মশালায় ক্ষোভ প্রকাশ করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন ৷

Intro:27-08-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: বিজেপির নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রুটিং ফোন ছাড়াও কাল রাতে বিজেপির রাজ্য দপ্তরে থেকে স্পেশাল ভাবে ফোন করা হয়।।এই বৈঠকে আসার আমন্ত্রন জানানো হয়।
কিন্তু তার পর আজ বৈঠকে অনুপস্থিত শোভন- বৈশাখী।


আজ বৈঠকে ১৮ জন সাংসদের মধ্যে বেশীর ভাগ অনুপস্থিত। বৈঠকে এলেন না বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়। কেন্দ্রের দুই জন মন্ত্রী দেবশ্রী চৌধুরি ও বাবুল সুপ্রিও অনুপস্থিত। বসার তালিকায় দুই জনের বিশেষ জায়গা ফাকা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেন নি।১৬ জন বিজেপির বিধায়ক এর মধ্যে মাত্র ৫-৬ জন বিধায়ক বৈঠকে এসেছেন।


আর আজ গুরুত্বপূণ সাংগঠনিক নির্বাচনী কর্মশালায় বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের অনুপস্থিত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় সরকারি পার্যবেক্ষক অরবিন্দ মেনন।Body:কপিConclusion:
Last Updated : Aug 27, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.