ETV Bharat / state

CBI : আরও সক্রিয় সিবিআই, আসছেন বাংলা জানা আধিকারিক - ভোট পরবর্তী হিংসা

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই ভুবনেশ্বর থেকে চারজন ডিএসপি পদমর্যাদার আধিকারিককে বাংলায় আনছে সিবিআই । মূলত, বাংলা ভাষা জানে, এরকম সিবিআই আধিকারিকদের এখানে আনা হচ্ছে ৷

নারদ-সারদা-কয়লা পাচার নিয়ে আরও সক্রিয় হচ্ছে সিবিআই
নারদ-সারদা-কয়লা পাচার নিয়ে আরও সক্রিয় হচ্ছে সিবিআই
author img

By

Published : Aug 25, 2021, 6:50 PM IST

কলকাতা, 25 অগস্ট : শুধু ভোট পরবর্তী হিংসার(Post Poll Violence) মামলায় নয় । একইসঙ্গে কয়লা পাচার, গোরু পাচার, নারদ, সারদা কাণ্ডে আরও সক্রিয়ভাবে তদন্তে নামতে চাইছে সিবিআই (CBI) । তার জন্য চারটি দল গঠন করা হয়েছে বলে আগেই জানা গিয়েছিল ৷ দলে মোট 84 জন তদন্তকারী অফিসার থাকছেন ৷ তাঁদের মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন । এছাড়া 25 জন কর্তা রয়েছেন এই দলে । 25 জন অফিসারের মধ্যে রয়েছে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি ৷

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই ভুবনেশ্বর থেকে চারজন ডিএসপি পদমর্যাদার আধিকারিককে বাংলায় আনছে সিবিআই । মূলত, বাংলা ভাষা জানে, এরকম সিবিআই আধিকারিকদের এখানে আনা হচ্ছে ৷ তাছাড়া, আইন সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে । ইতিমধ্যেই চারটি দলে ভাগ হয়ে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই । দলে মোট 109 জন আধিকারিক আছেন ।
মূলত তাঁরা জেলায় জেলায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলছেন । তাঁদের বয়ান রেকর্ড করছেন । আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার আধিকারিকরা সঠিক কী কী ব্যবস্থা নিয়েছিলেন, ভারতীয় দন্ডবিধি কি লঘু করে বসানো হয়েছিল ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই ময়দানে কোমর বেঁধে নামছে সিবিআই ।

আরও পড়ুন, Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশের গাফিলতি কতটা, তদন্ত শুরু সিবিআইয়ের

ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার এক পুলিশ আধিকারিককে সমন করেছে সিবিআই । সূত্রের খবর, মূলত কাঁকুড়গাছি এলাকায় অভিজিৎ সরকারের খুনের ঘটনায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের একাধিক আধিকারিক ঠিকভাবে কাজ করেছেন কি না, তা জানার জন্যই হোমিসাইড শাখার ওই আধিকারিককে সমন করেছে সিবিআই । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি ।

সম্প্রতি, কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি সমর্থক অভিজিৎ সরকার খুনের ঘটনায় তাঁদের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা । তাঁর ভাই বিশ্বজিৎ সরকারকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স গিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন । সিবিআই সূত্রের খবর, তার কাছ থেকে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের নাম পান সিবিআই আধিকারিকরা । ফলে সেই ক্ষেত্রে হয়ত কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের একাধিক আধিকারিক নজরে আছে সিবিআইয়ের ।

কলকাতা, 25 অগস্ট : শুধু ভোট পরবর্তী হিংসার(Post Poll Violence) মামলায় নয় । একইসঙ্গে কয়লা পাচার, গোরু পাচার, নারদ, সারদা কাণ্ডে আরও সক্রিয়ভাবে তদন্তে নামতে চাইছে সিবিআই (CBI) । তার জন্য চারটি দল গঠন করা হয়েছে বলে আগেই জানা গিয়েছিল ৷ দলে মোট 84 জন তদন্তকারী অফিসার থাকছেন ৷ তাঁদের মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন । এছাড়া 25 জন কর্তা রয়েছেন এই দলে । 25 জন অফিসারের মধ্যে রয়েছে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি ৷

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই ভুবনেশ্বর থেকে চারজন ডিএসপি পদমর্যাদার আধিকারিককে বাংলায় আনছে সিবিআই । মূলত, বাংলা ভাষা জানে, এরকম সিবিআই আধিকারিকদের এখানে আনা হচ্ছে ৷ তাছাড়া, আইন সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে । ইতিমধ্যেই চারটি দলে ভাগ হয়ে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই । দলে মোট 109 জন আধিকারিক আছেন ।
মূলত তাঁরা জেলায় জেলায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলছেন । তাঁদের বয়ান রেকর্ড করছেন । আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার আধিকারিকরা সঠিক কী কী ব্যবস্থা নিয়েছিলেন, ভারতীয় দন্ডবিধি কি লঘু করে বসানো হয়েছিল ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই ময়দানে কোমর বেঁধে নামছে সিবিআই ।

আরও পড়ুন, Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশের গাফিলতি কতটা, তদন্ত শুরু সিবিআইয়ের

ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার এক পুলিশ আধিকারিককে সমন করেছে সিবিআই । সূত্রের খবর, মূলত কাঁকুড়গাছি এলাকায় অভিজিৎ সরকারের খুনের ঘটনায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের একাধিক আধিকারিক ঠিকভাবে কাজ করেছেন কি না, তা জানার জন্যই হোমিসাইড শাখার ওই আধিকারিককে সমন করেছে সিবিআই । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি ।

সম্প্রতি, কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি সমর্থক অভিজিৎ সরকার খুনের ঘটনায় তাঁদের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা । তাঁর ভাই বিশ্বজিৎ সরকারকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স গিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন । সিবিআই সূত্রের খবর, তার কাছ থেকে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের নাম পান সিবিআই আধিকারিকরা । ফলে সেই ক্ষেত্রে হয়ত কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের একাধিক আধিকারিক নজরে আছে সিবিআইয়ের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.