ETV Bharat / state

BGBS 2022: বাণিজ্য সম্মেলনে ভিডিয়ো বার্তায় বাংলার ঐতিহ্যে জোর সরকারের

author img

By

Published : Apr 20, 2022, 10:59 AM IST

আজ শুরু বাণিজ্য সম্মেলন (BGBS 2022)৷ তার আগে বিশেষ প্রোমোশনাল ভিডিয়োতে দেশ বিদেশের শিল্পপতিদের সামনে (Bengal Global Business Summit 2022) বাংলার ঐতিহ্য তুলে ধরল রাজ্য সরকার (promotional video for BGBS 2022)৷

BGBS 2022: Govt showcases our culture in promotional video before Bengal Global Business Summit
বাণিজ্য সম্মেলনে ভিডিয়ো বার্তায় বাংলার ঐতিহ্যে জোর সরকারের

কলকাতা, 20 এপ্রিল: বাংলা নিজস্ব সংস্কৃতির স্বকীয়তায় বরাবরই ভাস্বর । দেশের সাংস্কৃতিক রাজধানী এমনিতেই তাঁর বিভিন্ন বহুমাত্রিক কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে প্রশংসিত । বুধবার দেশ ও বিদেশের শিল্পপতি এবং বাণিজ্য মহলের কাছে বাংলাকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (promotional video for BGBS 2022)। তার আগে একটি প্রোমোশনাল ভিডিয়োয় তারই আভাস দিল রাজ্য সরকার ৷ পাহাড় থেকে জঙ্গল - রূপসী বাংলার নানাবিধ চিত্র তুলে ধরা হয়েছে অতিথিদের সামনে (BGBS 2022)৷

সেই ভিডিয়োরই কিছু খণ্ডচিত্র ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় । সেখানে বাংলার সংস্কৃতির ঐতিহ্য বাউল, ভাটিয়ালি যেমন আছে, তেমনই মিছিল নগরী কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, হলুদ ট্যাক্সি সবকিছুই তুলে ধরা হয়েছে । সকাল থেকেই বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আসতে শুরু করেছেন প্রতিনিধিরা (Bengal Global Business Summit 2022)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে উৎসহ ধরা পড়েছে অতিথিদের মধ্যে ৷

আরও পড়ুন: Suvendu Adhikari visits Deucha Pachami: বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা

বিশ্ব বঙ্গ সরণির আনাচে-কানাচে শুধু এই বাণিজ্য সম্মেলনের ছবি । বাকি আর কিছুটা সময় ৷ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আসছেন দেশ ও বিদেশের বড় বড় শিল্পপতিরা ৷ সেই তালিকায় কাদের দেখতে পাওয়া যায়, তা নিয়েই চর্চা চলছে বিভিন্ন মহলে ৷ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল যোগ দিচ্ছে সম্মেলনে ৷

করোনাকালে দু বছর বন্ধ থাকার পর ফের বাংলায় হচ্ছে বাণিজ্য সম্মেলন ৷ আগামীতে এই সম্মেলন থেকে কতটা বিনিয়োগ আসবে, কতটা উপকৃত হবে রাজ্য তা সময়ই বলবে । তবে বাংলাকে শিল্প ও বাণিজ্য মহলের কাছে আকর্ষণীয় রূপে তুলে ধরতে কোনও কসুর বাকি রাখছে না রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Festival Bonus of State Government : বাণিজ্য সম্মেলন শুরুর আগেই ‘উৎসব বোনাস’ ঘোষণা করল রাজ্য সরকার

কলকাতা, 20 এপ্রিল: বাংলা নিজস্ব সংস্কৃতির স্বকীয়তায় বরাবরই ভাস্বর । দেশের সাংস্কৃতিক রাজধানী এমনিতেই তাঁর বিভিন্ন বহুমাত্রিক কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে প্রশংসিত । বুধবার দেশ ও বিদেশের শিল্পপতি এবং বাণিজ্য মহলের কাছে বাংলাকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (promotional video for BGBS 2022)। তার আগে একটি প্রোমোশনাল ভিডিয়োয় তারই আভাস দিল রাজ্য সরকার ৷ পাহাড় থেকে জঙ্গল - রূপসী বাংলার নানাবিধ চিত্র তুলে ধরা হয়েছে অতিথিদের সামনে (BGBS 2022)৷

সেই ভিডিয়োরই কিছু খণ্ডচিত্র ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় । সেখানে বাংলার সংস্কৃতির ঐতিহ্য বাউল, ভাটিয়ালি যেমন আছে, তেমনই মিছিল নগরী কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, হলুদ ট্যাক্সি সবকিছুই তুলে ধরা হয়েছে । সকাল থেকেই বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আসতে শুরু করেছেন প্রতিনিধিরা (Bengal Global Business Summit 2022)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে উৎসহ ধরা পড়েছে অতিথিদের মধ্যে ৷

আরও পড়ুন: Suvendu Adhikari visits Deucha Pachami: বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা

বিশ্ব বঙ্গ সরণির আনাচে-কানাচে শুধু এই বাণিজ্য সম্মেলনের ছবি । বাকি আর কিছুটা সময় ৷ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আসছেন দেশ ও বিদেশের বড় বড় শিল্পপতিরা ৷ সেই তালিকায় কাদের দেখতে পাওয়া যায়, তা নিয়েই চর্চা চলছে বিভিন্ন মহলে ৷ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল যোগ দিচ্ছে সম্মেলনে ৷

করোনাকালে দু বছর বন্ধ থাকার পর ফের বাংলায় হচ্ছে বাণিজ্য সম্মেলন ৷ আগামীতে এই সম্মেলন থেকে কতটা বিনিয়োগ আসবে, কতটা উপকৃত হবে রাজ্য তা সময়ই বলবে । তবে বাংলাকে শিল্প ও বাণিজ্য মহলের কাছে আকর্ষণীয় রূপে তুলে ধরতে কোনও কসুর বাকি রাখছে না রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Festival Bonus of State Government : বাণিজ্য সম্মেলন শুরুর আগেই ‘উৎসব বোনাস’ ঘোষণা করল রাজ্য সরকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.