ETV Bharat / state

Priyanka Tibrewal : শুভেন্দু-অর্জুন-সৌমিত্রকে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল - শুভেন্দু-অর্জুন-সৌমিত্রকে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিং (Arjun Singh) এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে সঙ্গে নিয়ে আলিপুরে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ৷ মনোনয়ন জমার আগে রয়েছে মিছিল কর্মসূচিও ৷

শুভেন্দু-অর্জুন-সৌমিত্রকে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল
শুভেন্দু-অর্জুন-সৌমিত্রকে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল
author img

By

Published : Sep 13, 2021, 10:43 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : শুভেন্দু-অর্জুন-সৌমিত্রের মতো দাপুটে তিন বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে মিছিল করে আজ আলিপুরে মনোনয়ন জমা দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) । এদিন ভবানীপুর গোল মন্দিরের সামনে জমায়েতের ডাক দিয়েছে বিজেপি । এখানে ভবানীপুরের বিজেপি কার্যকর্তারা জমায়েত হবেন ৷ এরপর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে গিয়ে সেখানেই মনোনয়ন জমা করবে বিজেপি প্রার্থী ৷

ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনে লড়াই বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ । কারণ এখানে বিরোধী প্রার্থী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই লড়াইটা অতটা সহজ হবে না বিজেপির কাছে । বিজেপি ভবানীপুরে সেইভাবে দেওয়াল লিখন ও প্রচারই করতে পারছে না । ভবানীপুরের বিজেপি ক'টা বুথে তৃণমূলের বিরুদ্ধে পোলিং এজেন্ট দিতে পারবে সেটাও বড় প্রশ্ন । তারই মধ্যে আজ প্রথম বড় মিছিল করছে তারা । শুভেন্দু অধিকারী, অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে সঙ্গে নিয়েই ভবানীপুর থেকে আলিপুর পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দেবেন প্রার্থী । কিন্ত আজ এই মিছিলে কতটা জমায়েত হবে, সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে বিজেপির অন্দরেই ।

ভবানীপুরে বিজেপির প্রচার কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ বলেন, "আজ আমরা ভবানীপুরে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একটা বড় মিছিল করছি । সেখানে আমাদের কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূল । কিন্ত তারপরও আজ আমাদের মিছিল সফল হবেই ৷"

আরও পড়ুন : Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

কলকাতা, 13 সেপ্টেম্বর : শুভেন্দু-অর্জুন-সৌমিত্রের মতো দাপুটে তিন বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে মিছিল করে আজ আলিপুরে মনোনয়ন জমা দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) । এদিন ভবানীপুর গোল মন্দিরের সামনে জমায়েতের ডাক দিয়েছে বিজেপি । এখানে ভবানীপুরের বিজেপি কার্যকর্তারা জমায়েত হবেন ৷ এরপর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে গিয়ে সেখানেই মনোনয়ন জমা করবে বিজেপি প্রার্থী ৷

ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনে লড়াই বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ । কারণ এখানে বিরোধী প্রার্থী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই লড়াইটা অতটা সহজ হবে না বিজেপির কাছে । বিজেপি ভবানীপুরে সেইভাবে দেওয়াল লিখন ও প্রচারই করতে পারছে না । ভবানীপুরের বিজেপি ক'টা বুথে তৃণমূলের বিরুদ্ধে পোলিং এজেন্ট দিতে পারবে সেটাও বড় প্রশ্ন । তারই মধ্যে আজ প্রথম বড় মিছিল করছে তারা । শুভেন্দু অধিকারী, অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে সঙ্গে নিয়েই ভবানীপুর থেকে আলিপুর পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দেবেন প্রার্থী । কিন্ত আজ এই মিছিলে কতটা জমায়েত হবে, সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে বিজেপির অন্দরেই ।

ভবানীপুরে বিজেপির প্রচার কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ বলেন, "আজ আমরা ভবানীপুরে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একটা বড় মিছিল করছি । সেখানে আমাদের কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূল । কিন্ত তারপরও আজ আমাদের মিছিল সফল হবেই ৷"

আরও পড়ুন : Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.