ETV Bharat / state

Bhabanipur By-poll: ভবানীপুরে বিজেপির সব অভিযোগ খারিজ করল কমিশন - নির্বাচন কমিশন

ভবানীপুর কেন্দ্রে (Bhabanipur By-poll) তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আনা 23টি অভিযোগই খারিজ করে দিলেন উপনির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং ৷ তিনি জানিয়েছে, সব অভিযোগ ভিত্তিহীন ৷

bhabanipur-by-poll-deo-south-rejected-bjps-23-allegations-against-tmc
ভবানীপুরে বিজেপির সব অভিযোগ খারিজ করল কমিশন
author img

By

Published : Sep 30, 2021, 3:36 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By-poll) নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, তার সবক'টিই খারিজ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)৷ ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে কমিশন ৷

আজ ভবানীপুর কেন্দ্রে 23টি অভিযোগ জমা পড়ে । এই 23টি অভিযোগই খারিজ করে দিয়েছেন উপ নির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং । তিনি জানিয়েছেন, সব অভিযোগই ভিত্তিহীন ৷

সকাল থেকে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 41টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ে ৷ এর মধ্যে 23টি অভিযোগই ছিল হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরকে কেন্দ্র করে । তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা বিজেপির সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ডিইও দক্ষিণ অবনীন্দ্র সিং ।

আরও পড়ুন: Bhabanipur bye-election : বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কার, জবাব ফিরহাদের

ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ এনেছিল বিজেপি ৷ তাঁদের নজরবন্দি করারও দাবি জানিয়েছিল ৷ তবে বিজেপির সেই অভিযোগও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন । সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এ হেন কোনও ঘটনা কমিশনের নজরে আসেনি বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: Bhabanipur Bye-Election : খালসা হাইস্কুলে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের

অন্যদিকে, 151, 160, 162 ও 172 নং বুথে রিগিং-এর যে অভিযোগ জমা পড়েছিল, তাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ।

ভোট শেষ না-হওয়া পর্যন্ত কমিশনকে বিজেপি পাগল করে দেবে বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বুথ জ্যামের যে অভিযোগ এনেছিলেন, তা উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, ভবানীপুরের ভোটের কালচার নতুন বিজেপি প্রার্থী জানেন না ৷ এখানে মানুষ উৎসবের মতো নিজে এসে নিজের ভোট দিয়ে যান ৷ এই কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ জড়িয়ে রয়েছে ৷

আরও পড়ুন: Madan Mitra : "মমতা" নামই কাফি হ্যায়, উপনির্বাচন নিয়ে ইটিভি ভারতকে মদন

কলকাতা, 30 সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By-poll) নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, তার সবক'টিই খারিজ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)৷ ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে কমিশন ৷

আজ ভবানীপুর কেন্দ্রে 23টি অভিযোগ জমা পড়ে । এই 23টি অভিযোগই খারিজ করে দিয়েছেন উপ নির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং । তিনি জানিয়েছেন, সব অভিযোগই ভিত্তিহীন ৷

সকাল থেকে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 41টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ে ৷ এর মধ্যে 23টি অভিযোগই ছিল হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরকে কেন্দ্র করে । তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা বিজেপির সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ডিইও দক্ষিণ অবনীন্দ্র সিং ।

আরও পড়ুন: Bhabanipur bye-election : বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কার, জবাব ফিরহাদের

ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ এনেছিল বিজেপি ৷ তাঁদের নজরবন্দি করারও দাবি জানিয়েছিল ৷ তবে বিজেপির সেই অভিযোগও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন । সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এ হেন কোনও ঘটনা কমিশনের নজরে আসেনি বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: Bhabanipur Bye-Election : খালসা হাইস্কুলে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের

অন্যদিকে, 151, 160, 162 ও 172 নং বুথে রিগিং-এর যে অভিযোগ জমা পড়েছিল, তাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ।

ভোট শেষ না-হওয়া পর্যন্ত কমিশনকে বিজেপি পাগল করে দেবে বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বুথ জ্যামের যে অভিযোগ এনেছিলেন, তা উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, ভবানীপুরের ভোটের কালচার নতুন বিজেপি প্রার্থী জানেন না ৷ এখানে মানুষ উৎসবের মতো নিজে এসে নিজের ভোট দিয়ে যান ৷ এই কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ জড়িয়ে রয়েছে ৷

আরও পড়ুন: Madan Mitra : "মমতা" নামই কাফি হ্যায়, উপনির্বাচন নিয়ে ইটিভি ভারতকে মদন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.