- 13 রাউন্ড শেষে জঙ্গিপুরে 43,946 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷
WB Election Result : ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা - ভবানীপুর উপনির্বাচনের ফলাফল
14:19 October 03
ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের ৷ শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
14:18 October 03
- 13 রাউন্ড শেষে 7 হাজার 829 ভোটে এগিয়ে সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম ৷
14:08 October 03
- ভবানীপুরে রেকর্ড জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ 58 হাজার 389 ভোটে জয়ী তৃণমূল সুপ্রিমো ৷
14:02 October 03
- ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুরু সময়ের অপেক্ষা ৷ 20 রাউন্ডের শেষে 56 হাজার 588 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল সুপ্রিমো ৷ 2011 সালের রেকর্ডও ভেঙে দিলেন মমতা ৷
13:46 October 03
- 19 রাউন্ড শেষে আরও ব্যবধান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 52,018 হাজার ভোটে এগিয়ে তিনি ৷ কলকাতা সহ জেলায় জেলায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, উৎসব শুরু হয়েছে ৷
13:33 October 03
- ভবানীপুরে 17তম রাউন্ড শেষে 45 হাজার 738 ভোটে এগিয়ে মমতা ৷ জঙ্গিপুরে 11 রাউন্ড শেষে 33 হাজার 611 ভোটে এগিয়ে জাকির হোসেন ৷
13:04 October 03
- ভবানীপুরে 15তম রাউন্ড শেষে 39,656 ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
13:01 October 03
- 14তম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 37 হাজার 950 ভোটে ৷
12:49 October 03
- তেরো রাউন্ডের শেষে 36 হাজার 457 ভোটে এগিয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
12:45 October 03
- জঙ্গিপুরে দশম রাউন্ড শেষে জাকির হোসেন 30 হাজার 812 ভোটে এগিয়ে ৷
12:42 October 03
- জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন নবম রাউন্ড শেষে 26,746 ভোটে এগিয়ে ৷
12:30 October 03
- দ্বাদশ রাউন্ড শেষে ভবানীপুরে 34 হাজার 970 ভোটে এগিয়ে মমতা ৷
12:30 October 03
- ভবানীপুরে একাদশ রাউন্ডের শেষে ঘোষিত ফল : মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 45874টি ভোট ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 11892টি ভোট ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 1515টি ভোট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বেড়ে হল 33982 ৷
12:30 October 03
- একাদশ রাউন্ড শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 33,982 ভোটে ৷
12:02 October 03
- ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:58 October 03
- দশম রাউন্ড শেষে 31 হাজার 645 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:54 October 03
- ভবানীপুরে নবম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 28 হাজার 125 ভোটে ৷
11:48 October 03
- জঙ্গিপুরে 18,737টি ভোটে এগিয়ে তৃণমূল ৷ সামশেরগঞ্জে সপ্তম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস এগিয়ে 6,235টি ভোটে ৷
11:47 October 03
- অষ্টম রাউন্ড শেষে মমতার ঝুলিতে 81 শতাংশ ভোট ৷
11:42 October 03
- ভবানীপুরে 27,502 ভোটে এগিয়ে মমতা ৷ সপ্তম রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 31033টি ভোট ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 5719টি ভোট ৷
11:30 October 03
- জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 15 হাজার 743 ভোটে এগিয়ে ৷
11:24 October 03
- সপ্তম রাউন্ড শেষে ভবানীপুরে 25 হাজার 314 ভোটে এগিয়ে মমতা ৷
11:17 October 03
- দ্বিতীয় রাউন্ড শেষে জঙ্গিপুর বিধানসভা দ্বিতীয় রাউন্ডে তৃণমূল কংগ্রেস পেয়েছে 4842টি ভোট ৷ বিজেপির প্রাপ্ত 1868টি ভোট ৷ চতুর্থ রাউন্ড গণনা শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 11883টি ভোটে এগিয়ে রয়েছেন ।
11:06 October 03
ভবানীপুরে চতুর্থ রাউন্ডের ঘোষিত ফল : 16,397টি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 3,962টি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 315টি ভোট ৷
10:59 October 03
- চতুর্থ রাউন্ডের শেষে 12,435টি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
10:57 October 03
- বর্তমানে 1717 ভোটে এগিয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী ৷
10:45 October 03
- জঙ্গিপুরে দ্বিতীয় রাউন্ডের পর তৃণমূল প্রার্থী জাকির হোসেন 4542টি ভোটে পেয়েছেন ৷
10:42 October 03
- দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 3828টি ভোট । তৃতীয় রাউন্ডের শেষে মাত্র 250 ভোট পেয়েছেন সিপিআই(এম) প্রার্থী শ্রীজীব বিশ্বাস ।
10:41 October 03
- তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে 6146 ভোটে ৷
10:34 October 03
ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷
- সামশেরগঞ্জে পঞ্চম রাউন্ডের গণনা শেষ ৷ একই ভাবে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৷ পঞ্চম রাউন্ডের শেষে তিনি 3768 ভোটে এগিয়ে ৷
10:17 October 03
দ্বিতীয় রাউন্ডের ঘোষিত ফল : 5,333টি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2,956টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ৷ বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 132টি ভোট ৷
10:16 October 03
- তৃতীয় রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় 3,861 ভোটে এগিয়ে ৷
