কলকাতা, 14 এপ্রিল: রাত পোহালেই পয়লা বৈশাখ ৷ পুরানো সব কিছু ভুলে নতুনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার সংকল্প করে বাঙালি নববর্ষের প্রথম দিন থেকেই ৷ বাংলা নববর্ষ ঘিরে বাঙালির আবেগের অন্ত নেই ৷ ভোরের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়েই শুরু নববর্ষের (Bengali New Year) ৷
![Bengali New Year](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15021026_wb_mangal6.jpg)
মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবছরও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ৷ এই যাত্রার জন্য গত একমাস ধরে চলা কর্মশালা আজ শেষ হয়েছে । এই কর্মশালায় মুখোশ থেকে শুরু করে কাগজের ঘোড়া সব কিছুই তৈরি করা হয়েছে নববর্ষ উদযাপনের উদ্দেশ্য । বড় থেকে ছোট সকলেই অংশগ্রহণ করেছিলেন কর্মশালায় । নববর্ষ উদযাপনের প্রথম দিনেই সেই সকল জিনিস দিয়ে সাজিয়ে তোলা হবে শোভাযাত্রা । প্রসঙ্গত, বাংলা সম্প্রীতি ও অসাম্প্রদায়িক লোকায়ত ঐতিহ্যের এই উৎসবকে ইউনেস্কো অধরা বিশ্ব ঐতিহ্য শিরোপা দিয়েছে ।
![Bengali New Year](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15021026_wb_mangal4.jpg)
আরও পড়ুন: Chaitra Sale : দু'বছর পর উঠেছে নিষেধাজ্ঞা, চৈত্র সেলে বিকিকিনিতে মজে বাঙালি
এই প্রসঙ্গেই, সংগঠনের সম্পাদক বুদ্ধদেব ঘোষ বলেন, "আমাদের সংগঠনের তরফে 2017 সাল থেকে গাঙ্গুলি বাগান থেকে আমরা এই শোভাযাত্রার আয়োজন করে থাকি ৷ এটা বাংলার লোকসংস্কৃতি ও কৃষ্টি একটি উৎসব । ইতিমধ্যেই আমাদের এই কার্যক্রমটি সাতটি জেলায় ছড়িয়ে পড়েছে । নববর্ষের আগের দিন রাতে পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয় ।" প্রত্যেক বছরের মতো আগামিকাল গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে মঙ্গল শোভাযাত্রা।
![Bengali New Year](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15021026_wb_mangal5.jpg)
বিগত দু’বছর করোনা আবহে রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি ছিল ৷ সম্প্রতি সেই বিধিনিষেধ উঠেছে ৷ নতুন করে পুরনো ছন্দে ফিরছে আমজনতা ৷ নিউনর্মালে আবারও যেন আগের আনন্দের মেতে উঠেছে বাঙালি ৷ করোনাকাল কাটিয়ে আবারও নতুন ছন্দে ফিরছে রাজ্যবাসী ৷ নতুন বছরে পুরনো ছন্দে ফিরতে এই মঙ্গল শোভাযাত্রা ৷
![Bengali New Year](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15021026_wb_mangal3.jpg)