কলকাতা, 4 নম্ভেম্বর: দিনের আকাশ মেঘলা। বৃষ্টি কি ফের জনজীবনে কাঁটা ছড়াবে? আলিপুর আবহাওয়া দফতর বলছে এখনই তার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে (Possibility of Low Pressure in Next Week)। শ্রীলঙ্কার কাছাকাছি উৎপত্তি এই নিম্নচাপের । প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু। তার জেরে বাংলায় বৃষ্টি হবে কি না তা হাওয়া অফিস এখনই বলতে নারাজ। পরিস্থিতির দিকে নজর রাখছে তারা।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত বৃষ্টির পূর্বাভাস কিছু নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে।
তিনি আরও জানান, 7 নম্ভেম্বর অর্থাৎ সোমবার নাগাদ উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রির কাছাকাছি থাকবে। আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রির কাছাকাছি। অন্যান্য জেলাগুলো কলকাতা থেকে একটু কম থাকবে তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলা গুলোতেও তাপমাত্রা কম থাকবে (Weather Forecast)।
আরও পড়ুন: ব্যবসায়ীরা পাবেন আয়ের সুযোগ, জানাচ্ছে রাশিফল
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.02 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে (Weather Report)।