10:00 October 03
- দ্বিতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 2,500 ভোটে ৷ কমিশন সূত্রে খবর ৷
09:22 October 03
- ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন এগিয়ে । জাকির হোসেন 1300 ভোটে এগিয়ে ৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 2800-র মতো ভোটে এগিয়ে ৷
09:07 October 03
- এবার ইভিএম-এ গণনা শুরু হবে ।
09:07 October 03
- ভবানিপুর বিধানসভার পোস্টাল ব্যালেট এর গণনা শেষ হয়েছে ৷
09:02 October 03
- প্রথম রাউন্ডের গণনা শেষে সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম 250 ভোটে এগিয়ে রয়েছেন ।
09:01 October 03
- প্রথম রাউন্ডের গণনা শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 1717 ভোটে এগিয়ে রয়েছেন ৷
09:01 October 03
- মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনা শুরু ৷
08:05 October 03
- ঘড়ির কাঁটা আটটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোটগণনা ৷
07:12 October 03
- গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না । দলের সমস্ত এজেন্টকে নির্দেশ বঙ্গ-বিজেপির ।
07:11 October 03
- ভোট গণনার আগে ও পরে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে চিঠি দিলেন আইনজীবী তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷
06:49 October 03
- শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ভিতরেই থাকছে স্ট্রং রুম ৷ এখানে ভবানীপুরের 287টি বুথের ইভিএম এনে রাখা হয়েছে ৷ স্ট্রং রুমের 200 মিটারের মধ্যেও জারি রয়েছে 144 ধারা ৷ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পাহারা ৷
06:48 October 03
- জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যথাক্রমে 26 রাউন্ড এবং 24 রাউন্ড গণনা করা হবে ৷
06:39 October 03
- এই ভোট গণনাকেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে ৷ প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য পুলিশ ও একেবারে শেষ ও তৃতীয় বলয়ে থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷
06:38 October 03
- শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে থাকছে মোট 14টি টেবিল ৷ গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানে রাজ্য়ের পুলিশের তেমন কোনও ভূমিকা থাকছে না ৷
06:38 October 03
- ভবানীপুর আসনের ভোট গণনা করা হবে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ এই ভোট গণনাকেন্দ্রটিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷
06:17 October 03
- সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দু’টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে ৷ ভবানীপুর আসনে মোট 21 রাউন্ড গণনা হবে ৷
14:19 October 03
ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের ৷ শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- 13 রাউন্ড শেষে জঙ্গিপুরে 43,946 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷
14:18 October 03
- 13 রাউন্ড শেষে 7 হাজার 829 ভোটে এগিয়ে সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম ৷
14:08 October 03
- ভবানীপুরে রেকর্ড জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ 58 হাজার 389 ভোটে জয়ী তৃণমূল সুপ্রিমো ৷
14:02 October 03
- ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুরু সময়ের অপেক্ষা ৷ 20 রাউন্ডের শেষে 56 হাজার 588 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল সুপ্রিমো ৷ 2011 সালের রেকর্ডও ভেঙে দিলেন মমতা ৷
13:46 October 03
- 19 রাউন্ড শেষে আরও ব্যবধান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 52,018 হাজার ভোটে এগিয়ে তিনি ৷ কলকাতা সহ জেলায় জেলায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, উৎসব শুরু হয়েছে ৷
13:33 October 03
- ভবানীপুরে 17তম রাউন্ড শেষে 45 হাজার 738 ভোটে এগিয়ে মমতা ৷ জঙ্গিপুরে 11 রাউন্ড শেষে 33 হাজার 611 ভোটে এগিয়ে জাকির হোসেন ৷
13:04 October 03
- ভবানীপুরে 15তম রাউন্ড শেষে 39,656 ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
13:01 October 03
- 14তম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 37 হাজার 950 ভোটে ৷
12:49 October 03
- তেরো রাউন্ডের শেষে 36 হাজার 457 ভোটে এগিয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
12:45 October 03
- জঙ্গিপুরে দশম রাউন্ড শেষে জাকির হোসেন 30 হাজার 812 ভোটে এগিয়ে ৷
12:42 October 03
- জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন নবম রাউন্ড শেষে 26,746 ভোটে এগিয়ে ৷
12:30 October 03
- দ্বাদশ রাউন্ড শেষে ভবানীপুরে 34 হাজার 970 ভোটে এগিয়ে মমতা ৷
12:30 October 03
- ভবানীপুরে একাদশ রাউন্ডের শেষে ঘোষিত ফল : মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 45874টি ভোট ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 11892টি ভোট ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 1515টি ভোট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বেড়ে হল 33982 ৷
12:30 October 03
- একাদশ রাউন্ড শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 33,982 ভোটে ৷
12:02 October 03
- ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:58 October 03
- দশম রাউন্ড শেষে 31 হাজার 645 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:54 October 03
