কলকাতা, 23 মার্চ: হাতে মাত্র আর 10 দিন । প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে । এ বার উত্তর মেরু (North Pole Expedition) পাড়ি দেওয়ার পালা পর্বতারোহণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী সত্যরূপ সিদ্ধান্তের (Satyarup Siddhanta)। তবে এই অভিযানে তাঁকে চিন্তায় রাখছে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war)।
31 মার্চ সোজা কলকাতা থেকে উত্তর মেরু বা নর্থ পোলের উদ্দেশে পাড়ি দেবেন সত্যরূপ সিদ্ধান্ত (Bengali mountaineer)। গত পাঁচ বছর বিভিন্ন কারণে কেউ এই উত্তর মেরু অভিযানে সফর করতে পারেননি । এমনকী এই পাঁচ বছরে সত্যরূপ সিদ্ধান্তও উত্তর মেরু অভিযানে যাওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু হয়ে ওঠেনি ৷ তাই এ বছর আবারও এই অভিযানের জন্য তিনি কোমর বেঁধেছেন । এই অভিযানটি সফলভাবে শেষ করতে পারলে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্লাম এবং থ্রি পোলস চ্যালেঞ্জ (উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং মাউন্ট এভারেস্ট) জয়ের খেতাব অর্জন করবেন সত্যরূপ ।
তবে এই অভিযান নিয়ে সংশয় দানা বেঁধেছে তাঁর মনে ৷ তিনি বলেন, "2019 সালে আমি যখন উত্তর মেরুর যাত্রা শুরু করি তখনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয় ৷ তাই সে বার অভিযান বাতিল হয়ে যায় । 2020 এবং 2021 সালে কোভিডের কারণে অভিযান হয়নি । 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লাগে । অবশেষে এই বছরও উত্তর মেরু যাওয়ার আশায় বুক বেঁধেছি ।"
তিনি আরও জানান যে, এই ধরনের অভিযানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় ৷ তবে রাজ্যে ফুটবল বা ক্রিকেট নিয়ে মানুষের উন্মাদনা থাকলেও অন্যান্য স্পোর্টস বা পর্বতারোহণ নিয়ে এখনও বিশেষ উৎসাহ নেই । তাই যাত্রার খরচও নিজেকেই জোগাতে হয় । কারণ রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে কোনও রকম আর্থিক সাহায্য পাওয়া যায় না । তাই মাথার উপর পাহাড়প্রমাণ দেনা নিয়ে পাহাড়ে চড়েন বলে জানালেন সত্যরূপ । তবে তিনি আশাবাদী যে, মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছেন এবং এই পরিস্থিতির পরিবর্তন নিশ্চয়ই হবে ।
আরও পড়ুন: অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর
উত্তর মেরু অভিযান নিয়ে বেশ কয়েকটি মজার কথা বললেন সত্যরূপ সিদ্ধান্ত । বছরের একটা সময় যেহেতু উত্তর মেরুতে জল থাকে এবং ঠান্ডার সময় সেগুলি জমে গিয়ে তুষারখণ্ড বা ভাসমান হিমবাহে পরিণত হয়ে যায়, তাই ঠিকঠাক কম্পাস মিলিয়ে এগোতে না পারলে দেখা যাবে, যে বিন্দু থেকে স্কিইং শুরু হয়েছিল আবার সেখানেই বা তার থেকেও পেছনে পৌঁছে গিয়েছেন আরোহী । যেহেতু তুষার খণ্ডগুলি ভাসতে থাকে, তাই সেগুলি নিজে থেকেই স্থান পরিবর্তন করতে থাকে ।
তবে সব কিছুর মধ্যে ভারতীয় পর্বতারোহীর অভিযানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক । এই অভিযানের আয়োজক নরওয়েস্থিত রাশিয়ান কোম্পানি । তাই যারা ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের সমর্থন করছে, সে সব দেশের অভিযাত্রীদের স্বাগত জানাচ্ছে ওই সংস্থা । এই পরিস্থিতিতে এই বছরেও তিনি উত্তর মেরু অভিযান সম্পন্ন করতে পারেন কি না, তা নিয়ে একটু হলেও চিন্তিত সত্যরূপ সিদ্ধান্ত ।