ETV Bharat / state

Chicken-Fruits in Mid-Day Meal: পঞ্চায়েত ভোটের আগে চমক ! মিড-ডে মিলের মেনুতে এবার মাংস ও ফল

আগামী চারমাস মিড-ডে মিলের মেনুতে জুড়ে যাবে চিকেন, মরশুমি ফল । জানুয়ারি থেকে এপ্রিল, টানা 16 সপ্তাহ ছাত্র-ছাত্রীদের পাতে পড়বে এই খাবার (Chicken-Fruits in Mid-Day Meal) । যার জন্য 371 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ ধার্য্য করেছে রাজ্য সরকার ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 5, 2023, 5:48 PM IST

Updated : Jan 5, 2023, 7:47 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগেই নয়া চমক । মিড-ডে মিল প্রকল্পে 371 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য সরকার (West Bengal government has allotted Rs 371 crore) । ফলে আগামী চারমাস মিড-ডে মিলের মেনুতে জুড়ে যাবে চিকেন, মরশুমি ফল । জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাতে পড়বে এই খাবার (Chicken-Fruits in Mid-Day Meal) ।

এতদিন পর্যন্ত মিড-ডে মিলে ভাত, আলু, সয়াবিন এবং ডিম দেওয়া হত। পিএম পোশনের অধীনে সেই খাবারের তালিকাতেই যোগ হয়েছে মুরগির মাংস ও মরশুমি ফল । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি সপ্তাহে একবার করে মাংস ও মরশুমি ফল দেওয়া হবে । যদিও শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলের পরে ছাত্র-ছাত্রীদের পাতে এই খাবারগুলি পড়ার সম্ভাবনা একেবারেই নেই ।

মিড-ডে মিলের অংশ হিসেবে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের চাল, ডাল, সবজি, সয়াবিন ও ডিম দেওয়া হচ্ছে । একই সঙ্গে জানা গিয়েছে, প্রতিটি শিক্ষার্থীকে অতিরিক্ত পুষ্টি প্রদানের জন্য প্রতি সপ্তাহে 20 টাকা খরচ করা হবে । প্রক্রিয়াটি 16 সপ্তাহ ধরে চলবে । রাজ্য সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে 1.16 কোটিরও বেশি শিক্ষার্থী মধ্যাহ্নভোজন প্রকল্পের সুবিধাভোগী, যার জন্য রাজ্য এবং কেন্দ্র 60:40 অনুপাতে খরচ ভাগ করে । যদিও 371 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সম্পূর্ণরূপে রাজ্য সরকার বহন করবে ।

Mid-Day Meal
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

আরও পড়ুন: মিড-ডে মিলে শাক-সবজি দিতে স্কুলে চাষাবাদ শুরুর উদ্যোগ জেলাপ্রশাসনের

বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের 24 জেলার জেলাশাসক, কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দফতরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএম পোষণ প্রকল্পে 371 কোটি 90 লক্ষ 78 হাজার 400 টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ।

আরও পড়ুন: পাঁচমাস ধরে মিলছে না মিড-ডে মিলের টাকা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রাজ্যের

তবে রাজ্য সরকারের এই ঘোষণার পর একাধিক মন্তব্য শোনা যাচ্ছে বিরোধীদের গলায় । বিরোধীদের মতে, পঞ্চায়েত ভোটের জন্য এই নয়া পরিকল্পনা । তবে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অনেক ভোট গিয়েছে । তার থেকেও বেশি প্রকল্প মুখ্যমন্ত্রী রাজ্যে নিয়ে এসেছেন । ভোটের পর কোনও প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে সেটা দেখাতে পারবে কেউ ? আর এটা পড়ুয়াদের জন্য । পড়ুয়ারা তো ভোটে অংশই নেয় না ।"

কলকাতা, 5 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগেই নয়া চমক । মিড-ডে মিল প্রকল্পে 371 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য সরকার (West Bengal government has allotted Rs 371 crore) । ফলে আগামী চারমাস মিড-ডে মিলের মেনুতে জুড়ে যাবে চিকেন, মরশুমি ফল । জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাতে পড়বে এই খাবার (Chicken-Fruits in Mid-Day Meal) ।

এতদিন পর্যন্ত মিড-ডে মিলে ভাত, আলু, সয়াবিন এবং ডিম দেওয়া হত। পিএম পোশনের অধীনে সেই খাবারের তালিকাতেই যোগ হয়েছে মুরগির মাংস ও মরশুমি ফল । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি সপ্তাহে একবার করে মাংস ও মরশুমি ফল দেওয়া হবে । যদিও শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলের পরে ছাত্র-ছাত্রীদের পাতে এই খাবারগুলি পড়ার সম্ভাবনা একেবারেই নেই ।

মিড-ডে মিলের অংশ হিসেবে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের চাল, ডাল, সবজি, সয়াবিন ও ডিম দেওয়া হচ্ছে । একই সঙ্গে জানা গিয়েছে, প্রতিটি শিক্ষার্থীকে অতিরিক্ত পুষ্টি প্রদানের জন্য প্রতি সপ্তাহে 20 টাকা খরচ করা হবে । প্রক্রিয়াটি 16 সপ্তাহ ধরে চলবে । রাজ্য সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে 1.16 কোটিরও বেশি শিক্ষার্থী মধ্যাহ্নভোজন প্রকল্পের সুবিধাভোগী, যার জন্য রাজ্য এবং কেন্দ্র 60:40 অনুপাতে খরচ ভাগ করে । যদিও 371 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সম্পূর্ণরূপে রাজ্য সরকার বহন করবে ।

Mid-Day Meal
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

আরও পড়ুন: মিড-ডে মিলে শাক-সবজি দিতে স্কুলে চাষাবাদ শুরুর উদ্যোগ জেলাপ্রশাসনের

বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের 24 জেলার জেলাশাসক, কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দফতরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএম পোষণ প্রকল্পে 371 কোটি 90 লক্ষ 78 হাজার 400 টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ।

আরও পড়ুন: পাঁচমাস ধরে মিলছে না মিড-ডে মিলের টাকা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রাজ্যের

তবে রাজ্য সরকারের এই ঘোষণার পর একাধিক মন্তব্য শোনা যাচ্ছে বিরোধীদের গলায় । বিরোধীদের মতে, পঞ্চায়েত ভোটের জন্য এই নয়া পরিকল্পনা । তবে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অনেক ভোট গিয়েছে । তার থেকেও বেশি প্রকল্প মুখ্যমন্ত্রী রাজ্যে নিয়ে এসেছেন । ভোটের পর কোনও প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে সেটা দেখাতে পারবে কেউ ? আর এটা পড়ুয়াদের জন্য । পড়ুয়ারা তো ভোটে অংশই নেয় না ।"

Last Updated : Jan 5, 2023, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.