- ভবানীপুরে নবম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 28 হাজার 125 ভোটে ৷
11:48 October 03
- জঙ্গিপুরে 18,737টি ভোটে এগিয়ে তৃণমূল ৷ সামশেরগঞ্জে সপ্তম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস এগিয়ে 6,235টি ভোটে ৷
11:47 October 03
- অষ্টম রাউন্ড শেষে মমতার ঝুলিতে 81 শতাংশ ভোট ৷
11:42 October 03
- ভবানীপুরে 27,502 ভোটে এগিয়ে মমতা ৷ সপ্তম রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 31033টি ভোট ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 5719টি ভোট ৷
11:30 October 03
- জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 15 হাজার 743 ভোটে এগিয়ে ৷
11:24 October 03
- সপ্তম রাউন্ড শেষে ভবানীপুরে 25 হাজার 314 ভোটে এগিয়ে মমতা ৷
11:17 October 03
- দ্বিতীয় রাউন্ড শেষে জঙ্গিপুর বিধানসভা দ্বিতীয় রাউন্ডে তৃণমূল কংগ্রেস পেয়েছে 4842টি ভোট ৷ বিজেপির প্রাপ্ত 1868টি ভোট ৷ চতুর্থ রাউন্ড গণনা শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 11883টি ভোটে এগিয়ে রয়েছেন ।
11:06 October 03
ভবানীপুরে চতুর্থ রাউন্ডের ঘোষিত ফল : 16,397টি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 3,962টি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 315টি ভোট ৷
10:59 October 03
- চতুর্থ রাউন্ডের শেষে 12,435টি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
10:57 October 03
- বর্তমানে 1717 ভোটে এগিয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী ৷
10:45 October 03
- জঙ্গিপুরে দ্বিতীয় রাউন্ডের পর তৃণমূল প্রার্থী জাকির হোসেন 4542টি ভোটে পেয়েছেন ৷
10:42 October 03
- দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 3828টি ভোট । তৃতীয় রাউন্ডের শেষে মাত্র 250 ভোট পেয়েছেন সিপিআই(এম) প্রার্থী শ্রীজীব বিশ্বাস ।
10:41 October 03
- তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে 6146 ভোটে ৷
10:34 October 03
ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷
- সামশেরগঞ্জে পঞ্চম রাউন্ডের গণনা শেষ ৷ একই ভাবে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৷ পঞ্চম রাউন্ডের শেষে তিনি 3768 ভোটে এগিয়ে ৷
10:17 October 03
দ্বিতীয় রাউন্ডের ঘোষিত ফল : 5,333টি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2,956টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ৷ বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 132টি ভোট ৷
10:16 October 03
- তৃতীয় রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় 3,861 ভোটে এগিয়ে ৷
10:00 October 03
- দ্বিতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 2,500 ভোটে ৷ কমিশন সূত্রে খবর ৷
09:22 October 03
- ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন এগিয়ে । জাকির হোসেন 1300 ভোটে এগিয়ে ৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 2800-র মতো ভোটে এগিয়ে ৷
09:07 October 03
- এবার ইভিএম-এ গণনা শুরু হবে ।
09:07 October 03
- ভবানিপুর বিধানসভার পোস্টাল ব্যালেট এর গণনা শেষ হয়েছে ৷
09:02 October 03
- প্রথম রাউন্ডের গণনা শেষে সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম 250 ভোটে এগিয়ে রয়েছেন ।
09:01 October 03
- প্রথম রাউন্ডের গণনা শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন 1717 ভোটে এগিয়ে রয়েছেন ৷
09:01 October 03
- মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনা শুরু ৷
08:05 October 03
- ঘড়ির কাঁটা আটটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোটগণনা ৷
07:12 October 03
- গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না । দলের সমস্ত এজেন্টকে নির্দেশ বঙ্গ-বিজেপির ।
07:11 October 03
- ভোট গণনার আগে ও পরে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে চিঠি দিলেন আইনজীবী তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷
06:49 October 03
- শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ভিতরেই থাকছে স্ট্রং রুম ৷ এখানে ভবানীপুরের 287টি বুথের ইভিএম এনে রাখা হয়েছে ৷ স্ট্রং রুমের 200 মিটারের মধ্যেও জারি রয়েছে 144 ধারা ৷ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পাহারা ৷
06:48 October 03
- জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যথাক্রমে 26 রাউন্ড এবং 24 রাউন্ড গণনা করা হবে ৷
06:39 October 03
- এই ভোট গণনাকেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে ৷ প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য পুলিশ ও একেবারে শেষ ও তৃতীয় বলয়ে থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷
06:38 October 03
- শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে থাকছে মোট 14টি টেবিল ৷ গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানে রাজ্য়ের পুলিশের তেমন কোনও ভূমিকা থাকছে না ৷
06:38 October 03
- ভবানীপুর আসনের ভোট গণনা করা হবে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ এই ভোট গণনাকেন্দ্রটিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷
06:17 October 03
- সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দু’টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে ৷ ভবানীপুর আসনে মোট 21 রাউন্ড গণনা হবে ৷