কলকাতা, 17 এপ্রিল : এবার অশীতিপর ও বিশেষভাবে সক্ষম মানুষদের বিনামূল্যে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া ও তারপর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । সাংবাদিক বৈঠকে এমনই জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে ।
পঞ্চম এবং ষষ্ঠ দফায় 80 বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম মানুষদের ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা । একটি অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যৌথভাবে এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে । '1950' নম্বরে ফোন করে নিজের নাম, ঠিকানা ও ইপিআইসি কার্ড নম্বর বলতে হবে । তারপরে একটি প্রোমো কোর্ড যাবে ওই ব্যাক্তির ফোনে । সেই প্রোমো কোর্ড অ্যাপ ক্যাব বুক করার সময় দিলে 200 টাকা চলে যাবে সেই চালকের অ্যাকাউন্টে ৷
আরও পড়ুন : পঞ্চম দফায় আড়াআড়ি বিভাজন মোর্চায়, কী বলছে পাহাড়ের সমীকরণ ?
ভোটদাতা যখন ভোট দিয়ে ফিরবেন তখনও একই পদ্ধতিতে ক্যাব বুক করতে পারবেন ৷ এই যাওয়া ও ফেরা নিয়ে মোট 400 টাকা যাবে নির্দিষ্ট চালকের অ্যাকাউন্টে । এই টাকা ভোটদাতাকে দিতে হবে না ৷