কলকাতা, 18 এপ্রিল: যুগের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যের সঙ্গে এগিয়ে চলেছে উত্তর কলকাতার অন্যতম সরকারি স্কুল বেথুন কলেজিয়েট স্কুল ৷ আজ থেকে 175 বছর আগে কলকাতায় গড়ে উঠেছিল প্রথম মেয়েদের স্কুল । 1849 সালে এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন তৈরি করেন "ক্যালকাটা ফিমেল স্কুল", পরবর্তীতে যার নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল । মাত্র 21 জন ছাত্রীকে নিয়ে ওই সময় শুরু হয়েছিল পঠন পাঠন । তবে এ বছরের মে মাসের 7 তারিখ স্কুলের বয়স হবে 175 । এই উপলক্ষে এক বছরজুড়ে বেথুন স্কুলের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচিগুলি জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী । এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রী এবং অভিভাবকেরা । 175 বছরের ঐতিহ্যকে মাথায় রেখে মে মাসের 2 তারিখ এক বিরাট পদযাত্রার ডাক দেওয়া হয়েছে বেথুন স্কুলের পক্ষ থেকে । সকাল সাড়ে 7টা নাগাদ ওই পদযাত্রা শুরু হবে স্কুলের সামনে থেকে । তারপর ওই মাসেরই 7 তারিখ স্কুলের জন্মদিন পালন করা হবে স্কুল চত্বরে ।
তবে এই সবের সঙ্গেই 10 তারিখ তাঁদের প্রধান অনুষ্ঠান । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে ওইদিন । সেখানে উদযাপন হবে "ঐতিহ্যের 175"। ওই অনুষ্ঠানে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, "যেহেতু বেথুন কলেজিয়েট স্কুল কলকাতার প্রথম মেয়েদের স্কুল, তাই একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা বিশেষ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি তাঁকে ।"
বর্তমানে বেথুন কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষিকার পদ-সহ প্রায় 30টি পদ শূন্য রয়েছে । সেই স্থান পূরণের জন্য ইতিমধ্যেই তাঁরা শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন । তবে ওই দিন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছেও স্কুল কর্তৃপক্ষ এই শূন্যস্থান পূরণের আবেদন করবেন বলে খবর ।
এছাড়াও রয়েছে একাধিক অনুষ্ঠান। জুন মাসের 5 তারিখ বিজ্ঞান চেতনা প্রসার অনুষ্ঠান পালন হবে স্কুল চত্বরে । এছাড়াও জুলাই মাসে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হবে আশপাশের স্কুলকে নিয়ে । অগস্ট মাসের 12 তারিখ মৃত্যু হয়েছিল এই স্কুলের প্রতিষ্ঠাতা বেথুন সাহেবের ৷ তাই ওইদিন পালিত হয় বেথুন দিবস । এ বছর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল কর্তৃপক্ষ প্রকাশ করবে একটি স্মারকগ্রন্থ । এছাড়াও যেহেতু এ বার ঐতিহ্যের 175 বছর, তাই ডাক টিকিট প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বেথুন কলেজিয়েট স্কুলের ।
রাজ্যে প্রথম মেয়েদের স্কুল হিসেবে 175 বছর পূর্ণ হচ্ছে বেথুন কলেজিয়েট স্কুলের ৷ এর আগে রাজ্যে প্রতিষ্ঠিত স্কুলগুলির দিকে চোখ রাখলে দেখা যাবে যে, 1789 সালে তৈরি হয়েছিল সেন্ট টমাস স্কুল ৷ 1812 সালে তৈরি হয় হুগলি কলেজিয়েট স্কুল ৷ এরপর 1817 ও 1818 সালে প্রতিষ্ঠিত হয় যথাক্রমে হিন্দু স্কুল ও হেয়ার স্কুল ৷ 1823 সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট পলস দার্জিলিং স্কুল ৷ এছাড়াও চলতি বছর 200 বছর পূর্ণ হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুলের ৷
আরও পড়ুন: আবোল তাবোলের সেঞ্চুরিতে 175 বছরে পা বেথুন স্কুলের, বইমেলায় উদযাপন গিল্ডের