ETV Bharat / state

অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি, রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস - rain thunderstrom likely in south bengal in next 24 hours

আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না । আকাশ আংশিক মেঘলা থাকবে । হাওয়ার গতিবেগ বেশি থাকবে ।

bengal-weather-update
bengal-weather-update
author img

By

Published : Apr 7, 2021, 5:50 PM IST

কলকাতা, 7 এপ্রিল : স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস । আগামী কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । চলবে পরশু দিন পর্যন্ত ৷ বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । আগামী 9 তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের মতো কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না । আকাশ আংশিক মেঘলা থাকবে । হাওয়ার গতিবেগ বেশি থাকবে । 9 এপ্রিল কলকাতায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার ফলেই তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে না । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 88 শতাংশ ৷ সর্বনিম্ন 35 শতাংশ ।

আরও পড়ুন : রাজ্যে একদিনে আক্রান্ত দু'হাজার

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী কাল দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 9 এপ্রিলের পর ঝড়বৃষ্টির প্রকোপ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

কলকাতা, 7 এপ্রিল : স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস । আগামী কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । চলবে পরশু দিন পর্যন্ত ৷ বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । আগামী 9 তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের মতো কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না । আকাশ আংশিক মেঘলা থাকবে । হাওয়ার গতিবেগ বেশি থাকবে । 9 এপ্রিল কলকাতায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার ফলেই তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে না । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 88 শতাংশ ৷ সর্বনিম্ন 35 শতাংশ ।

আরও পড়ুন : রাজ্যে একদিনে আক্রান্ত দু'হাজার

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী কাল দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 9 এপ্রিলের পর ঝড়বৃষ্টির প্রকোপ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.