কলকাতা, 22 মে : করোনা রোগীদের জন্য 104 বছর ধরে চলতে থাকা নিয়ম বদল করল ভারত সেবাশ্রম সংঘ ৷ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের প্রতিষ্ঠা করেন 1917 সালে ৷ শুরু থেকেই আমিষ খাবারের প্রবেশ নিষেধ এখানে ৷ তবে, এবার মানুষকে সুস্থ করে তোলার তাগিদে সে প্রথা ভাঙল এই সংঘ ৷
শুক্রবারই গড়িয়ার অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে কোভিড হাসপাতাল খুলেছে আশ্রম কর্তৃপক্ষ ৷ এখানে দু'টি তলায় কোভিড রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ এই হাসপাতালের পরিকল্পনা আর রূপায়ণের পেছনে রয়েছেন আশ্রমের প্রাক্তন ছাত্র রাজীব দত্ত ৷ আর সহযোগিতা করছে অ্যাথেনা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ৷
করোনা রোগীদের শরীরে নতুন কোষ তৈরিতে প্রোটিন জাতীয় খাবার দরকার ৷ তাই স্বামীজিরা আশ্রমে ডিম, মাছ, মাংস আনছেন ৷ তাঁদের মতে এখন ধর্মীয় রীতিনীতির থেকেও রোগীদের সুস্থ করার প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ ৷
আরও পড়ুন : সরলেন অখিল গিরি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের দায়িত্বে জ্যোতির্ময় কর
প্রথমে জায়গা অনুযায়ী 25টি বেড বরাদ্দ করা হলেও পরে আরও 5টি বেড বাড়ানো হয়েছ ৷ এর মধ্যে 20 টি বেডে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে ৷ যে সব রোগীদের শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা 85-র বেশি, অথচ কোমর্বিডিটির কারণে বাড়িতে রাখা সম্ভব নয়, সারাক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণ দরকার, সেরকম রোগীদের ভর্তি করা হচ্ছে এই আশ্রমের হাসপাতালে ৷
এখনও অবধি 3 জনকে ভর্তি করা হয়েছে ৷ 24 ঘণ্টা থাকছেন 4 জন নার্স-সহ 2 জন চিকিৎসক ৷ তাঁদের সহযোগিতা করছেন আশ্রমের 12 জন স্বেচ্ছাসেবক ৷